কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের সঙ্গে নিষ্ঠুর রসিকতা করছে সরকার : মান্না

জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় কথা বলেন মাহমুদুর রহমান মান্না। ছবি : সংগৃহীত
জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় কথা বলেন মাহমুদুর রহমান মান্না। ছবি : সংগৃহীত

নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনগণের সঙ্গে নিষ্ঠুর রসিকতা করছে। আওয়ামী লীগ সরকারের কাছে মানুষের জীবনের মতো তুচ্ছ আর কিছু নেই।

শনিবার (২ মার্চ) বিদ্যুৎ-গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করে।

রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন, আমাদের প্রধানমন্ত্রী বেইলি রোড নিয়ে যে মন্তব্য করেছেন, সেটি দেখে আমি খুব অবাক হয়েছি, ব্যথিত হয়েছি। প্রধানমন্ত্রী বলেছেন, ওই ভবনে একটি অগ্নিনির্বাপন যন্ত্র ছিল না। এই লোকগুলোকে এত করে বলেছি, তারা সচেতন হয়নি। মানে উনি বোঝাতে চেয়েছেন, এই যে দুর্ঘটনা হলো, দোষ সব মানুষের যারা মরেছে, যারা এখানে দোকান, রেস্টুরেন্ট, ব্যবসা করেছে। যেমন করে দেশে ও বাইরে গিয়ে বলেন এত সুন্দর ভোট ৭৫ এর পরে আর হয়নি।

মান্না বলেন, এখনো একইভাবে তিনি জনগণের সাথে নির্দয়-নিষ্ঠুর রসিকতা করছেন বলে আমার কাছে মনে হয়েছে। উনি বলছেন, ওরা কথা শুনেনি, মানেনি, তাই মরেছে। কথার মানে কি তাই দাঁড়ায় না? এই ঘটনায় কি কোনো মামলা হতে পারে? আমি পত্রিকায় বিবৃতি দেখলাম, নগর পরিকল্পনাবিদ ও সমাজ নিয়ে যারা ভাবেন তারা বলেছেন, এটা একটি হত্যাকাণ্ড। এটা নিমতলীর সময় বলা হয়েছিল, এফ আর টাওয়ারের সময় বলা হয়েছিল। আমাদের দেশে মানুষের জীবনের মতো তুচ্ছ আর কিছু নেই অন্তত সরকারের কাছে।

তিনি বলেন, এই সরকার একটিই কাজ পারে জুলুম, নির্যাতন, ফোর টুয়েন্টি, ঠকবাজি করে ভোটকে নিজের পক্ষে দেখাতে। অথচ জিনিসের দাম বাড়ছে একের পর এক, মানুষের জান বেরিয়ে যায়। ওনারা কোনো জিনিসের দাম কমাতে পারেননি। বাণিজ্যমন্ত্রী টিপু মনুশি (সাবেক) অসহায় সিন্ডিকেটের গায়ে হাত দিতে পারছেন না।

সরকারের সমালোচনা করে মান্না বলেন, এরা শুধু ভোট ডাকাত বা চোর না, এরা ব্যাংক লুটেরা, জনগণের ওপর নির্যাতনকারী। এরা মানুষের মৃত্যুর ওপর দাঁড়িয়ে খাঁ খাঁ করে হাসতে পারে, রসিকতা করতে পারে। এই সরকারের মানবিকতার সঙ্গে কোনো সম্পর্ক নেই, মানুষের প্রতি কোনো ভালোবাসা নেই, দেশের জন্য উন্নয়নের কোনো ভালো চিন্তা নেই। দেশটি ডুবতে বসেছে। ডলার নেই, টাকা নেই, ব্যাংক শূন্য, শেয়ার বাজার ধ্বংস। কোনো কিছু তারা ঠিক করতে পারে না।

রাজপথের বিজয়, জনগণের বিজয় বোঝার মতো ক্ষমতা আওয়ামী লীগ হারিয়ে ফেলেছে মন্তব্য করে তিনি আরও বলেন, একদিন এই পরিস্থিতি বদলাবে। সেই বদলানোর জন্যই আমরা কাজ করছি। সেই দিন সমাগত। আসছে সামনে মানুষ নিজেরা বাঁচার তাগিদে ভোট, ভাত ও গণতন্ত্রের দাবিতে রাজপথে নামবে। সেই লড়াই হবে চূড়ান্ত।

বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এ জেড খান মো. রিয়াজ উদ্দিন নসু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লাহ, আলমগীর হোসেন, সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকি, যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমু, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে ৬০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিল ইরান

সাম্য হত্যা / ঢাবি ভিসি-প্রক্টরের পদত্যাগের ডাক ছাত্রদলের

প্রথমে ধোলাই, তারপর সেই নেতাকে পুলিশে দিল ছাত্র-জনতা

সাম্য হত্যার ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ ছাত্রদলের

ঢামেকে কান্নার রোল, সাম্যের মৃত্যু মানতে পারছে না কেউ

ছুরিকাঘাতে ঢাবি ছাত্রদল নেতা সাম্য নিহত

রাতে বাস থামিয়ে তিন পদের ২৮ মণ মাছ জব্দ

আওয়ামী দোসরদের বের করবে জুলাই ঐক্য, শুরু সচিবালয় থেকে

প্রতিপক্ষের হামলা / জিয়া সাইবার ফোর্সের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকসহ আহত ৭

ক্ষতিপূরণ পাচ্ছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা

১০

মালয়েশিয়ার শ্রমবাজার খোলার সম্ভাবনা

১১

কৌশলের রাজনীতি মানুষ দেখতে চায় না : চরমোনাই পীর

১২

টানা বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১৩

খুবি শিক্ষক লাঞ্ছনার ঘটনায় শিক্ষার্থী গ্রেপ্তার

১৪

সিরাজগঞ্জের সেই ভয়ংকর গুপ্তঘরের মালিকের স্বীকারোক্তি

১৫

নরসিংদীতে ভুয়া জুলাইযোদ্ধা তালিকা ও শিক্ষার্থীকে কুপিয়ে জখমের প্রতিবাদ

১৬

ববি ভিসিসহ প্রো-ভিসি ও ট্রেজারার অপসারণ

১৭

আশুলিয়ায় যুবদলের লিফলেট বিতরণ / ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম

১৮

চট্টগ্রাম বোর্ডে বাংলা দ্বিতীয়পত্রে একাধিক ভুল, দুশ্চিন্তায় শিক্ষার্থীরা

১৯

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির এক সদস্যকে বহিষ্কার 

২০
X