কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০৯:২৭ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নেত্রকোনা-৪ আসনে আ.লীগের মনোনয়ন পেলেন সাজ্জাদুল হাসান

সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসান। ছবি : সংগৃহীত
সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসান। ছবি : সংগৃহীত

নেত্রকোনা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব সাজ্জাদুল হাসান।

শুক্রবার (২১ জুলাই) আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয়।

বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণভবনের গেইটে দলের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন।

এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে সর্বসম্মতিক্রমে সাজাদুল হাসানকে নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন, শেখ ফজলুল করিম সেলিম ও কাজী জাফর উল্লাহ, প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

এর আগে গত ২০ ও ১৯ জুলাই নেত্রকোনা-৪ আসনের জন্য দলীয় প্রার্থীদের মধ্য ফরম বিক্রির কার্যক্রম চলে। মনোনয়ন পেতে আগ্রহী মোট নয়জন ফরম সংগ্রহ করে।

সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসান ছাড়াও নব্বইয়ের ছাত্র আন্দোলনের নেতা শফী আহমেদ, আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির সাবেক সদস্য ও ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক গোলাম বাকী চৌধুরী, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ ইকবাল, মদন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটি সাবেক সদস্য মমতাজ হোসেন চৌধুরী, এম মঞ্জুরুল হক, রোমান মিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সদস্য আলী আতহার খান প্রমুখ মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

জানা গেছে, গত ১১ জুলাই নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশন এই শূন্য আসনের উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে। সে অনুযায়ী আগামী ২ সেপ্টেম্বর নেত্রকোনা-৪ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

উল্লেখ্য, সাবেক এই জ্যেষ্ঠ সচিব আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য। এর আগে তার বর্ণাঢ্য কর্ম জীবনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। কক্সবাজার জেলা ও সিলেট জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করা ছাড়াও প্রধানমন্ত্রীর একান্ত সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জ্যেষ্ঠ সচিব হিসেবে ২০১৯ সালে অবসর গ্রহণ করেন।

জানা গেছে, সাজ্জাদুল হাসানের বাবা আখলাকুল হোসাইন আহমেদ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। ১৯৭০ এর নির্বাচনে সাজ্জাদুল হাসানের বাবা মোহনগঞ্জ ও বারহাট্টা নির্বাচনী এলাকা থেকে প্রাদেশিক পরিষদের সদস্য হয়েছিলেন। ১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে আখলাকুল হোসাইন আহমেদের নেতৃত্বে মোহনগঞ্জের লোহিয়ার মাঠে প্রথম প্রতিবাদ মিছিল হয়। সেজন্য তাকে কারাঅন্তরীণ করা হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

মালয়েশিয়ার পর চীন সফরে যাবেন নাহিদ

৩১ দফাই হচ্ছে আমাদের জাতীয় সনদ : সুব্রত চৌধুরী

১০

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

১১

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

১২

জেলেনস্কির টার্গেট তুরস্ক, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড

১৩

শিক্ষকের ওপর হামলা, ক্লাস বর্জন করে বিক্ষোভ

১৪

‘আপনাকে গভীরভাবে অনুভব করি প্রতি পদে পদে’

১৫

এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে প্রচার, শিক্ষা বোর্ডের বক্তব্য

১৬

হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কা দল ঘোষণা

১৭

ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের টাকা নিয়ে উধাও সমাজসেবা কর্মকর্তা

১৮

সিলেটে সাদাপাথর লুট / গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে স্থানীয় প্রশাসনের দ্বিমত

১৯

আমাদের আদর্শগত শত্রু বিজেপি, বললেন থালাপতি বিজয়

২০
X