বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা জোট ও দলগুলোর ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের সমর্থনে মিছিল-সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ। এ সময় গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, অবরুদ্ধ রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ‘সংলাপ’ নামের তামাশা জনগণ প্রত্যাখ্যান করেছে। এক প্রেস বার্তায় দলের বক্তব্য তুলে ধরেছে গণতন্ত্র মঞ্চ।
আজ ০৫ নভেম্বর, (রোববার) সকালে রাজধানীর পুরানা পল্টন থেকে মিছিল শুরু করে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি বিজয়নগর হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে দিয়ে ঘুরে পুরানা পল্টনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় মঞ্চের নেতৃবৃন্দ।
গণতন্ত্র মঞ্চের মিছিল সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন।
সংক্ষিপ্ত সমাবেশে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে আর কোনো নির্বাচনী তামাশা হতে দেওয়া হবে না। দেশের এইরকম অবরুদ্ধ রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন কমিশনের তথাকথিত ‘সংলাপ’ নামের চা-আড্ডার নিন্দা জানান নেতৃবৃন্দ। জনগণের ভোটের গণতান্ত্রিক অধিকার নিয়ে সরকার ও সরকারি দলকে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে মানুষের অধিকার হরণ করে রাখা যাবে না। বিশেষ কোনো স্বার্থান্বেষী কোটারী গোষ্ঠী ও মাফিয়াদের স্বার্থে দেশ ও জনগণকে জিম্মি হতে দেওয়া যাবে না।
নেতৃবৃন্দ বলেন, বিরোধী দলের শান্তিপূর্ণ আন্দোলন সরকার রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে পরিকল্পিতভাবে এখন ষড়যন্ত্র ও মিথ্যার আশ্রয় নিয়েছে। গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা ভিডিও, গুজব, মিথ্যা সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মাধ্যমে প্রচার করে গণতন্ত্র মঞ্চের আন্দোলনকেও দমন করার চেষ্টা করছে। নেতৃবৃন্দ এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও ক্ষোভ জানান।
নেতৃবৃন্দ আরও বলেন, গত ২৯ অক্টোবর থেকে হরতাল-অবরোধ কর্মসূচিতে শান্তিপূর্ণ অংশগ্রহণের মধ্য দিয়ে দেশের জনগণ দখলদার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তাদের চূড়ান্ত অনাস্থা ব্যক্ত করেছে। দমন-পীড়নের মধ্য দিয়ে সরকার এখন গদি রক্ষার শেষ চেষ্টা করছে। কিন্তু এবার দেশের মানুষ এই সরকারকে বিদায় দিতে মরিয়া। তারা বলেন, অচিরেই গণআন্দোলন-গণঅভ্যুত্থানের পথে এই সরকার বিদায় হবে। নেতৃবৃন্দ চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন এগিয়ে নিতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। আগামীকাল অবরোধের শেষে বিকেলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান নেতৃবৃন্দ।
মন্তব্য করুন