জার্মান প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ০২:২৮ এএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৮:০৩ এএম
অনলাইন সংস্করণ

জার্মান বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

জার্মান বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। ছবি : কালবেলা
জার্মান বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। ছবি : কালবেলা

জার্মানির বার্লিনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংগতি দিবস পালন করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় জার্মানির বার্লিনের একটি স্থানীয় হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জার্মানির শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জার্মান বিএনপিসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। ১৯৭৫ সালে সিভিল ও মিলিটারি উভয় সেক্টরে যখন ক্রান্তিকাল অতিক্রম করছিল তখনো ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে শহীদ জিয়া নেতৃত্ব দিয়েছিলেন। সিপাহি ও জনতার সম্মিলিত বিপ্লবের ফলশ্রুতিতে জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন এবং পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশের নেতৃত্ব দেন। বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন ও ১৯ দফা কর্মসূচির মাধ্যমে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়েছিলেন।

বক্তারা আরও বলেন, ১৯৯০ সালে দেশের সংকটকালে স্বৈরাচার এরশাদের পতন ঘটাতে এগিয়ে আসেন বিএনপি চেয়ারপার্সন মাদার অব ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি দেশকে নিয়ে গিয়ে ছিলেন উন্নয়নের শিখরে। দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে স্তব্দ করে দিতে দেশি-বিদেশি কুচক্রীমহলের সহায়তায় মইন-ফখর এক-এগারো সৃষ্টি করে বাংলাদেশকে তাঁবেদারদের হাতে তুলে দিয়েছিল। এই তাঁবেদার বাহিনী দেশের মানুষের সব অধিকারকে পদদলিত করে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে দেশে সৃষ্টি করেছিল এক বিভীষিকাময় পরিস্থিতি। দেশের সর্বত্রই ছিল গুম-খুন, হত্যা-লুণ্ঠন আর রাহাজানি। আয়নাঘর সৃষ্টি করে বিরোধী দলের নেতাকর্মীসহ সমাজের ভিন্নমতের মানুষের জীবনকে করে তুলেছিল দুর্বিষহ। কিন্তু ছাত্র-জনতার গণবিপ্লবে ফ্যাসিবাদের সাম্রাজ্য ভেঙে তছনছ হয়ে গেছে। পালিয়ে গেছে ফ্যাসিস্ট মাফিয়া হাসিনা।

বর্তমানে দেশ ও জাতির জন্য আরেকটি ক্রান্তিকাল চলছে। দেশ ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়েছে কিন্তু ফ্যাসিবাদের দোসররা আজও সর্বত্র ছড়িয়ে রয়েছে।

বক্তারা বিএনপির প্রস্তাবিত ৩১ দফা রাষ্ট্র সংস্কারের আলোকে সাম্য ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার উদাত্ত আহ্বান জানান। অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের সব মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মান্নানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আনোয়ার হোসেন খোকন, অস্ট্রেলিয়া, রাশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং উত্তর দক্ষিণ আমেরিকা সাংগঠনিক সমন্বয়ক এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জার্মান বিএনপির সাধারণ সম্পাদক গনি সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জার্মান বিএনপির সহসভাপতি অপু চৌধুরী, জার্মান বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর আলম বাবলি, জার্মান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শরীয়ত খান মিঠু, জার্মান বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক আবিরুল ইসলাম ইমন, জার্মান বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদিরসহ বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়াও অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন- জার্মান যুবদলের নেতা আনহার মিয়া, আব্দুল হান্নান রুহেল, একরাম, রেদওয়ান, জার্মান স্বেচ্ছাসেবক দলের নেতা‎ শফিকুল ইসলাম সাগর, শোয়েব, সাঈদ, শাফায়াত হোসেন সাব্বির, রফিকুল ইসলাম, সাগর আহমদ, আবু তাহের প্রমুখ।

সভা শেষে বক্তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত সব শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। ‎

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে, ডিমলার বন্যা রক্ষা বাঁধ ঝুঁকিতে

৬ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

তিস্তার পানির তোড়ে ভেঙে যেতে পারে ফ্লাইড বাইপাস সড়কটি

বজ্রপাতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

দুই বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ

বিএনপির প্রতিটি নেতাকর্মী জনগণের পাশে রয়েছে : নীরব

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

ছক্কার ঝড় তুলে ম্যাচসেরা সাইফের মুখে আত্মবিশ্বাসের কথা

আফগানদের হোয়াইটওয়াশ করে তৃপ্ত জাকের

১০

আবারও ভারতের কাছে কুপোকাত পাকিস্তান

১১

সাবেক যুবদল নেতার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার 

১২

আজ কোজাগরী লক্ষ্মীপূজা

১৩

কাশিয়ানীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

১৪

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা

১৫

নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি : লায়ন ফারুক 

১৬

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

১৭

আফগানদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

১৮

বৃষ্টিসহ আগামী ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১৯

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

২০
X