দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তপশিলকে ‘একতরফা’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করে এর প্রতিবাদে রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা।
আজ বুধবার (১৫ নভেম্বর) রাতে দৈনিক বাংলা মোড় থেকে ফকিরাপুল এলাকায় এ মিছিল হয়। মিছিলে নেতৃত্ব দেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম।
এ ছাড়া মিছিলে মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আসিফুর রহমান বিপ্লব, সাবেক সদস্য গোলাম কিবরিয়া শাহীনসহ পল্টন, মতিঝিল, শাহবাগ ও শাহজাহানপুর থানা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে এর আগে দুপুরে দেশব্যাপী চলমান বিএনপির ডাকা পঞ্চম ধাপের ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী যুবদল। ফকিরাপুল মোড় থেকে নটর ডেম কলেজ রোড পর্যন্ত এই মিছিল হয়।
মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান, সাইদুর রহমান, সহসাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, শাহ্ নাসিরউদ্দিন রুমন, প্রচার সম্পাদক আব্দুল করিম সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক মাহমুদুল হক হিমেল, কর্মসংস্থান সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন, সহসাংগঠনিক সম্পাদক দেওয়ান অলিউদ্দীন সুমন, মাহফুজুর রহমান মাহফুজ, সাখাওয়াত হোসেন চয়ন, সহকোষাধ্যক্ষ সম্পাদক রোকনুজ্জামান রোকন, সহক্রীড়া সম্পাদক আমানউল্ল্যাহ বিপুল, সহক্ষুদ্র ও কুটিরশিল্প সম্পাদক মাজেদুল ইসলাম রুম্মন, সহবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কে.এস.এম. মুসাব্বির সাফি, সহমানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট মাহাবুব আলম আক্তার, সদস্য মিজানুর রহমান সুমন, নাসিরউদ্দিন শাওন, হাবিবুর রহমান হাবিব, মাসুদ আহমেদ খান, কাওসার সরকার মামুন, শাওকাত আহমাদ, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক আহ্বায়ক সদস্য রাশেদ আল-আমিন শুভ, আরমান হোসেন জিয়ন প্রমুখ।
মন্তব্য করুন