ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার। এ উপলক্ষে দলীয় নেতাকর্মীসহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলটির চেয়ারম্যান বাহাদুর শাহ মোজাদ্দেদী ও মহাসচিব জয়নুল আবেদীন জুবাইর। একইসঙ্গে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে দলটি।
বুধবার (২০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কোরআন-সুন্নাহ’র আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ রাজনৈতিক দল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। ১৯৯০ সালের ২১ ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। প্রতিষ্ঠা-পরবর্তী সংগঠনটি সন্ত্রাস, জঙ্গিবাদসহ অন্যায়-জুলুমের বিরুদ্ধে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে। জনগণের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় প্রায় আড়াই যুগেরও অধিককাল ধরে রাজপথে সরব- সক্রিয়তার মধ্য দিয়ে জনমত সৃষ্টির অহর্নিশ প্রয়াস-প্রচেষ্টা অব্যাহত রাখে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের পক্ষ থেকে দেশব্যাপী কর্মসূচি পালিত হবে। ঢাকার পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সকল জেলা-উপজেলা কার্যালয়ে সকাল ৮টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। কোরআনখানি, মিলাদ, কিয়াম ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সংগঠনের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিবসটি মহাসমারোহে পালনের জন্য অনুরোধ জানিয়েছেন ইসলামি ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ও মহাসচিব।
মন্তব্য করুন