বিএনপির ডাকা পঞ্চম দফায় সারাদেশে ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল প্রত্যাখ্যান করে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর সায়েদাবাদ-জনপথ মোড়ে থেকে ধলপুর কমিউনিটি সেন্টার অভিমুখে মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় প্রথম সহসভাপতি তানজিল হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক এইচ এম আবু জাফর, সহসাধারণ সম্পাদক বায়জিদ হোসাইন, সহসাধারণ সম্পাদক রুহুল আমিন হিমেল, সদস্য আনিছুর রহমান খান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি আল আমিন মৃধা, যুগ্ম সম্পাদক সাদেক হোসেন, রাইসুল ইসলাম, মহানগর দক্ষিণ ছাত্রদলের নেতা মামুন সাগর, নাইম সিকদার, আর কে বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মনির হোসেন, যাত্রাবাড়ী থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আল আমিন, যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম, তেজগাঁও কলেজ ছাত্রদলের নাজমুল হাসান পাপন, ঢাকা কলেজ ছাত্রদলের জহিরুল ইসলাম শুভ, সরকারি পলিটেকনিক কলেজ ছাত্রদলের সাব্বির, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের রাহাত, মারজান, ফয়সাল, হৃদয়, মাইদুল, আল আমিনসহ অন্যান্য নেতারা।
পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটি ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।
মন্তব্য করুন