কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০৯:১৮ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

একতরফা নির্বাচনে দেশ গভীর সংকটে পড়বে : ভিপি নুর

তপশিল প্রত্যাখ্যান করে রাজধানীতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
তপশিল প্রত্যাখ্যান করে রাজধানীতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, জনগণের মতামতকে উপেক্ষা করে সাজানো-পাতানো নির্বাচন করতে সরকার নির্বাচন কমিশনকে দিয়ে একতরফা তপশিল ঘোষণা করেছে। একতরফা নির্বাচন হলে দেশ গভীর সংকটে পড়বে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির মোড়ে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল-পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি। এর আগে তপশিল প্রত্যাখ্যান করে অবরোধের সমর্থনে বেলা সাড়ে ১১টার দিকে পুরানা পল্টন সংলগ্ন আলরাজি কমপ্লেক্সের সামনে থেকে মিছিল বের করে গণঅধিকার পরিষদ। নুরের নেতৃত্বে মিছিলটি পল্টন মোড়, নাইটিংগেল মোড় হয়ে বিএনপির নয়াপল্টনস্থ পার্টি অফিসের সামনে দিয়ে ঘুরে ফের নাইটিংগেল মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকির মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নুরুল হক নুর বলেন, জনগণের মতামতকে উপেক্ষা করে সাজানো পাতানো নির্বাচন করতে সরকার নির্বাচন কমিশনকে দিয়ে একতরফা তপশিল ঘোষণা করেছে। দেশের রাজনৈতিক মহল, সচেতন নাগরিকরা, সাংবাদিক, আমাদের উন্নয়ন সহযোগী বন্ধু রাষ্ট্র ও সংস্থাগুলো বারবার সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক সমঝোতার কথা বলেছে। কিন্তু সরকার কারও কথা কর্ণপাত না করে একতরফা তপশিল ঘোষণা করে দেশকে সহিংসতার দিকে ঠেলে দিয়েছে।

তিনি বলেন, ‘তপশিলের প্রতিবাদে গতকাল (বুধবার) বাম গণতান্ত্রিক জোট ফেনীতে মিছিল করলে সেখানে দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রলীগ-যুবলীগ হামলা করে। সারা দেশে সরকার তাদের নিজেদের লোক দিয়ে বাসে অগ্নিসংযোগ করাচ্ছে, মানুষ পুড়িয়ে মারছে আর বিরোধীদের উপর এর দায় চাপাচ্ছে।’

নুর বলেন, ‘একতরফা নির্বাচন হলে দেশ গভীর সংকটে পড়বে। যারা শেখ হাসিনার অধীনে একতরফা নির্বাচনে অংশগ্রহণ করবে, জনগণ তাদের চিনে রাখবে, তারা বেঈমান হিসেবে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। ইতোমধ্যে দেশে ডলার সংকট দেখা দিয়েছে, জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, সামনে হয়তো আরও বাড়বে। আমাদের বন্ধু বিদেশি রাষ্ট্রগুলো একতরফা নির্বাচন নিয়ে বারবার সতর্ক করছে। তপশিলের প্রতিবাদে সারা দেশে প্রতিবাদ শুরু হয়ে গেছে। এই সরকারকে কোনোভাবেই আরেকটি পাতানো নির্বাচন করতে দেওয়া হবে না। তারই প্রতিবাদে আগামী ১৯ ও ২০ নভেম্বর গণঅধিকার পরিষদ ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করবে।’

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, ‘আজকে আওয়ামী লীগ হামলা-মামলা করে বিরোধী দলের সাথে কোনো সমঝোতা না করে সংঘাত ও সহিংসতার পথ বেছে নিয়েছে। তারা আবারও জনগণের বিরুদ্ধে গিয়ে ’১৪ ও ’১৮ মার্কা নির্বাচন করে ক্ষমতায় আসতে চায়। কিন্তু জনগণ আর মেনে নিবে না, জনগণ রাজপথে নেমে গিয়েছে, যতক্ষণ না এই সংগ্রাম সফল হবে, গণঅধিকার পরিষদের লড়াই চলবে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আব্দুজ জাহের, আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, আরিফ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, রবিউল হাসান, আনিসুর রহমান মুন্না, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, সহনারীবিষয়ক সম্পাদক মীর দিলরুবা সুলতানা, মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল, যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক মুনজাজুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীবসহ নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাকে পুলিশে দিল জনতা

ভারতকে নিরাপদ বলছে আইসিসি, মানছে না বাংলাদেশ

সুষ্ঠু ভোট নিশ্চিত করতে অপরাধীদের তথ্য দেওয়ার আহ্বান সাতক্ষীরার পুলিশ সুপারের

পেছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে : ডা. রফিক

বিএনপির প্রার্থীকে শোকজ

রাবি অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা

এবার রাজপথে নামলেন ইরানের প্রেসিডেন্ট

নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের গ্রেপ্তারের খবর নিয়ে যা জানা গেল

কত আসনে লড়বে এনসিপি, জানালেন আসিফ

বিএনপিতে যোগ দিলেন জাপা-এনসিপির ৫ শতাধিক নেতাকর্মী

১০

পুলিশ সদস্যকে ‘ছুরি’ দেখিয়ে ২ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৪

১১

ইসলামপন্থিদের ভোট এক বাক্সে আনার পরিকল্পনা কার, যা বলছেন মুফতি ফয়জুল করীম

১২

সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামে ইতিহাস, ভরি কত?

১৩

ঢাকায় পৌঁছালেন বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

১৪

ইউরোপ থেকে বড় দুঃসংবাদ পেল ইরান

১৫

স্বতন্ত্র প্রার্থীর অনুষ্ঠানে হামলা, খাবার লুট

১৬

আসিফ নজরুলের বক্তব্য আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত নয়: বিসিবি

১৭

সীমান্তে মসুর ক্ষেতে মিলল পিস্তলসহ তাজা গুলি

১৮

গরু ভাগাভাগির দ্বন্দ্বে ছেলের হাতে বাবা খুন

১৯

৪৩ পণ্য ও সেবা রপ্তানি প্রণোদনার মেয়াদ বাড়ল

২০
X