কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে পেশাজীবীদের এগিয়ে আসতে হবে : গয়েশ্বর

রাজধানীর ভাসানী ভবন মিলনায়তনে মহানগর বিএনপির কার্যালয়ে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : কালবেলা
রাজধানীর ভাসানী ভবন মিলনায়তনে মহানগর বিএনপির কার্যালয়ে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : কালবেলা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পেশাজীবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যায় রাজধানীর ভাসানী ভবন মিলনায়তনে মহানগর বিএনপির কার্যালয়ে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী শনিবার ঢাকায় অনুষ্ঠিতব্য সমাবেশ সফলের লক্ষ্যে এই প্রস্তুতি সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)।

সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন- জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হোসেন খান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব কায়সার কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ডা. মো. আব্দুস সালাম, ডা. রফিকুল ইসলাম বাচচু, ডা. পারভেজ রেজা কাকন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল আলম সেলিম, অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, অধ্যাপক নূরুল ইসলাম, সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ, আমিরুল ইসলাম কাগজী, প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম প্রমুখ।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আজকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। দেশের সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ হয় অথচ ইউনাইটেড হাসপাতাল তাকে অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সেবা দেয়নি। যেই মেডিকেলের জায়গা দিয়েছিল খালেদা জিয়ার সরকার। এর চেয়ে দুর্ভাগ্য আর কী হতে পারে।

তিনি বলেন, অতীতেও দেশের গণতান্ত্রিক আন্দোলনে পেশাজীবীরা তাদের গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন। আগামীতেও আপনারা গণতন্ত্রের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখবেন এটাই আমাদের প্রত্যাশা। তিনি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঘোষিত কর্মসূচিতে সকলকে অংশগ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৯ জুন (শনিবার) ঢাকার নয়াপল্টনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। এ ছাড়া আগামী ১ জুলাই মহানগরগুলোয় এবং ৩ জুলাই দেশের সব জেলায় সমাবেশ করবে দলটি। বুধবার (২৬ জুন) বিএনপির এক যৌথ সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভরাট করা পুকুর উদ্ধার করল প্রশাসন

পরিত্যক্ত টয়লেট থেকে অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার

আগুনে ঘি ঢালল ভারত, দুঃসংবাদ বাংলাদেশি ক্রিকেটারদের

জকসুর ৮ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে হাড্ডাহাড্ডি লাড়াই

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা

আসুন আমাকে তুলে নিয়ে যান, ট্রাম্পকে কলম্বিয়ার প্রেসিডেন্ট

সুন্দরবনের পর্যটনবাহী নৌযান মালিকদের ধর্মঘট প্রত্যাহার

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশের প্রতিপক্ষ

১০

টিকিট চাওয়ায় ছাত্র পরিচয়ে টিটিইকে মারধর, ভিডিও ভাইরাল

১১

কুয়াশা ও তীব্র শীতে ক্ষতির মুখে বোরো বীজতলা, দুশ্চিন্তায় কৃষকরা

১২

জকসু নির্বাচন:  / সিইসি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে ছাত্রশিবির 

১৩

ভারতে বিশ্বকাপ খেলতে না গেলে কী হবে বাংলাদেশের

১৪

শীতে ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখবেন যেভাবে

১৫

বিক্ষোভে উত্তাল ইরান, নিহত ২৫, গ্রেপ্তার হাজারের বেশি

১৬

তীব্র শীতে কাঁপছে তেঁতুলিয়া

১৭

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১৮

ইরাক যুদ্ধের সঙ্গে ভেনেজুয়েলার তুলনা করলেন ট্রাম্প

১৯

জকসু নির্বাচন : ভিপি-জিএস-এজিএসে এগিয়ে ছাত্রশিবির

২০
X