ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর ডেমরা থানার ৬৯নং ওয়ার্ড সভাপতি মিজানুর রহমানকে সাদা পোশাকধারী ডিবি (গোয়েন্দা) পরিচয়ে আজ শনিবার (১৮ নভেম্বর) বিকেলে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দলের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, সারুলিয়া বাজার থেকে প্রশাসনের লোক পরিচয়ে একটি মাইক্রোতে করে মিজানুর রহমানকে তুলে নিয়ে গেছে। নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। বরং সরকারের পতন ত্বরান্বিত করবে। প্রশাসনের অতি উৎসাহী হয়ে এই ধরনের জুলুম ও হয়রানিমূলক গ্রেপ্তারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মিজানুর রহমানকে মুক্তির দাবি জানান।
মন্তব্য করুন