কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০৭:০৬ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

পোশাক শ্রমিকদের আন্দোলনে বিএনপি উসকানি দিয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

গত কয়েকদিন ধরেই পোশাক শ্রমিকরা মজুরি বাড়ানোর দাবিতে সড়কে বিক্ষোভ করে আসছে। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সতর্ক করে বলেছেন, পোশাক শ্রমিকদের আন্দোলনে বিএনপি উসকানি দিয়েছে। তাদের কথায় কারখানা ভাঙলে নিজেরই ক্ষতি হবে।

শনিবার (৪ নভেম্বর) বিকেলে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধন উপলক্ষে রাজধানীর আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গার্মেন্টস শ্রমিক আন্দোলনে বিএনপি উসকানি দিয়েছে। অন্যের কথায় কারখানা ভাঙলে নিজেরই ক্ষতি হবে বলে সতর্ক করে শ্রমিকদের ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি।

আন্দোলনে উসকানিদাতাদের হুঁশিয়ার করে তিনি বলেন, ‘উসকানিতে কারা, তা আমরা জানি। তারা দেশে-বিদেশে যেখানেই থাকুক ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, আওয়ামী লীগের আমলেই শ্রমিকদের মজুরি ১৬০০ থেকে ৮৩০০ টাকায় উন্নীত হয়। মজুরি বোর্ড কাজ করছে। তাদের (শ্রমিক) জন্য উপযুক্ত মজুরি ঘোষণা করা হবে। তার আগে কারখানায় ভাঙচুর করলে, হামলা করলে নিজেদেরই ক্ষতি। গ্রামে চলে যেতে হবে।

পোশাক শ্রমিকদের জন্য নানা সুবিধা আমি মালিকদের সঙ্গে কথা বলে ব্যবস্থা করে দিয়েছি বলেও দাবি করেন প্রধানমন্ত্রী।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে জনসভার মঞ্চে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতা-কর্মীরা। এদিন সকাল থেকেই জনসভায় যোগ দিতে দলে দলে জড়ো হন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা।

এদিকে আজ আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধনের পর আগামীকাল রোববার (৫ নভেম্বর) থেকে তিনটি স্টেশন দিয়ে শুরু হবে এ পথের বাণিজ্যিক যাত্রা। প্রাথমিকভাবে উত্তরা পর্যন্ত চলবে চার ঘণ্টা। দশ মিনিট পর পর আসবে ট্রেন। তিন মাসের মধ্যে বাকি স্টেশনগুলো চালু করে ভোর থেকে মধ্যরাতের পূর্ণ শিডিউলে চলবে মেট্রোরেল।

এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধন করেছিলেন শেখ হাসিনা।

পুরোপুরি চালু হলে উত্তরা থেকে মতিঝিল-কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত ২১.২৬ কিলোমিটারের পুরো রুটটি ৪০ মিনিটেরও কম সময়ে ভ্রমণ করে মেট্রোরেল প্রতি ঘণ্টায় ৬০ হাজার যাত্রী বহন করবে বলে ধারণা করা হচ্ছে।

গত ২০১৬ সালের ২৪ জুন এমআরটি লাইন-৬ নামে পরিচিত মেট্রোরেল প্রকল্পের নির্মাণ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যান্টিন স্টাফদের ছাত্রদল নেতা শাহরিয়ারের জার্সি উপহার 

স্ত্রী-সন্তানসহ সাবেক এমপি সামছুল আলমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা 

বাথরুমে একদম খোলামেলা গোসল করেন? হতে পারে যে ৩ বিপদ

শোবিতাকে ছাড়া বাঁচতে পারি না : নাগা চৈতন্য

চাঁদাবাজবিরোধী অভিযানে গিয়ে আহত ৩ পুলিশ সদস্য

হেলিকপ্টারে এসে প্রার্থিতা ঘোষণা করলেন প্রবাসী

ইসফাকের জায়গায় বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

শ্বশুরবাড়িতে গাছে ঝুলছিল জামাইয়ের মরদেহ 

হিসাবরক্ষণ পদে নিয়োগ দিচ্ছে আড়ং

১০

ইরানের হাতে আসছে ‍রুশ অস্ত্র, মধ্যপ্রাচ্যে কী হতে যাচ্ছে?

১১

নারী বিশ্বকাপের জন্য ২১ সদস্যের দল ঘোষণা ব্রাজিলের

১২

‘সহজক্যাশে’ লেনদেনে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

১৩

রেড ক্রিসেন্টে চাকরির আবেদন করুন অনলাইনে

১৪

মহাসড়কে গাড়ি থামিয়ে সেই ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২

১৫

অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দিচ্ছে আরএফএল

১৬

ফের মা হতে চলেছেন ভারতী সিং

১৭

টিকা থেকে একটি শিশুও যেন বাদ না যায় : স্বাস্থ্য উপদেষ্টা 

১৮

কোন রক্তের গ্রুপে স্ট্রোকের ঝুঁকি বেশি, জানুন কী বলছে গবেষণা

১৯

ধোপাদিঘিতে মাছ মরে ছড়াচ্ছে দুর্গন্ধ, ওয়াকওয়ে বন্ধ ঘোষণা

২০
X