কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ১০:০৩ এএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১১:১৩ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীর বিভিন্ন জায়গায় জামায়াতের মিছিল ও পিকেটিং

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। ছবি সৌজন্যে
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। ছবি সৌজন্যে

জামায়াতের নিবন্ধন মামলায় ন্যায়ভ্রষ্ট রায় ও ফরমায়েশি একতরফা তপশিল ঘোষণার প্রতিবাদে এবং জালেম সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সব রাজনৈতিক নেতাদের মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে এবং বৃহস্পতিবারেরে (৩০ নভেম্বর) হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন জায়গায় মিছিল, পিকেটিং ও সড়ক অবরোধ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর-দক্ষিণের নেতাকর্মীরা।

এদিন সকালে রাজধানীর যাত্রাবাড়ীতে হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশে দলোটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সব রাজবন্দির মুক্তি এবং জনগণের ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলন সাংগ্রাম চলছে। চলমান আন্দোলনে ভীত হয়ে সরকার জনগণের ওপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে। তারা আজ পুরো বাংলাদেশকে কারাগারে পরিণত করেছে। সরকার গ্রেপ্তার করে, হামলা চালিয়ে, ভয়ভীতি দেখিয়ে আন্দোলন দমনের ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। সরকারের নিষ্ঠুর নির্যাতনে মজলুম জনতার পিঠ দেয়ালে গিয়ে ঠেকেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, গ্রেপ্তার করে, মামলা দিয়ে, জুলুম-নির্যাতন ও দমন-পীড়ন চালিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। আন্দোলন সংগ্রামের মাধ্যমেই জনগণ তার দাবি আদায় করেই ঘরে ফিরবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার অতীতের মতো ছলেবলে কৌশলে আবারও ক্ষমতা দখলের অপচেষ্টা চালাচ্ছে। আমরা সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, একতরফা নির্বাচন এদেশের মানুষ আর মেনে নিবেনা, যে কোনো পাতানো নির্বাচনকে জনগণ প্রতিহত করবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগরীর মজলিসে শুরার সদস্য এম এ রহিম, সাদেক বিল্লাহ, নওশের আলম ফারুক, রাসেল মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ ছাড়া আজকের হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উত্তর-দক্ষিণের মিছিল ও পিকেটিং অনুষ্ঠিত হয়।

মুগদা

হরতালের সমর্থনে আজ রাজধানীর মুগদায় মিছিল ও পিকেটিং করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামসুর রহমানের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য মতিউর রহমান, বিশিষ্ট শ্রমিক নেতা সোহেল রানা মিঠু, বনি ইয়ামিন, এম আর জামান, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

ডেমরা

কেন্দ্র ঘোষিত কর্মসূচি দেশব্যাপী হরতালের সমর্থনে রাজধানীর ডেমরায় মহাসড়ক অবরোধ, মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খানের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ইঞ্জিনিয়ার এম. ডি আলী, আবু মিধহাত, আবুল বাসার, দেলোয়ার হোসেন, আবু মোশায়েব, আবু সায়েম, জসিম উদ্দিন, শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম, ছাত্রনেতা সৌরভ সহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

পুরান ঢাকা

হরতালের সমর্থনে আজ পুরান ঢাকার বাদামতলিতে মিছিল ও পিকেটিং করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য এম আর আজাদের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন আবুল ফজল, নুর ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

শাহজাহানপু্র

৮ম দফার হরতাল ও অবরোধের সমর্থনে রাজধানীর শাহজাহানপুরে মিছিল ও পিকেটিং করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য আবু আম্মারের নেতৃত্বে মিছিল ও পিকেটিং এ আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য এসএম শামসুল বারী, মু'তাসিম বিল্লাহ, নুর উদ্দিন এবং ছাত্রনেতা মুহিবুল্লাহ হোসাইনীসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

মগবাজার

হরতালের সমর্থনে রাজধানীর মগবাজারে মিছিল, পিকেটিং ও সড়ক অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল-তেজগাঁ অঞ্চলের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য এম এইচ আমিনের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা আব্দুস সালাম, আনোয়ার হোসেন, শ্রমিক নেতা আ.ওয়াদুদ, ছাত্রনেতা আ. রহমান প্রমুখ।

মিরপুর

হরতালের সমর্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিরপুর ১নং একটি মিছিল বের করা হয়। মিছিলটি চাইনিজের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সলিম উদ্দিন মার্কেটে এসে শেষ হয়। মহানগরী মজলিসে শূরার অন্যতম সদস্য জসিম উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইমরান, হোসেন, বিপ্লবসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের জামায়াত ও ছাত্র শিবিরের নেতারা।

বাড্ডা

নিবন্ধন মামলায় ন্যায়ভ্রষ্ট রায়, ফরমায়েশি তফসিল বাতিল, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ সকল রাজবন্দীর মুক্তি ও অবৈধ ফ্যাসিবাদি সরকারের পদত্যাগ এবং কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনঃ প্রতিষ্ঠার দাবিতে মহানগরী মজলিশে শূরা সদস্য আব্দুস সবুর ফরহাদের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১২ ঘণ্টার হরতালের সমর্থনে আজ রাজধানীর বাড্ডা এলাকায় মিছিল ও পিকেটিং করেছে। এতে আরও উপস্থিত ছিলেন এম আব্দুল্লাহ, আশিকুর রহমান, ছাত্রনেতা মাকসুদুর রহমান প্রমুখ।

তেজগাঁও

বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে মিছিল, পিকেটিং ও সড়ক অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল-তেজগাঁ অঞ্চলের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য এম এইচ উল্লাহর নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগরীর মজলিসে শূরার সদস্য এম এ উদ্দিন, জামায়াত নেতা এনামুল হাসান,ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

মোহাম্মদপুর

কেন্দ্র ঘোষিত দেশ ব্যাপি হরতালের সমর্থনে মোহাম্মদপুর থানা পশ্চিমের উদ্যোগে মোহাম্মদপুর এলাকার মূল সড়কে মিছিল, পিকেটিং করে। এ সময় উপস্থিত ছিলেন হাসান শাহরিয়ার, রবিউল ইসলাম রুবেল, সাইফুর রহমান, শাহাবুদ্দিন মিজান, হাফিজ শিকদার, সুমন সহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন দাবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

মানবতার শত্রু আ.লীগকে দ্রুত নিষিদ্ধ ও বিচার করতে হবে : হেফাজতে ইসলাম

আ.লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ চলছে

কাশিমপুর কারাগারে সাবেক মেয়র আইভী

সীমান্তে পুশ‌ ইন, মৌলভীবাজারে এখন পর্যন্ত আটক ৫৯ 

হামলার আশঙ্কা, ভারতের বন্দর-টার্মিনালে নিরাপত্তা জোরদার

সেই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে জিয়া মঞ্চ থেকে বহিষ্কার

পারভেজ হত্যায় টিনা ৩ দিনের রিমান্ডে

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে নবম শ্রেণির ছাত্র আটক 

১০

রাজশাহীর সাবেক মেয়র লিটনের সাবেক পিএ টিটু গ্রেপ্তার

১১

ভারতের ৭৭ ড্রোন গুঁড়িয়ে দিল পাকিস্তান

১২

বিয়ের পিঁড়িতে বসা হলো না শহীদ সুজন মাহমুদের

১৩

বিলের মধ্যে পড়েছিল যুবদল কর্মীর মরদেহ

১৪

সাভারে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, নিহত ২

১৫

তারেক রহমানের সঙ্গে সিঙ্গাপুর বিএনপির নেতাদের সাক্ষাৎ 

১৬

শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠক, আ.লীগ নেতা গ্রেপ্তার

১৭

যুক্তরাষ্ট্রের ‘কার্টার সেন্টারের’ প্রতিনিধিদের সঙ্গে ফখরুলের বৈঠক, নির্বাচন নিয়ে আলোচনা

১৮

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল সোমবার

১৯

সোনার নতুন দাম কার্যকর আজ

২০
X