কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৩, ১০:৪০ পিএম
আপডেট : ১০ জুন ২০২৩, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

রাজপথে ফয়সালার জন্যই তারুণ্যের সমাবেশ : যুবদল সভাপতি

মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা

রাজপথে ফয়সালার জন্যই তারুণ্যের সমাবেশ হবে জানিয়ে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যতদিন জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে না পারব, ততদিন পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে।

আজ শনিবার বগুড়ায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। দেশ বাঁচাতে ছয়টি বড় শহরে তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগের যৌথ উদ্যোগে এই মতবিনিময় সভা হয়। ‘দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ’—স্লোগানে এ কর্মসূচি হবে।

বিএনপির বিভাগীয় গণসমাবেশের প্রসঙ্গ টেনে যুবদল সভাপতি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শান্তিপূর্ণ সমাবেশ দিয়ে সরকারের বুকে কাঁপন ধরিয়েছেন। এই সমাবেশের মধ্য দিয়ে সরকার পতনের ঢেউ উঠেছিল। এই সরকারের ভোট ডাকাতির কারণে বিগত ১৫ বছরে জনগণ ভোট দিতে পারেনি।

তিনি বলেন, ‘আমরা আন্দোলন করছি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, মানুষের ভোটের অধিকার আমরা ফেরত দিতে চাই। তরুণদের আহ্বান করব, তারুণ্যের সমাবেশে যোগ দিয়ে সফল করে আপনারা প্রমাণ করবেন- আমাদের ভোটের অধিকার আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই।’

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারে এই সরকারের পতনের লক্ষ্যে তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে আন্দোলনে রয়েছি। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলন চালিয়ে যেতে হবে এবং আন্দোলনের মধ্য দিয়েই এদের বিদায় করতে হবে।’

সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে মতবিনিময় সভায় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামী ১৪ জুন থেকে ২২ জুলাই পর্যন্ত দেশব্যাপী ৬টি তারুণ্যের সমাবেশ করবে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। চট্টগ্রামে ১৪ জুন, বগুড়ায় ১৯ জুন, বরিশালে ২৪ জুন, সিলেটে ৯ জুলাই, খুলনায় ১৭ জুলাই এবং ২২ জুলাই ঢাকায় এসব সমাবেশ হবে।

ঢাকায় যুব, ছাত্র ও স্বেচ্ছাসেবক দলের মিছিল সোমবার

দেশের ছয় বড় শহরে অনুষ্ঠেয় তারুণ্যের সমাবেশ সফলের লক্ষ্যে আগামী সোমবার রাজধানীতে বর্ণাঢ্য মিছিল করবে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। ওইদিন দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে মগবাজার মোড়ে গিয়ে শেষ হবে। মিছিল কর্মসূচিতে মাইক ব্যবহারের অনুমতিসহ সার্বিক নিরাপত্তার বিষয়ে সহযোগিতা চেয়ে আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দিয়েছে বিএনপি। দলটির দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজের ব্যর্থতা নিয়ে যা বললেন হৃতিক রোশন

ব্রাজিলিয়ানের চমকে হারল লিভারপুল, এমএলএসে বড় জয় মায়ামির

যে ৫ কারণে সিঁড়ি দিয়ে উঠলে বুক ধড়ফড় করে

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

আফগানমন্ত্রীর ভারত সফর ঘিরে কৌতূহল

বাংলাদেশের উন্নয়নে প্রধান সমস্যা সন্ত্রাস ও দুর্নীতি : রহমাতুল্লাহ

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

আজ বিশ্ব শিক্ষক দিবস

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর সাতডোরা 

৫ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

পুলিশের ওপর হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনরা

১১

গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি ইসরায়েল : ট্রাম্প

১২

রূপায়ণ গ্রুপে চাকরির সুযোগ, পাবেন একাধিক সুবিধা

১৩

প্রেমিকার উপস্থিতিতে প্রেমিকের কাণ্ড

১৪

রাজধানীতে আজ কোথায় কী

১৫

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

১৬

ঢাকায় কখন হতে পারে বজ্রবৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

১৭

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৮

৫ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৯

মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতি, ক্লু পাচ্ছে না পুলিশ

২০
X