বিএনপির চলমান অবরোধ সফলে রাজধানীতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় বাংলামোটর মেইন রাস্তায় মিছিল এবং জনকণ্ঠ ভবনের সামনে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়।
এ সময় ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে অগ্নিসংযোগ করে। পরে তারা সরকারের পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিয়ে বিক্ষোভ করেন।
মন্তব্য করুন