বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতাকর্মীদের মুক্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে যুব জাগপা।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মীর আমির হোসেন আমু ও সাধারণ সম্পাদক এম এ মালেক সোমবার নেতারা বলেন, বিরোধী জোটের কর্মসূচি ঘিরে যেভাবে বল প্রয়োগ করা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। যেভাবে বিরোধীদলের নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে তা কল্পনা করা যায় না।
নেতারা অবিলম্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সিনিয়র নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম), এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবি করেন।
মন্তব্য করুন