কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

অধিকারবিহীন রাষ্ট্র ভয়ংকর হয়ে ওঠে : স্বপন

বক্তব্য রাখছেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। ছবি : সংগৃহীত

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, গণমানুষের চিন্তার স্বাধীনতা ছাড়া নিরাপত্তা থাকে না। জনগণের অধিকারবিহীন রাষ্ট্র ক্রমাগত ভয়ংকর হয়ে ওঠে। সরকার গণতন্ত্রকে হত্যা করেও গণতন্ত্র রক্ষার বয়ান দিয়ে রাজনীতিতে সহিংসতা উসকে দিচ্ছে। এটা গ্রহণীয় নয়।

শনিবার (৯ মার্চ) বিকেলে নোয়াখালী জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত জেএসডির জেলা কাউন্সিলে এসব কথা বলেন স্বপন। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তিনি বলেন, শুধু জনগণের সম্মতিবিহীন সরকারকে অপসারণ করা নয়, একই সঙ্গে বিদ্যমান অগণতান্ত্রিক ও ঔপনিবেশিক শাসনব্যবস্থাকেও দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে উচ্ছেদ করতে হবে।

জেএসডির সাধারণ সম্পাদক স্বপন বলেন, ঔপনিবেশিক শাসনব্যবস্থার পরিবর্তে শ্রমজীবী কর্মজীবী ও পেশাজীবী জনগণের রাষ্ট্রক্ষমতার অংশীদারত্ব প্রদানের গুরুত্বপূর্ণ ডিসকোর্স হাজির করা হয়েছে। এই নতুন রাজনৈতিক ব্যবস্থা রাষ্ট্রের উপরিকাঠামো বা সমাজের ওপর প্রতিষ্ঠিত বিদ্যমান ভাবাদর্শ ও সংস্কৃতির বিপরীতে এক উন্নত ভাবাদর্শ ও সংস্কৃতির প্রতিষ্ঠা করবে। শোষণ, লুণ্ঠন ও নিপীড়নমূলক রাষ্ট্রব্যবস্থার বিপরীতে রাষ্ট্রের সব নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করবে। অংশীদারত্বের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে দীর্ঘস্থায়ী বিপ্লবের সূচনা। কারণ, এই রাজনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে রাষ্ট্রে অর্থনীতি, উৎপাদন, প্রযুক্তি, শিক্ষা ও সংস্কৃতিসহ সব ক্ষেত্রে সর্বোচ্চ উৎকর্ষতা লাভের প্রক্রিয়া শুরু হবে। অংশীদারত্বের গণতন্ত্রের মূল ভিত্তি হবে গণতন্ত্র। মানুষের স্বাধীনতা ও মুক্তির লক্ষ্যে নতুন সমাজ প্রতিষ্ঠার কাজ হলো উৎপাদন, উন্নয়ন ও জ্ঞান-বিজ্ঞানে জড়িত সবাইকে রাষ্ট্রক্ষমতায় সাংবিধানিকভাবে অংশীদারত্ব দেওয়া।

কাউন্সিলে জেএসডির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া বলেন, সরকার রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েও ক্ষমতাকে আঁকড়ে আছে। এর ফলে সংকট আরও ঘনীভূত হচ্ছে।

নোয়াখালী জেলা জেএসডির যুগ্ম আহ্বায়ক নুর রহমানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল কবির মানিক, অধ্যক্ষ আবদুল মোতালেব, লক্ষ্মীপুর জেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ বাবুল, মোহাম্মদ উল্লাহ, আমির হোসেন বিএসসিসহ বিভিন্ন নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরম পানি পান করলে কি সত্যিই ওজন কমে?

অবশেষে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সোহেল খান

যৌবন ধরে রাখতে সার্জারি করেছেন রোনালদো, দাবি সার্জনের

জাতিসংঘের বিশেষ দূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ওয়ানডেতেও অধিনায়ক হচ্ছেন গিল!

যুক্তরাষ্ট্রে ‘বেস্ট হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড’ পেলেন মিলন

ড্রাগন ফল কারা খেতে পারবেন না জানালেন পুষ্টিবিদ

সুনামগঞ্জে ভুয়া এনএসআই সদস্য গ্রেপ্তার

সাবেক জিএস গোলাম রাব্বানীর পদ-ছাত্রত্ব বাতিলের দাবি রাশেদের

ব্যক্তিগত মিলে মজুত করা ছিল সরকারি চাল

১০

অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ / ভারতের বিপক্ষে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ

১১

সড়কে খানাখন্দ, দুর্ভোগ লাখো মানুষের

১২

নতুন চ্যালেঞ্জের মুখোমুখি মানসী

১৩

কলকাতায় টানা ৩ দিন দুর্যোগের সতর্কতা

১৪

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ : কোন দেশে কত ম্যাচ জানিয়ে দিল আইসিসি

১৫

সপ্তাহের সেরা সরকারি চাকরির বিজ্ঞপ্তি, পদ প্রায় ১৬০০

১৬

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১৭

জুমার খুতবার সময় কি মোবাইল ব্যবহার করা যাবে?

১৮

দুপুরের মধ্যে ৭ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১৯

ফুটবল বিশ্বকাপের জন্য স্বেচ্ছাসেবী নিয়োগ দিচ্ছে ফিফা, যেভাবে করবেন আবেদন

২০
X