কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ০১:১৪ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

সরকারকে বিদায় করতে জনগণকে প্রস্তুতি নিতে হবে : ১২ দলীয় জোট

বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকে দেশব্যাপী চলমান অবরোধ সমর্থনে বিক্ষোভ করেছে ১২ দলীয় জোটের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকে দেশব্যাপী চলমান অবরোধ সমর্থনে বিক্ষোভ করেছে ১২ দলীয় জোটের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

১২ দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন, আওয়ামী লীগ সরকার আগামী ৭ জানুয়ারি দেশে একটি একতরফা, ডামি, পাতানো নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে। এই নির্বাচন করতে দেওয়া হলে দেশের গণতন্ত্রকামী জনগণের জন্য মহাবিপদ হতে পারে। কারণ, এই সরকারের অধীনে দেশ-জাতি নিরাপদ নয়। সময় সমাগত, এই সরকারকে চূড়ান্ত বিদায় করতে সর্বস্তরের জনগণকে প্রস্তুতি নিতে হবে।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পল্টন মোড়ে এক বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তারা। এর আগে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকে দেশব্যাপী চলমান অবরোধ সমর্থনে ১২ দলীয় জোটের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল শুরু করে বিজয়নগর ঘুরে পুনরায় পল্টন মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

বাংলাদেশ এলডিপির মহাসচিব ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, এই সরকারের ক্ষমতায় থাকার আর সুযোগ নেই। তিনি জনগণকে আগামী ৭ জানুয়ারি ভোট বর্জনের আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগের পাতানো ডামি নির্বাচন আগামী ৭ জানুয়ারি হতে দেওয়া হবে না। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার ফিরিয়ে আনা এবং খালেদা জিয়ার মুক্তির জন্য নির্বাচন বর্জন করুন। ইনশাআল্লাহ এবার জনগণের বিজয় সুনিশ্চিত।

জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান বলেন, এই সরকারের অধীনে প্রতিটি নির্বাচনে জনগণ প্রতারিত হয়েছে। দেশের মানুষের প্রতি তাদের কোনো দায়িত্ব নেই। মামলা-হামলা দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে আটক রেখে এখন আরেকটি পাতানো নির্বাচন করতে চায়। ৭ তারিখ জনগণ এই নির্বাচন বর্জন করবে ইনশাআল্লাহ।

১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি রাশেদ প্রধান বলেন, আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় থাকার জন্য রাজনৈতিক দমনপীড়নের মধ্য দিয়ে ফের একটি একতরফা প্রহসনের নির্বাচনের আয়োজন করেছে। তারা আরেকটি পাতানো নির্বাচন করতে চায়। কিন্তু দেশবাসী সিদ্ধান্ত নিয়েছে, ৭ জানুয়ারি তারা দেশে কোন একতরফা প্রহসনের নির্বাচন হতে দেবে না। জনগণ এই নির্বাচন বর্জন করবে ইনশাআল্লাহ।

সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, বাংলাদেশ কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শামসুদ্দীন পারভেজ, বাংলাদেশ লেবার পার্টির যুগ্ম মহাসচিব শরিফুল ইসলাম, ইসলামি ঐক্যজোটের শওকত আমিন।

এ সময় ১২ দলীয় জোট নেতারা একতরফা নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরিতে আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর সারা দেশে সর্বাত্মক গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (কাজী জাফর) হান্নান আহমেদ খান বাবলু, কাজী মো. নজরুল, বাংলাদেশ এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব এম এ বাসার, বাংলাদেশ এলডিপি শ্রমিক দলের আহ্বায়ক ফরিদ উদ্দিন, বাংলাদেশ এলডিপি যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান পিন্টু, উত্তরের সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম সানি, বাংলা জাতীয় দলের বেলায়েত হোসেন শামীম, মো. আবদুল মনসুর, বাংলাদেশ কল্যাণ পার্টির মুহাম্মদ আবু হানিফ, আবু ইউসুফ সুমন, মোহাম্মদ শফিকুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আতাউর রহমান খান, এম কাশেম ইসলামাবাদী, বাংলাদেশ লেবার পার্টির হুমায়ুন কবির, যুব জাগপার নজরুল ইসলাম বাবলু, ছাত্র সমাজের কাজী ফয়েজ আহমেদ, মেহেদী হাসান, ছাত্র জমিয়ত বাংলাদেশের নিজাম উদ্দিন আল আদনান, হাফেজ খালেদ মাহমুদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীতে ত্বকের যত্ন ও চর্মরোগ থেকে পরিত্রাণের উপায়

গাজায় যুদ্ধবিরতির পর ৬৭ ফিলিস্তিনি শিশু নিহত: জাতিসংঘ

এইচএসসি পাসেই মেঘনা গ্রুপে চাকরির সুযোগ 

তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২২ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

বৈঠকের পর মামদানির প্রশংসায় ট্রাম্প

শ্রমিকদের স্বার্থে পাঁচ দফা বাস্তবায়নের আহ্বান শেখ বাবলুর

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবি

১০

তারাগঞ্জের কালেক্টরেট বামনদিঘি ইকোপার্ক

১১

ইরাকের সরকার গঠনে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করল যুক্তরাষ্ট্র

১২

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা

১৩

আগামী সপ্তাহের মধ্যে ইউক্রেনকে শান্তি পরিকল্পনা মানতে হবে: ট্রাম্প

১৪

ভেড়ামারায় দুর্বৃত্তের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

১৫

রুয়েট প্রাক্তন ছাত্রদল অ্যাসোসিয়েশন সভাপতি তুষার, সম্পাদক হাবীব

১৬

ভূমিকম্পে শিশু উন্নয়ন কেন্দ্রে ৪১ জন আহত

১৭

ক্যারিয়ার শেষে কত উইকেট চান জানালেন তাইজুল

১৮

 ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে রাজউকের তাৎক্ষণিক পরিদর্শন

১৯

মেসিকে ফিরিয়ে আনার ব্যাপারে যা বললেন ফ্লিক

২০
X