কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০৯:১৫ এএম
আপডেট : ১৩ জুলাই ২০২৩, ০৯:২৩ এএম
অনলাইন সংস্করণ

কী আছে গণতন্ত্র মঞ্চের ৩১ দফা রূপরেখায়

৩১ দফা রূপরেখা ঘোষণা গণতন্ত্র মঞ্চের নেতারা। ছবি : সংগৃহীত
৩১ দফা রূপরেখা ঘোষণা গণতন্ত্র মঞ্চের নেতারা। ছবি : সংগৃহীত

সরকার পতনের একদফা দাবি জানিয়ে দুদিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। একইসঙ্গে রাষ্ট্রসংস্কারের ৩১ দফা রূপরেখাও তুলে ধরেছে ছয়দলীয় এই জোট। বুধবার (১২ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এই ঘোষণা ও রূপরেখা তুলে ধরেন। একদফার কর্মসূচি ঘোষণা করে সাইফুল হক জানান, আগামী ১৮ জুলাই ঢাকাসহ সব বিভাগীয় ও জেলা পর্যায়ে এবং ১৯ জুলাই ঢাকা মহানগরীতে পদযাত্রা অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরীতে ১৮ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাবতলী হতে যাত্রাবাড়ী এবং ১৯ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উত্তরার আবদুল্লাহপুর হতে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা হবে।

গণতন্ত্র মঞ্চের নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বর্তমান সরকারের পদত্যাগই মূল দাবি। এখন যে কর্মসূচি দেওয়া হচ্ছে, সেগুলোকে নরম বিবেচনা করছি না। কত মানুষ যুক্ত করা যায় সেটিকে গুরুত্ব দিচ্ছি। সামনে গরম ও কার্যকর কর্মসূচিও নিয়ে আসব।

৩১ দফা রূপরেখার উল্লেখযোগ্য হচ্ছে- সংবিধানের এককেন্দ্রিক অগণতান্ত্রিক ক্ষমতা কাঠামো এবং বিগত এক দশকের বেশি সময় ধরে যেসব অগণতান্ত্রিক ও বিতর্কিত সাংবিধানিক সংশোধনী এনেছে, সেসব সাংবিধানিক সংশোধনী ও পরিবর্তনগুলো পর্যালোচনা করে রহিত/সংশোধন এবং অন্যান্য অত্যাবশ্যকীয় সাংবিধানিক সংস্কার করা, সংবিধানে গণভোট ব্যবস্থা পুনঃপ্রবর্তন; মতবিনিময় ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠা করা হবে; নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার ব্যবস্থা প্রবর্তন; রাষ্ট্রপতি ও সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনয়ন; পরপর দুই টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে না পারা; দ্বিকক্ষবিশিষ্ট সংসদীয় ব্যবস্থার প্রবর্তন; আস্থাভোট ও অর্থবিলের বিষয় ব্যতীত অন্যসব বিষয়ে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার; নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগের জন্য সাংবিধানিক কমিশনের আইন প্রণয়ন; ‘প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ সংশোধন করে সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগ প্রদান, ইভিএম নয়- সব কেন্দ্রে পেপার-ব্যালট, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার বাতিল; বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে নিম্ন আদালতকে সরকারের হস্তক্ষেপমুক্ত করে উচ্চ আদালতের অধীনস্ত করা, মৃত্যুজনিত কারণ কিংবা আদালতের আদেশে পদশূন্য না হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সরকারি প্রশাসক নিয়োগ না করা এবং আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত না হওয়া পর্যন্ত স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের নির্বাহী আদেশবলে সাসপেন্ড/বরখাস্ত/অপসারণ না করার বিধান করা; প্রশাসনিক সংস্কার কমিশন গঠন; ‘মিডিয়া কমিশন’ গঠন, আইসিটি আইন ২০০৬ ও ২০১৮ বাতিল করে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন এবং বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাস দমন আইন বাতিল করা; অর্থপাচার ও দুর্নীতির অনুসন্ধান করে একটি শ্বেতপত্র প্রকাশ এবং শ্বেতপত্রে চিহ্নিত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, সংবিধান অনুযায়ী ন্যায়পাল নিয়োগ; গুম-খুনের বিচার নিশ্চিত; ‘অর্থনৈতিক সংস্কার কমিশন’ গঠন; প্রবৃদ্ধির সুফল সুষম বণ্টনের মাধ্যমে ধনী-দরিদ্রের বৈষম্য দূরীকরণ; ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, উপাসনালয় ভাঙচুর ও তাদের সম্পত্তি দখলের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ; পাটকল, বস্ত্রকল, চিনিকলসহ সকল বন্ধ শিল্প পুনরায় চালুর উদ্যোগ নেওয়া; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ খাতে দায়মুক্তি আইনসহ সকল কালাকানুন বাতিল করা; ‘সবার জন্য স্বাস্থ্য’ ও ‘বিনা চিকিৎসায় কোনো মৃত্যু নয়’ এই নীতির ভিত্তিতে সর্বজনীন স্বাস্থ্যসেবা প্রবর্তন করে সর্বজনীন স্বাস্থ্যকার্ড চালু করা।

