গ্রিস প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

গ্রিসে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপস্থিত সুধীজন । ছবি : কালবেলা
আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপস্থিত সুধীজন । ছবি : কালবেলা

‘প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার, সমুন্নত রাখব তাদের অধিকার’ এই প্রতিপাদ্য সামনে রেখে গ্রিসে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) গ্রিসের এথেন্সে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এ দিবস পালন করা হয়। দূতাবাসের রাষ্ট্রদূত আসুদ আহমদের সভাপতিত্বে, গ্রিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দূতাবাস প্রাঙ্গণে আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে উপস্থিত হন।

দিবসটি উদযাপন উপলক্ষে প্রবাসী কর্মীদের উপার্জিত রেমিট্যান্স বাংলাদেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদনে মূল হাতিয়ার হিসেবে কাজ করে বিবেচনায় দূতাবাস দেশে বৈধপথে রেমিট্যান্স পাঠানো ও বাংলাদেশ সরকারের নতুন উদ্যোগ ‘প্রবাসীদের জন্য পেনশন স্কিম’ এর বিষয়ে উদ্বুদ্ধকরণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে বিভিন্ন ধরনের প্রচারাভিযান ও সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করে।

আলোচনার শুরুতে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) বিশ্বজিত কুমার পাল প্রবাসীদের সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দূতাবাস ও বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে সবাইকে অবহিত করেন। তিনি প্রবাসী কল্যাণ বোর্ডের কার্যক্রম ও প্রবাসী কল্যাণ বোর্ডের সদস্য অন্তর্ভুক্তির উপকারিতা ও এর ভবিষ্যৎ গুরুত্বের ওপর বিশেষভাবে বক্তব্য রাখেন। প্রবাসী বক্তাগণ আন্তর্জাতিক অভিবাসী দিবসের প্রতিপাদ্য ও চেতনাকে সামনে নিয়ে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনায় বাংলাদেশ ও গ্রিসের মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক অনুযায়ী সম্প্রতি চলমান গ্রিসে বসবাসরত সব আনডকুমেন্টেড প্রবাসী বাংলাদেশিদের লিগালাইজেশনের বিষয় ও সেই সঙ্গে গ্রিসের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রতি বছর বৈধপথে ৪ হাজার শ্রমিক বাংলাদেশ থেকে আসার সুযোগ সৃষ্টির বিষয়টি উপস্থাপন করেন।

এক্ষেত্রে কোনো বাংলাদেশি নাগরিক অতি উৎসাহী হয়ে কোনোভাবে কোনো দালাল বা প্রতারক দ্বারা প্রতারিত না হওয়ার জন্য এবং বিভ্রান্তিমূলক প্রচার ও প্রতারক চক্রের প্ররোচনার বিষয়ে সতর্ক থাকার জন্য দূতাবাসের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করা হয় ও দূতাবাস থেকে নিয়মিত হালনাগাদ তথ্য দেওয়া হবে মর্মে জানানো হয়।

আলোচনায় বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের প্রবাসীদের জন্য গৃহীত উদ্যোগ সর্বজনীন পেনশনের আওতায় প্রবাসীদের জন্য ‘প্রবাস স্কিম’ এর বিষয়ে বিস্তারিত তথ্যচিত্র উপস্থাপন করা হয়।

