

বিভিন্ন মামলায় ১৫ মাসের বেশি সময় কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব।
শুক্রবার (২১ জুন) বিকেল ৩টার দিকে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। মুক্তি পাওয়ার পর কারাফটকে নিরবকে ফুল দিয়ে বরণ করে নেন বিপুলসংখ্যক নেতাকর্মী।
জানা যায়, গত বছরের ৪ মার্চ সাইফুল আলম নিরবকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে ৪৫৪টি মামলা আছে। এর মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দায়েরকৃত ৭ মামলায় তার ১৭ বছরের সাজা হয়। এসব মামলায় জামিন পাওয়ার পর গত ২০ মার্চ জেলগেট থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
২০২২ সালের পল্টন থানার একটি মামলায় নিরবকে গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায়ও জামিন পেলে গত ২১ এপ্রিল ফের জেলগেটে থেকে আটক হন নিরব। তাকে ২০২১ সালের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায় গত ৫ জুন জামিন পান তিনি। কিন্তু গত সোমবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হলে তৃতীয় দফায় তাকে আটক করে ২০২২ সালের মতিঝিল থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় জামিন পেয়ে শুক্রবার মুক্তি পান তিনি।
মন্তব্য করুন