বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকে আগামী ৭ জানুয়ারির ভোট বর্জন এবং একদফা দাবিতে অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে রাজধানীতে গণসংযোগ এবং জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছেন গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা।
গণসংযোগের পঞ্চম দফার দ্বিতীয় দিনে বুধবার (৩ জানুয়ারি) দুপুরে পল্টন মোড় ও জাতীয় প্রেস ক্লাব এলাকায় বাম ঐক্যের সমন্বয়কারী আবুল কালাম আজাদের নেতৃত্বে এই গণসংযোগ করা হয়।
লিফলেট বিতরণকালে আবুল কালাম আজাদ বলেন, এই সরকার জনবিচ্ছিন্ন হয়ে ফের ক্ষমতায় থাকতে নির্বাচনী তামাশার আয়োজন করেছে। জনগণ ইতোমধ্যে এই নির্বাচনী তামাশা প্রত্যাখ্যান করেছে। আগামী ৭ জানুয়ারি তারা ভোট বর্জন করবেন।
কর্মসূচিতে সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন