আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে দোয়া নিয়েছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এম এ মোতালেব সিআইপি। বুধবার দুপুরে গণভবনে সাক্ষাৎ করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে। ভোটারবান্ধব পরিবেশ বজায় রেখে, নির্বাচনে অংশগ্রহণের মানসিকতা ধারণ করেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনে অংশ নিতে হবে।
এম এ মোতালেব বলেন, দেশের সর্বক্ষেত্রে আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়ন সাধন করেছে। এ উন্নয়নের কথা ভোটারদের কাছে পৌঁছে দিতে হবে। ভোটাররা যাতে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে বিষয়ে নির্বাচন কমিশন প্রস্তুতি গ্রহণ করেছে।
মন্তব্য করুন