কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০৫:৫০ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

তলে তলে আপস হয় না, হয় ষড়যন্ত্র : রিজভী

বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

তলে তলে- গোপনে আপস নয়, ষড়যন্ত্র হয় বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক বক্তব্যের জবাবে আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

ওবায়দুল কাদেরের উদ্দেশে রিজভী বলেন, আপনার মনে রাখা দরকার- তলে তলে- গোপনে আপস হয় না, হয় ষড়যন্ত্র। পরনির্ভরশীল, কাপুরুষ ও ভীরুরাই তলে তলে আপস করে। এই সস্তা কথায় দলের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের দলবাজদের অভয় দিতে চান কাদের সাহেব। তবে লাভ নেই। এরা সুষ্ঠু নির্বাচন হলে হারবে বলেই তলে তলে আপসের কথা বলছেন। শেখ হাসিনা প্রকাশ্যে একাধিকবার বলেছিলেন—আপস করলে আমরা ক্ষমতায় থাকতে পারতাম। এখন তলে তলে কী দিয়ে আপস করলেন- তা জনগণ জানতে চায়। অবৈধভাবে ক্ষমতায় থাকার কোনো পথ আর নেই। চাপাবাজি দিয়ে, গুণ্ডামি করে জনগণ দূরে থাক- নিজের দলের নেতাকর্মীদেরও আর জাগিয়ে তুলতে পারবেন না।

তিনি বলেন, দেশে গাঢ় অন্ধকার সময় চলছে। এত খারাপ সময়ে বাংলাদেশ আগে কখনও হয়নি। গত ১৫ বছর জনগণের মাথার ওপর বসে আছে চরম প্রতিহিংসাপরায়ণ এক সরকার। জনগণ তাদের হিংস্রতা, নির্জলা মিথ্যা কথাবার্তা শুনতে শুনতে ত্যক্ত-বিরক্ত। তারা আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না।

তিনি আরও বলেন, শেখ হাসিনা এবং তার দল চরম অস্তিত্ব সংকটে নিপতিত হয়েছে। এমন দেউলিয়া হয়ে গেছে, ওবায়দুল কাদের বলেছেন- ‘দিল্লি আছে, আমরাও আছি। দুই সেলফিতেই বাজিমাত, তলে তলে আপস হয়ে গেছে। এক সেলফি দিল্লিতে আর এক সেলফি নিউইয়র্কে।’ তার মানে তো পরিষ্কার- ভোটের আর দরকার নেই। বাংলাদেশের মানুষের আর দরকার নেই। অন্যের কাঁধে চড়ে বিনা ভোটে ক্ষমতায় থাকতে চান।

বিএনপির এই নেতা বলেন, ক্ষমতাসীনরা আবারো ভোট ছাড়া ক্ষমতার নেশায় অন্ধ হয়ে দেশে দেশে ধরনা দিয়ে ব্যর্থ হয়েছে। সবকিছু জেনে-শুনে কেউ এই নিপীড়ক সরকারকে গোপনে সহযোগিতা করবেন না। এরা গণতান্ত্রিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন।

রুহুল কবির রিজভী বলেন, কয়েকদিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন- বিএনপি আন্দোলন করলে তাদের হাত পুড়িয়ে দেয়া হবে। ওবায়দুল কাদের, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করেছেন, আপনার শিক্ষার আলো আছে বলে মনে করতাম। এখন তো দেখছি, নারায়ণগঞ্জের গডফাদারের সাথে আপনার তো কোনো পার্থক্য নেই। আপনাকে কি গোটা জাতির অভিভাবক বানানো হয়েছে নাকি? এ সমস্ত কথাবার্তা তো গডফাদাররা বলে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করেন রিজভী।

তিনি বলেন, শেখ হাসিনার লন্ডনের বক্তব্যে সরাসরি তিনি স্বীকার করে নিলেন- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার পরিকল্পনায় তারা লিপ্ত রয়েছেন। গণতন্ত্রকামী মানুষের মধ্যে ভীতি তৈরি করার লক্ষ্য নিয়েই বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা।

রিজভী হুঁশিয়ারি দিয়ে বলেন, সুচিকিৎসার অভাবে বেগম খালেদা জিয়ার কিছু হলে এই সরকারকে পৃথিবীর কোনো শক্তি রক্ষা করতে পারবে না। দেশের জনগণ এদের বিদায় না করে ঘরে ফিরবে না। গণভবনের প্রতিটা ইট খুলে প্রলয় সৃষ্টি করবে তারা।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, চেয়ারপারসনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম-মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের জন্মদিন আজ

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুইজন নিহত, আহত ৪

ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন সাংবাদিক সম্পদ

দুর্নীতিবাজদের বর্জন করুন, জনগণের ভরসা হতে চাই : শাকিল উজ্জামান

তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত

টাকা বাঁচাতে লেভানদোভস্কিকে গোল করতে মানা করেছিল বার্সা!

মুক্তিযুদ্ধকে বিএনপির মতো অন্য কোনো দল ধারণ করে না: শামা ওবায়েদ

মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা

ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ

১০

রাজধানীতে ছিনতাইকারীদের কবলে বিচারক, খোয়ালেন মোবাইল-চশমা

১১

চট্টগ্রামের বাঁশখালীতে ছোট কাজে বড় অনিয়ম

১২

লালদিয়া-পানগাঁও টার্মিনাল / ১০ বছরের করমুক্ত সুবিধা পাবে দুই বিদেশি কোম্পানি

১৩

রামপুরায় বাসে আগুন

১৪

যুবদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১৫

আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা, যুবক গ্রেপ্তার

১৬

এবার ‘রাজসাক্ষী’ হয়ে আরেক পুলিশ সদস্যের জবানবন্দি

১৭

দুই ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৮ নেতাকর্মী কারাগারে

১৮

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে নৌবহর কর্মসূচি

১৯

সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলামের পদত্যাগ

২০
X