কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০৬:৪৬ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

রাজনৈতিক সহিংসতায় বিআরটিসির ক্ষতি এক কোটি ৩৮ লাখ টাকা

বিআরটিসির লোগো। ছবি : সংগৃহীত
বিআরটিসির লোগো। ছবি : সংগৃহীত

গত বছরের ২৮ অক্টোবর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত সারা দেশে হরতাল-অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) আর্থিক ক্ষতির পরিমাণ ১ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ৭৬০ টাকা। এক মাস ১০ দিনে ১৭টি নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১০টি বাসে অগ্নিসংযোগ, ৫টি বাস ভাঙচুর, মতিঝিল ও মিরপুরে দুটি বাস ডিপোতে হামলার পর ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বিআরটিসি কর্তৃপক্ষ জানায়, এসব ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১৫টি মামলা হয়েছে। মতিঝিল, জোয়ারসাহারা, রংপুর, নরসিংদী, মিরপুর, খুলনা, কল্যাণপুর, মোহাম্মদপুর ও গাবতলীর ডিপোর অধীনে চলাচলকারী বিআরটিসি বাসে হামলা চালানো হয়।

ক্ষতিগ্রস্ত বাসগুলো বিআরটিসি কারখানায় মেরামত করা সম্ভব বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। তিনি কালবেলাকে বলেন, আমরা বাস মেরামতে সক্ষমতা অর্জন করেছি। আগে ক্ষতিগ্রস্ত বাস মেরামত করার কোনো ব্যবস্থা ছিল না। ডিপোতে আস্তে আস্তে বাস নষ্ট হতো। এখন সেরকম কোনো সুযোগ নেই। দ্রুত সময়ের মধ্যে রাজনৈতিক সহিংসতার কারণে ক্ষতিগ্রস্ত সকল যান মেরামত হবে। আবারও রাস্তায় লাল বাসগুলো চলতে দেখা যাবে।

তাজুল ইসলাম বলেন, সারা দেশে বিআরটিসি বাস ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলো অবরোধ ও হরতাল দিলে বেসরকারি বাস চলাচল কমে যায়। এতে জনদুর্ভোগ বাড়ে। কিন্তু সারা দেশে বিআরটিসি বাস চলাচল স্বাভাবিক ছিল। রাজনৈতিক অস্থিরতার কারণে কম সংখ্যক বাস রাস্তায় চলাচল করায় প্রতিষ্ঠানের কিছুটা আয় কমেছে বলেও জানান তিনি।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, হরতাল-অবরোধের দিনে গড়ে রাষ্ট্রীয় এই পরিবহন সংস্থার ৭০৭টি যানবাহন চলাচল করেছে। আর সাধারণ দিনে ১ হাজার ১৪২টি বাস রাস্তায় চলাচল করে। এ জন্য কিছুটা আয় কমেছে। তবে ট্রাক ও প্রশিক্ষণ থেকে আয় কমেনি এবং সবাই প্রতি মাসের এক তারিখে নিয়মিত বেতন পাচ্ছেন বলেও জানিয়েছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান।

বিআরটিসি হিসাব বিভাগের সূত্র জানায়, রাষ্ট্রীয় মালিকানাধীন পরিবহন সংস্থাটি গত সেপ্টেম্বরে ৪৯ থেকে ৫০ কোটি টাকা আয় করেছে, যা ২৮ অক্টোবর থেকে কমতে শুরু করেছে। নভেম্বরে কোম্পানিটির আয় ছিল প্রায় ৩৬ কোটি টাকা। সরকার পতনের একদফা দাবিতে বিএনপিরসহ সমমনা রাজনৈতিক দলগুলো কর্মসূচির ডাক দেয়। যার শুরু গত বছরের ২৮ অক্টোবর। সেদিন বিএনপি মহা সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হয়। দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণার পর থেকে আন্দোলন নতুন মাত্রা পায়। ধারাবাহিক আন্দোলনের একপর্যায়ে টানা হরতাল-অবরোধ শুরু হয়। এর মধ্যে চলে রাজনৈতিক সংঘাত ও সহিংসতা। যা থেকে বাদ যায়নি বিআরটিসি। একে একে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠানটির বাস জ্বালিয়ে দেওয়া হয়। ভাঙচুর করাও হয়েছে। হামলা হয়েছে বিআরটিসি ডিপোতেও। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় পর্দায় দেখানো হচ্ছে হাসিনার গণহত্যা

রাজধানীতে আপন দুই বোনের মরদেহ উদ্ধার

ইউটিউবে বাংলাদেশের ৪ টিভি চ্যানেল বন্ধ করল ভারত

আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন নিয়ে নতুন কর্মসূচি

‘এখন যদি খালেদা জিয়া শাহবাগে উপস্থিত হন’, পিনাকীর স্ট্যাটাস

উত্তেজনার মধ্যে বড় সুসংবাদ পেল পাকিস্তান

আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, হবিগঞ্জে বৈষম্যবিরোধীদের ৪ জনকে পিটিয়ে আহত

হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজছাত্রকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা

আ.লীগ নিষিদ্ধের দাবিতে রামপুরা ব্লকেড

ইমরান খানের কারাগারে ড্রোন হামলা চালাতে পারেন মোদি

১০

সীমান্তে আটক সেই ১৫ বাংলাদেশিকে থানায় হস্তান্তর

১১

মধ্যরাতে সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে হামলা

১২

ধানমন্ডিতে জুমার নামাজ আদায় করলেন ডা. জুবাইদা

১৩

মৌসুমের সর্বোচ্চ গরমে পুড়ছে দেশ, দাবদাহ ভোগাবে আরও দুদিন

১৪

শেখ মুজিবের কালো আইনেই আ.লীগ নিষিদ্ধ হতে পারে : অ্যাটর্নি জেনারেল 

১৫

সরকারের দ্বৈত ভূমিকায় দেশবাসী উদ্বিগ্ন : সাইফুল হক

১৬

লেভারকুজেন ছাড়ার ঘোষণা আলোনসোর, ফিরবেন কি রিয়ালের ডাগআউটে?

১৭

আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে ৪৩ দল ও সংগঠন

১৮

জামায়াতের সমাবেশে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, আহত ১০

১৯

আইপিএলের পর এবার পিএসএলও স্থগিত ঘোষণা

২০
X