গণঅধিকার পরিষদের রেজা কিবরিয়া অংশের ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন ফারুক হাসান। অবিভক্ত গণঅধিকার পরিষদের তিনি যুগ্ম আহ্বায়ক ছিলেন।
গত মঙ্গলবার (১৮ জুলাই) রাতে দলের (রেজা কিবরিয়া) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির এক ভার্চুয়াল সভায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন গণঅধিকারের একাংশের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া।
বৃহস্পতিবার (২০ জুলাই) গণঅধিকার পরিষদের দপ্তরের সহসমন্বয়ক শাহাবুদ্দিন শুভ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গঠনতন্ত্রের আলোকে জাতীয় কাউন্সিলের মাধ্যমে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত ফারুক হাসান এ দায়িত্ব পালন করবেন।
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের অনুসারীরা অভিশংসন করে রেজা কিবরিয়াকে আহ্বায়কের পদ থেকে বাদ দিলে গণঅধিকার পরিষদ বিভক্ত হয়ে পড়ে। এখন সংগঠনের অপর অংশের নেতৃত্বে আছেন সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান।
সম্প্রতি দলটির কাউন্সিলের মাধ্যমে তারা নির্বাচিত হন।
মন্তব্য করুন