কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

দেশকে স্থায়ী সংকটে ফেলেছে সরকার : ইসলামী আন্দোলন

ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে রাজধানীর কেরাণীগঞ্জের কালিগঞ্জ জোড়া ব্রিজ এলাকায় বিক্ষোভ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ছবি : কালবেলা
ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে রাজধানীর কেরাণীগঞ্জের কালিগঞ্জ জোড়া ব্রিজ এলাকায় বিক্ষোভ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, প্রহসনের একতরফা ডামি নির্বাচনের মাধ্যমে সরকার দেশকে স্থায়ী সংকটে ফেলে দিয়েছে। দেশে রিজার্ভ সংকটে মারাত্মক আকার ধারণ করছে। দুর্নীতির কারণে দেশে জিনিসপত্রের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বাদ জুমা সংগঠনটির ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে রাজধানীর কেরাণীগঞ্জের কালিগঞ্জ জোড়া ব্রিজ এলাকায় বিক্ষোভ পূর্ব সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, দ্বাদশ জাতীয় সংসদকে বাংলাদেশের মানুষের ভোটাধিকারসহ সকল অধিকার হরণ করেছে সরকার। সাংবিধানিকভাবে অবৈধ নির্বাচন ও সরকারের কার্যভার গ্রহণের মাধ্যমে দেশকে সংকটের মধ্যে ফেলা হয়েছে। ৭ জানুয়ারি ডামি নির্বাচনের পরে ৩০ জানুয়ারি যে ডামি সংসদ অধিবেশন বসেছে- তা বাংলাদেশের মানুষের ভোটাধিকারসহ সকল অধিকার হরণ করার সংসদ। ডামি নির্বাচন ও ডামি সংসদের প্রতিবাদে যখন বিরোধী দলগুলোর প্রতিবাদ মিছিলে হামলা করে ন্যক্কারজনক অধ্যায় সৃষ্টি করছে।

তিনি বলেন, সরকারের দুর্নীতি-লুটপাটে ব্যাংকগুলো খালি, নিঃস্ব করে ফেলা হয়েছে। সংকট উত্তরণের জন্য এখন টাকা ছাপিয়ে ব্যাংকে সরবরাহ করা হচ্ছে, যা নতুন করে অবধারিতভাবেই লুটের আয়োজন হবে। অর্থনৈতিক পরিস্থিত ভেঙে পড়ার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। সরকারের ভেতরে থাকা সিন্ডিকেটের দাপটে নিত্যপণ্য ও খাদ্য সামগ্রীর মূল্য মানুষের নাগালের বাইরে চলে গেছে। আসন্ন রমজান মাস উপলক্ষে প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম ইতিমধ্যেই বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা বৈধতার চক্রান্ত রুখে দিতে হবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয় পশ্চিমা সমকামিতার এজেন্সি নিয়েছে। এজন্য একজন শিক্ষক প্রতিবাদ করায় তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে। শিক্ষা কারিকুলাম সংশোধন করতে হবে। ৯২ ভাগ মানুষের চিন্তার আলোকে নতুনভাবে কারিকুলাম প্রণয়ন করতে হবে।

তিনি বলেন, এই শিক্ষা ব্যবস্থার বড় অসারতা হলো- শিক্ষার্থীদের ডিভাইসমুখী করা, নম্বরভিত্তিক পরীক্ষা পদ্ধতি উঠিয়ে দেওয়া, পাবলিক পরীক্ষায় ধর্মশিক্ষা বাদ দেওয়া। এ ছাড়াও ৯ম শ্রেণিতে বিভাগ উঠিয়ে দেওয়া, নাচ- গানকে প্রমোট করা, কৌশলে ইসলাম ধর্মকে হেয়প্রতিপন্ন করা।

সভাপতির বক্তব্যে ঢাকা জেলা দক্ষিণ সভাপতি হাফেজ মুহাম্মদ জয়নুল আবেদীন বলেন, আমাদের সন্তানদের শিক্ষার নামে কুশিক্ষায় শিক্ষিত হতে দিতে পারি না। তিনি শিক্ষা কারিকুলাম পরিবর্তন করে মুসলমানের চিন্তা চেতনার আলোকে নতুন করে শিক্ষা কারিকুলাম প্রণয়নের দাবি জানান। পরে একটি মিছিল বের হয়ে কালিগঞ্জ আগানগর, কদমতলী বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাপ্ত হয়।

সংগঠনের সেক্রেটারি হাজী শাহীন আহমাদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সহসভাপতি আলহাজ মোহাম্মদ হানিফ মেম্বার, আলহাজ সুলতান আহমদ খান, মাওলানা ইলিয়াস হোসাইন, মাওলানা বিল্লাল হোসেন, আলহাজ শামীম খান, মুহাম্মদ শাহীন আহমদ খান, মাওলানা জালাল হোসাইন চাঁদপুরী, মুফতী মিরাজুল ইসলাম মুঈন, এইচএম ইবরাহীম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্র চাইলে ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে : ফখরুল

মঞ্চে মোদিকে পা ছুঁয়ে প্রণাম করলেন ঐশ্বরিয়া

হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচারের ব্যাখ্যা দিলেন আরএমপি কমিশনার

ফের বাড়ল স্বর্ণের দাম, বিক্রিও চড়া

মুশফিককে প্রশংসায় ভাসিয়ে যা বললেন দুবারের বিশ্বকাপজয়ী পন্টিং

জকসু নির্বাচন / শহীদ সাজিদের কবর জিয়ারত করল ছাত্রদল সমর্থিত প্যানেল

জকসু উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি

ভাঙল শতরানের জুটি, শততম টেস্টে হাসল মুশফিকের ব্যাট

যে কারণে বাংলাদেশের পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না রাকিব-তপু

আজ বিশ্ব পুরুষ দিবস

১০

দীনেশ চন্দ্র পালের আত্মার চিরশান্তি কামনায় প্রার্থনা সভা

১১

একটানে জালে উঠল ২০০ মণ ইলিশ

১২

এত বড় তারকা হয়েও হামজার মধ্যে বিন্দুমাত্র অহংকার নেই : পাপ্পু

১৩

ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন যেভাবে

১৪

বিএনপিসহ ৬টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির বৈঠক চলছে

১৫

নিউইয়র্কে ফ্ল্যাট, হীরাখচিত মুকুট ও ব্যক্তিগত বিমান, মিথিলা কি পাবেন সেই স্বপ্নের চাবি?

১৬

বিজয় দিবস উদযাপনে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৭

গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

১৮

ডিআরইউ ক্রিকেটে কালবেলার বিশাল জয়, ম্যান অব দ্যা ম্যাচ শেখ হারুন

১৯

মেজর জলিল ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দি : রাশেদ প্রধান

২০
X