কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

‘জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার সুযোগ নেই’

বাংলাদেশ সচিবালয় সড়কে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
বাংলাদেশ সচিবালয় সড়কে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাড. ড. হেলাল উদ্দিন বলেছেন, বাংলাদেশের সংবিধান প্রতিটি রাজনৈতিক দল ও মানুষের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক দল হওয়া সত্বেও রাজনৈতিক প্রতিহিংসার বিবেচনায় তার নিবন্ধন বাতিল করা হয়েছে। ন্যায় ভ্রষ্ট রায় দিয়ে জামায়াতের সভা-সমাবেশ ও গণতান্ত্রিক আন্দোলনকে বন্ধ করা যাবে না। একটি গণতান্ত্রিক ও আদর্শিক রাজনৈতিক দলকে এভাবে স্তব্ধ করে দেওয়া যায় না।

আজ রোববার সন্ধ্যায় রাজধানীর প্রেসক্লাব বাংলাদেশ সচিবালয় সড়কে বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন তিনি।

ড. হেলাল উদ্দিন বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার কোনো সুযোগ নেই। নিবন্ধন বাতিলের বিরুদ্ধে জামায়াতের আপিল খারিজ হলেও সংবিধান অনুযায়ী জামায়াতের স্বাভাবিক নিয়মে রাজনীতি করার অধিকার রয়েছে। জামায়াতের হরতাল চলছে এবং চলবে। অবিলম্বে ঘোষিত তপশিল বাতিল করতে হবে। নতুন তপশিলের মাধ্যমে দেশে সকল দলের অংশগ্রহণে নির্বাচন দিতে হবে। না হলে বিক্ষুব্ধ এই জনতা ঘরে ফিরে যাবে না। একতরফার নির্বাচন জনগণ মানে না। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তপশিল জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

তিনি বলেন, সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন জনগণের মতামতকে তোয়াক্কা না করে একতরফা নির্বাচন করতে মরিয়া হয়ে পড়েছে। এমন নির্বাচন কমিশন দিয়ে কখনোই সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। তাই অবিলম্বে এই তপশিল বাতিল করতে হবে। অন্যথায় হরতাল সহ দেশে গণআন্দোলনের মাধ্যমে ঘোষিত এই একতরফা তপশিল বাতিল করতে সরকারকে বাধ্য করা হবে।

ড. হেলাল আরও বলেন, দেশে আইনের শাসন ও সুবিচার বলবৎ থাকলে এভাবে রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার ক্ষুন্ন করা সম্ভব হতো না। জামায়াতে ইসলামীর মত একটি গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক সংগঠনের নিবন্ধন বাতিল করে সরকারকে উৎসাহিত করা হয়েছে।

মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য শাহীন আহমেদ খান, অ্যাডভোকেট সুলতানুর রহমান, ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্বের সভাপতি আতিফুল ইসলাম আকিক, যুব নেতা ইমাম হোসাইন, মুজাহিদ শাহিন, আ ফ ম ইউসুফ সহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

না ফেরার দেশে মেসিকে আর্জেন্টিনা দলে আনার মূল কারিগর

বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’

সড়কে লাগানো ধান কেটে প্রতিবাদী পিঠা উৎসব

পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনি বন্ধ ঘোষণা

যা কিছু রেখে গেলেন ধর্মেন্দ্র

এবার একাত্তর ইস্যুতে যাদের বিচার চাইলেন নাসীরুদ্দীন

৭ অক্টোবরের হামলা : ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ

টঙ্গী স্টেশন রোডে ছিনতাইয়ের প্রস্তুতিকালে আটক ৪

পাবনায় গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন

সিলেটে টানা ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মঙ্গলবার

১০

জাতীয় দলের খেলোয়াড়দের রাজনৈতিক প্রচারণায় নিষেধাজ্ঞা

১১

ভূমিকম্পের ঘটনায় বিশেষজ্ঞদের পরামর্শ

১২

নির্বাচিত হলে জলাবদ্ধতা ও কাঁচা রাস্তা থাকবে না : কাজী আলাউদ্দিন

১৩

বিএনপিতে যোগ দিল চার শহীদ পরিবার

১৪

বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

১৫

আমার কর্মের ওপর আমার জান্নাত নির্ভর করবে : এ্যানি

১৬

গভীর সংকটের অশনিসংকেত / আরাকান আর্মির ‘মাদক সন্ত্রাসে’র কবলে বাংলাদেশ

১৭

ফ্যাসিস্ট সরকার ১৫ বছর পরীক্ষার নামে উপহাস করেছে : ড. মারুফ

১৮

খালেদা জিয়া আইসিইউতে

১৯

সামাজিক মাধ্যমে নারীর প্রতি অশ্লীল মন্তব্যও অপরাধ : হুমা

২০
X