উপস্থিত সদস্যদের বক্তব্যে প্রবাসীদের সন্তানদের বাংলাদেশ সরকারের কোটা সুবিধার আওতায় এনে চাকরি ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়ে দাবি উপস্থাপন করেন এবং দেশ ও জাতির কল্যাণে সরকারের নানামুখী কার্যক্রমে অংশগ্রহণ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখারও প্রত্যয় ব্যক্ত করেন। বক্তাগণ এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য দূতাবাসকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত‌‌‌ ‌‌‌‌‍আসুদ আহমেদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদৃঢ় নেতৃত্ব এবং মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বির্নিমানে প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্সের তাৎপর্য তুলে ধরে সবাইকে বৈধপথে দেশে রেমিট্যান্স পাঠানোর জন্য অনুরোধ করেন। পাশাপাশি প্রবাসীদের ভবিষ্যৎ জীবন সুন্দর ও নিরাপদ করতে সর্বজনীন পেনশনের আওতায় প্রবাসীদের‌ জন্য‌ ‌‌‍‌‌‌‌‌‍‌‘প্রবাস স্কিম’ এ নাম রেজিস্ট্রেশন করার জন্য আহ্বান জানান। রাষ্ট্রদূত প্রবাসীদের বাংলাদেশের কৃষ্টি-সংস্কৃতি, ঐতিহ্য বিদেশের মাটিতে তুলে ধরার জন্য তাদের প্রশংসা করেন এবং তাদের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন। প্রসঙ্গত, দেশে বৈধপথে রেমিট্যান্স প্রেরণে গ্রিস বর্তমানে ১৫তম অবস্থানে রয়েছে এবং সমগ্র ইউরোপের মধ্যে চতুর্থ। বিগত ২০২২-২৩ অর্থবছরে গ্রিস থেকে প্রায় ১৩০ মিলিয়ন ইউএস ডলার রেমিট্যান্স বাংলাদেশে পাঠানো হয়েছে যা বিগত বছরের তুলনায় দেড়গুণ। এ ছাড়া এ বছর প্রায় দশ হাজার আনডকুমেন্টেড প্রবাসী বাংলাদেশি চলমান লিগালাইজেশনের আওতায় গ্রিসে বসবাসের জন্য রেসিডেন্ট কার্ড পাওয়ার সুযোগ পাচ্ছে বিধায় গ্রিস থেকে আগামী অর্থবছরে প্রেরিত রেমিট্যান্সের পরিমাণ আরও বৃদ্ধি পাবে মর্মে ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যূনতম কর একটা কালাকানুন : এনবিআর চেয়ারম্যান

ঈদে মিলাদুন্নবীর ছুটি যেদিন

শপথ নিলেন হাইকোর্টের ২৫ বিচারপতি

সাকিবের প্রিয় ‘শিকারের’ তালিকায় তামিম, দেখে নিন পুরো তালিকা

‘ভয়ংকর আফ্রিদির’ মুখোশ খুললেন তানভীর রাহী

ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু

তথ্য গোপন করে প্রধান শিক্ষক, অতঃপর...

পুঁজিবাজারের প্রতারক চক্র গোয়েন্দা সংস্থার নজরে: ডিএসই

পরিবর্তন হচ্ছে বাংলাদেশ জেলের নাম 

চট্টগ্রামে সেপটিক ট্যাঙ্কে নেমে ২ শ্রমিকের মৃত্যু

১০

রাতে খাওয়ার পরও ক্ষুধা লাগার কারণ জেনে নিন

১১

বৃষ্টি-গরম নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১২

প্রেমের স্মৃতি টেনে কিমের সঙ্গে দেখা করতে চাইলেন ট্রাম্প

১৩

কমলাপুর রেলস্টেশনে নারীকে কুপিয়ে হত্যা, প্রেমিক আটক

১৪

নদীভাঙনের কবলে শতবর্ষী স্কুল, হুমকিতে মাঠ ও শহীদ মিনার

১৫

আবারও সেরা ব্রাজিল, কলম্বিয়াকে হারিয়ে জিতল টানা তৃতীয় শিরোপা

১৬

দুদিন বন্ধ থাকবে ঢাবি মেট্রো স্টেশন

১৭

‘দৈনিক আজকের কণ্ঠ’ নামের পেজটি গুজব তৈরির প্ল্যাটফর্ম : বাংলাফ্যাক্ট

১৮

সরকারি ইজারাবিহীন বালুমহালে মোবাইল কোর্টের হানা

১৯

পর্দায় শুভশ্রীর সঙ্গে নিজেকে দেখে অশ্রুসিক্ত দেব

২০
X