ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক রুহুল আমিন সোহেলকে পুনরায় সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি কারাবন্দি থাকায় এবং মহানগর উত্তর শাখার সিনিয়র যুগ্ম-সম্পাদক রুহুল আমিন সোহেল কারামুক্ত হওয়ায় তাকে পুনরায় সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হলো।
মন্তব্য করুন