সংবাদ সম্মেলনে জেএসডির আ স ম আবদুর রব, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্রসংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।

সরকারের পদত্যাগে বিএনপির পাশাপাশি অন্য শরিকরাও ‘একদফা’ দাবি ও নতুন কর্মসূচি দিয়েছে। রাজধানীতে পৃথক সভা-সমাবেশ ও সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়েছে। ১২ দলীয় জোট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, এলডিপি এফডিসিসংলগ্ন দলীয় কার্যালয়ে, গণফোরাম-বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি) আরামবাগে, গণঅধিকার পরিষদ (নুর) পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে ও লেবার পার্টি নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন এবং গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া) জাতীয় প্রেসক্লাব, ক্বারী আবু তাহেরের নেতৃত্বাধীন এনডিপি বিজয়নগর পানির ট্যাঙ্ক সংলগ্ন রাস্তায় ও জাতীয়তাবাদী সমমনা জোট পানির ট্যাঙ্ক সংলগ্ন আলরাজী কমপ্লেক্সের সামনে সমাবেশ করে এই ঘোষণা দিয়েছে।

এ সময় সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখাও ঘোষণা করেন। আর ড. ফরহাদ ও ক্বারী তাহের দাবি আদায় না হওয়া পর্যন্ত একদফা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এদিকে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠার এক দফা আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলন সফল করতে সবাইকে এগিয়ে আসতে হবে। এ সময় দলটির সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্যরা উপস্থিত ছিলেন। আন্দোলনের কর্মসূচি হিসেবে আগামী শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাম্বুরা ফল কারা খেতে পারবেন না, জানালেন চিকিৎসক

যারা পিআর চায় তাদের উদ্দেশ্য ভিন্ন : সালাহউদ্দিন

সন্তানকে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়া কি জায়েজ

৩১ দফার আলোকে হবে রাষ্ট্র গঠন : অমিত

খালেদা জিয়াকে দেখতে ফিরোজায় যাবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

ঘুষকাণ্ডে এবার জামায়াতের সেই আইনজীবীর সনদ স্থগিত

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন, আলোচনা হবে যেসব ইস্যুতে

চাঁদাবাজির অভিযোগে ২ যুবককে গণপিটুনি

সেই তন্বীর বিরুদ্ধে লড়বেন জান্নাতুন নাহার

দুই বাসের ধাক্কায় প্রাণ গেল হেলপারের

১০

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যুতে সিইউজে’র শোক

১১

রাজধানীর পান্থপথে দেয়াল ধসে নিহত ১

১২

কালকিনিতে আনিসুর রহমান খোকন / মায়েদের পাশে থাকবে বিএনপি

১৩

দিনে কত কাপ চা খাওয়া উচিত, জানালেন বিশেষজ্ঞ

১৪

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস কেমন হবে, জানা গেল

১৫

শান্ত-সৌম্যর বাদ পড়ার কারণ জানালেন গাজী আশরাফ

১৬

বিএনপির সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

১৭

‘এখন কাউকে ধরতে যৌক্তিক কারণ লাগে না, তবে সত্যের জয় হবে’

১৮

হাওরে নৌকা ডুবে নিখোঁজ ২

১৯

‘পৃথক সচিবালয় ছাড়া বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা অর্জন সম্ভব নয়’

২০
X