সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় হজ পালন করতে গিয়ে মো. আইয়ুব খান (৪৮) নামের আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) মক্কা বাংলাদেশ হজ অফিস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। হজযাত্রী মো. আইয়ুব খান রাজধানীর খিলগাঁওয়ের আমির আলীর বাড়ির বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর ইবি ০২৩৬৩৭৮।
এ পর্যন্ত সৌদি আরবে হজ পালন করতে গিয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মক্কায় অন্তত পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন পুরুষ ও একজন নারী।
এদিকে, আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ৫৭ হাজার ১২৭ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৫০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৭ হাজার ৭৭৭ জন হজযাত্রী রয়েছেন। চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন পবিত্র হজ পালিত হওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন