বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন দলটির নেতারা।
বৃহস্পতিবার (২৯ জুন) দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের নেতৃত্বে নেতারা মরহুমের কবর জিয়ারত করেন। এ সময় প্রয়াত নেতার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন তারা।
বিএনপির সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন