নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা ও নির্বাচনের তপশিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা ১১ম দফায় অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতারা।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে দেশব্যাপী ৩৬ ঘণ্টার অবরোধ সফলে শিল্পকলার সামনে থেকে সেগুনবাগিচা এলাকায় যুবদলের বিক্ষোভ মিছিল হয়।
মিছিলে অংশ নেন কেন্দ্রীয় সহসভাপতি মো. মহসীন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল জব্বার খান, সহসাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক রুহুল ইসলাম মনি, সহতথ্য ও গবেষণা সম্পাদক পার্থ দেব মণ্ডল, সদস্য কাউসার সরকার মামুন, খলিল মৃধাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
মিছিল থেকে নেতাকর্মীরা সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মন্তব্য করুন