মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ১১:১২ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ

কাল গাবতলী থেকে রায়সাহেব বাজার পদযাত্রা করবে বিএনপি 

বিএনপির লোগো
বিএনপির লোগো

সরকার হটানোর ‘এক দফা’ আন্দোলনে আগামীকাল মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকাসহ সারা দেশের মহানগর ও জেলায় পদযাত্রার কর্মসূচি করবে বিএনপিসহ সমমনা জোটগুলো। গত ১২ জুলাই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক দফার আন্দোলন এবং কর্মসূচি ঘোষণা করেন।

এক দফার ঘোষণায় রয়েছে- বর্তমান সরকারের পদত্যাগ, বিদ্যমান অবৈধ সংসদ বিলুপ্ত, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, মিথ্যা-গায়েবি মামলা প্রত্যাহার, ফরমায়েসি সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা।

রাজধানীতে বিএনপি দুইদিন পদযাত্রা করবে। মঙ্গলবার সকাল ১০টায় গাবতলী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন রুট দিয়ে পুররোনো ঢাকার রায়সাহেব বাজার মোড়ে পৌঁছাবে বিকেল ৪টায়।

যাত্রাপথ : গাবতলী- টেকনিক্যাল মোড়- মিরপুর-১- মিরপুর-১০ নং গোল চত্বর- কাজীপাড়া- শেওড়াপাড়া- তালতলা (আগারগাঁও)-বিজয় সরণি- কাওরান বাজার- এফডিসি- মগবাজার- মালিবাগ- কাকরাইল- নয়াপল্টন (বিএনপি অফিস)- ফকিরাপুল- মতিঝিল (শাপলা চত্বর)-ইত্তেফাক মোড়-দয়াগঞ্জ- রায়সাহেব বাজার মোড়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় গাবতলীতে পদযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে রায়সাহেব বাজার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে প্রথম দিনের পদযাত্রার কর্মসূচি সম্পন্ন হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় সেখানে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এ ছাড়া আগামী বুধবার (১৯ জুলাই) একই সময়ে উত্তরার আবদুল্লাহপুর থেকে যাত্রা শুরু করে পদযাত্রাটি বিভিন্ন রুট হয়ে যাত্রাবাড়ী পৌঁছাবে বিকেল ৪টায়।

বুধবারের পদযাত্রার পথ : আব্দুল্লাহপুর-বিমানবন্দর- কুড়িল বিশ্বরোড- নতুন বাজার- বাড্ডা- রামপুরা ব্রিজ- আবুল হোটেল-খিলগাঁও- বাসাবো- মুগদাপাড়া- সায়েদাবাদ- যাত্রাবাড়ী (চৌরাস্তা)।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ঢাকা ছাড়াও সকল মহানগর ও জেলায় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কর্মসূচি হবে। এই কর্মসূচি সফল করতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসহ সব পেশার মানুষকে আহ্বান জানিয়েছেন তিনি।

গণতন্ত্র মঞ্চ : মঙ্গলবার বেলা ১১টায় মিরপুর-১২ নম্বর থেকে এবং বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু করবে।

১২ দলীয় জোট : মঙ্গলবার দুপুর আড়াইটায় কাকরাইল মোড় থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত এবং বুধবার বিকাল তিনটায় কমলাপুর স্টেডিয়াম থেকে যাত্রাবাড়ী চৌরাস্তা পর্যন্ত পদযাত্রা করবে।

জাতীয়তাবাদী সমমনা জোট : মঙ্গলবার দুপুর ১২টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত পদযাত্রা করবে।

গণঅধিকার পরিষদ (নুর): মঙ্গলবার বিকাল ৪টায় পুরানা পল্টনের দলীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু করবে।

এলডিপি : বেলা ১১টায় রাজধানীর পূর্বপান্থপথে এলডিপি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে মগবাজার, মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন হয়ে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত পদযাত্রা করবে।

গণফোরাম-বাংলাদেশ পিপলস পার্টি : বিকাল তিনটায় মতিঝিলের আরামবাগে গণফোরাম কার্যালয় থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত পদযাত্রা করবে।

লেবার পার্টি : মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাব হয়ে টিকাটুলি এবং বুধবার বেলা ১১টায় পুরানা পল্টন থেকে মানিকনগর পর্যন্ত পদযাত্রা করবে।

গণতান্ত্রিক বাম ঐক্য : মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শাহবাগ হয়ে ধানমন্ডি পর্যন্ত পদযাত্রা করবে।

সাধারণ ছাত্র অধিকার পরিষদ : বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাব থেকে শাহবাগ পর্যন্ত পদযাত্রা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাইসির হেলিকপ্টারের যে সমস্যার কথা জানালেন তুর্কি পরিবহনমন্ত্রী

সমর্থকের বাড়িতে নৈশভোজ, চেয়ারম্যান প্রার্থীকে অর্থদণ্ড

ভোটের আগের রাতে গোপন প্রচারণা, দুই চেয়ারম্যান প্রার্থীর প্রাইভেটকার আটক

বিলাসবহুল গাড়িতে সরকারি লোগো সাঁটিয়ে ৭ লাখ ইয়াবা পাচার

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা

বাবার খোঁজে ভারতে যাচ্ছেন এমপি আনারের মেয়ে

ফোর্বসের তালিকায় স্থান পাওয়া ৯ তরুণকে ছাত্রলীগের শুভেচ্ছা

মোবাইল কিনে না দেওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

সোহরাওয়ার্দী উদ্যানে বাজার বসিয়ে অবৈধ বিদ্যুতের ব্যবসা

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু, ক্যাম্প কমান্ডারসহ প্রত্যাহার ৪

১০

চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৫.৮২ শতাংশ : বিবিএস

১১

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

১২

জাল স্বাক্ষরে ওষুধ বিতরণের অভিযোগ

১৩

ফিলিস্তিনিদের সঙ্গে আরবদের মুনাফেকি ও সুপার হিরোদের অবদান

১৪

নোয়াখালীতে ৩০ কেজি হরিণের মাংস জব্দ

১৫

নিপুনের পেছনে বড় কোনো শক্তি আছে : ডিপজল

১৬

ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে চবিতে সাইক্লিস্টের র‍্যালি

১৭

রাষ্ট্রপতির সঙ্গে আইআইইউসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

১৮

আ.লীগ নেতার বিরুদ্ধে আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগ

১৯

রাইসির মরদেহ কোথায়, জানাজার বিষয়ে কী সিদ্ধান্ত?

২০
X