আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১৪ দলীয় জোটের নেতারা বৈঠকে বসবেন।
বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠক থেকে বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিতে ১৪ দলীয় জোটের অবস্থান এবং কর্মকাণ্ড কী হবে সে বিষয়েও দিকনির্দেশনা আসতে পারে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় ১৪ দলীয় জোট নেত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন