কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ১১:৩১ এএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি কার্যালয় ‘ক্রাইম সিন’র আওতায়

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ক্রাইম সিন ফিতা দিয়ে ঘিরে রেখেছে। ছবি : সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ক্রাইম সিন ফিতা দিয়ে ঘিরে রেখেছে। ছবি : সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়য়ের প্রধান ফটকের সামনে ‘ক্রাইম সিন’ উল্লেখ করে কর্ডন টেপ দিয়ে মুড়িয়ে দিয়েছে পুলিশ। এতে নেতাকর্মীরা কার্যালয়ে প্রবেশ করতে পারবে না।

আজ রোববার (২৯ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। কার্যালয়ের সামনে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) একটি ইউনিট কাজ করছে। তারা জায়গাটি ঘিরে রেখেছে।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দুপাশেই বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে৷ পাশে রাখা হয়েছে জলকামান ও প্রিজন ভ্যান। আর কার্যালয়কে ঘেরাও করে রাখা হয়েছে ক্রাইম সিনের ফিতা দিয়ে। এদিকে কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে ঘোরাফেরা করা দুজনকে বিএনপির কর্মী সন্দেহে থানায় নেওয়া হয়েছে।

এ বিষয়ে পল্টন জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) গোলাম রোহানী সংবাদমাধ্যমকে বলেন, গতকাল শনিবার দিবাগত রাতে সিআইডির ক্রাইম সিন ইউনিট বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে ক্রাইম জোন ঘোষণা করেছে। আর দুজনকে সন্দেহজনক মনে হওয়ায় আটক করা হয়েছে। যাচাই-বাছাই করে অপরাধী না হলে ছেড়ে দেওয়া হবে।

এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসা থেকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে গেছে পুলিশ। রোববার সকালে তার গুলশানের বাসা থেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম বলেন, সকালে ডিবি পুলিশের লোকজন বাসায় আসে। মির্জা ফখরুল ইসলামসহ বাসার সবার সাথে কথা বলে। এরপর সিসি ক্যামেরার ফুটেজ, হার্ড ডিস্ক নিয়ে চলে যায়। ঠিক ১০ মিনিট পর আবার ফিরে এসে তাকে আটক করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, মির্জা ফখরুল প্রচণ্ড অসুস্থ। তার চিকিৎসা চলছিল। এভাবে নিয়ে যাবে মেনে নিতে পারছি না। ৭৫ বছর বয়স্ক মানুষ। আশা করব, যদি জিজ্ঞাসাবাদ করতে চায়, তা করে যেন তাকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে মির্জা ফখরুলকে আটক করতে সকাল থেকে তার বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেয় বলে জানায় বিএনপি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে তুলে নিতে মহাসচিবের গুলশানের বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন।

এদিকে রাত থেকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রাজধানীর শাহজাহানপুরের বাসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে।

শামসুদ্দিন দিদার বলেন, পুলিশ বাড়ির প্রধান গেট ভাঙার চেষ্টা করছে। যে কোনো সময় ভেতরে ঢুকে মির্জা আব্বাসকে তুলে নিয়ে যেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিমানে পদত্যাগ করলে হারবে বাংলাদেশ : রাশেদ প্রধান

তামাকপণ্যে কার্যকর করারোপ করলে মৃত্যুহার কমবে বলে মত বিশেষজ্ঞদের 

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি

প্রধান উপদেষ্টা-জামায়াত বৈঠকে যা হলো

যে কারণে ভারতের নেতৃত্বে নেই বুমরাহ

অন্তর্বর্তী সরকারকে মানুষ আর চায় না : যুবদল সভাপতি

১৫১টি সোনালীকা ট্রাক্টর ডেলিভারি করে রেকর্ড করল এসিআই

গুপ্তচরবৃত্তির অভিযোগ / একের পর এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করছে মোদি সরকার

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের কার্যক্রম শুরু

১০

ইস্টার্ন ইউনিভার্সিটির নতুন ভিসি ফরিদ আহমদ সোবহানীর যোগদান

১১

এনবিআরে দিনভর উদ্বেগ-উৎকণ্ঠায় আন্দোলনকারীরা

১২

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’ উদযাপন 

১৩

ভিডব্লিউবি কার্ড দেওয়ার নামে এনসিপির সদস্য পরিচয়ে অর্থ দাবি

১৪

ইসরায়েলের হামলায় এক চিকিৎসক পরিবারের ৯ সন্তান নিহত

১৫

তালাকপ্রাপ্ত স্ত্রীর বিরুদ্ধে সাবেক স্বামীকে অপহরণ চেষ্টার অভিযোগ

১৬

কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে তারেক রহমানের শ্রদ্ধাঞ্জলি 

১৭

গোয়াফেস্টে দুটি মিডিয়া অ্যাবি অ্যাওয়ার্ড জিতল এশিয়াটিক মাইন্ডশেয়ার

১৮

দ. আফ্রিকায় খনি থেকে ২৬০ শ্রমিককে জীবিত উদ্ধার

১৯

নোবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক শিবলুর রাহমান

২০
X