কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৫ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বৈধতার সংকটে সরকার নতজানু : জেএসডি

বক্তব্য রাখছেন জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছেন জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। ছবি : সংগৃহীত

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, বৈধতার সংকটে সরকার নতজানু। ফলে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সমমর্যাদার ভিত্তিতে কূটনীতি পরিচালনায় সরকারের চরম ঘাটতি রয়েছে। জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সরকার আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের কৌশল গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, বিদ্যমান বৈশ্বিক বাস্তবতায় গণতন্ত্রের বিরুদ্ধে সরকারের অবস্থান বাংলাদেশকে গভীর সংকটে নিপতিত করে ফেলেছে। দ্রুত এই অবস্থার অবসান হওয়া উচিত। এই প্রেক্ষিতে ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র পুনরুদ্ধার, সংবিধান সংশোধন ও রাষ্ট্র সংস্কার, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, অংশীদারত্বের গণতন্ত্র কায়েম, ভোটাধিকার ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সরকারের পদত্যাগ, ডামি সংসদ বাতিল ও জাতীয় সরকার গঠনে বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলতে হবে।

জেএসডির ‘দাবি দিবস’ উপলক্ষে শনিবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে দলের ঢাকা মহানগর শাখা আয়োজিত সমাবেশে এসব কথা বলেন স্বপন।

জেএসডির জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব বলেন, বর্তমান সরকার এ দেশের জনগণ এবং সংবিধানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে ক্ষমতায় আছে। প্রজাতন্ত্রের সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে কূটকৌশলে ক্ষমতা গ্রহণকারী সরকারকে কোনোক্রমেই সাংবিধানিক বলা যায় না। সুতরাং সরকারকে আন্দোলনে পতন করাই আমাদের সাংবিধানিক কাজ।

জেএসডির ঢাকা মহানগরের সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্যাহ আল তারেকের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন দলের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, অ্যাডভোকেট কে এম জাবির, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, মোশাররফ হোসেন প্রমুখ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, সাংগঠনিক সম্পাদক এস এম শামছুল আলাম নিক্সন, মোশারেফ হোসেন মন্টু। সমাবেশ শেষে একটি মিছিল পল্টন, বিজয়নগর মোড় হয়ে ফকিরাপুল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

জেএসডি নেতারা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, জামালপুর, সিরাজগঞ্জ, রাজশাহী, বগুড়া, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, রংপুর, সৈয়দপুর, গোবিন্দগঞ্জ, দিনাজপুর, সিলেট, বরিশালসহ জেলা ও মহানগরে ‘দাবি দিবস’ পালিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধু ঢাকা নয়, ক্রিকেটকে সারা দেশে ছড়িয়ে দিতে চাই : আসিফ আকবর

তত্ত্বাবধায়ক সরকার দেশের গণতন্ত্রের জন্য সহায়ক ব্যবস্থা : অ্যাটর্নি জেনারেল

শুক্রবার সকাল পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে

তত্ত্বাবধায়ক সরকারের গঠন ঠিক করবে পরবর্তী সংসদ : অ্যাটর্নি জেনারেল

জেনে নিন ২০২৬ সালে কোন মাসে কতদিন টানা ছুটি কাটাতে পারবেন

রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ

শাহরুখের ‘লাকি’ ভাই এখন কোথায়?

মুশফিক-লিটনের সেঞ্চুরিতে আরও একটি সেশন বাংলাদেশের

ফের ধানুশের নায়িকা হতে চলেছেন সাই পল্লবী

যে ১০ সহজাত অনুভূতি আপনার কখনো উপেক্ষা করা উচিত নয়

১০

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব : আমীর খসরু

১১

ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ট্রাকচালকসহ ৪ জন কারাগারে

১২

কেওক্রাডংয়ে পর্যটকদের নিয়ে উল্টে গেল চাঁদের গাড়ি

১৩

সম্পর্কের নতুন অধ্যায়ে সৌদি-আমেরিকা

১৪

বিপিএলে আসছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আখতার!

১৫

৩ হাজার টাকার রঙিন মাছে সাগর এখন লাখপতি

১৬

মূসক আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ

১৭

তিন তক্ষকসহ পাচারকারী গ্রেপ্তার

১৮

পুলিশের ওপর হামলা চললে ঘরবাড়ি নিজেদেরই পাহারা দিতে হবে : ডিএমপি কমিশনার

১৯

ঢাকার সিনেমায় শয্যাদৃশ্য নিয়ে তুমুল বিতর্কে পড়েছিলেন বলিউড অভিনেত্রী

২০
X