

বর্তমান সময়ে ব্যবসা শুরু করা যে কতটা চ্যালেঞ্জিং, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কোটি কোটি টাকা খরচ করেও অনেক ব্যবসা টিকে থাকতে পারছে না। এমন বাস্তবতায় অল্প বা প্রায় বিনা পুঁজিতে হালাল ব্যবসা শুরু করা সম্ভব— এ কথাটি অনেকের কাছেই হয়তো অবিশ্বাস্য মনে হতে পারে।
তবে বাস্তবতা হলো, সঠিক পরিকল্পনা, অদম্য চেষ্টা, ধৈর্য ও সততার সমন্বয় ঘটাতে পারলে হালাল উপায়ে ব্যবসা করে সফল হওয়া এখনো সম্ভব। এখানে যেসব হালাল ব্যবসার কথা বলা হচ্ছে, সেগুলোর বেশিভাগ ক্ষেত্রেই বড় অঙ্কের মূলধনের প্রয়োজন নেই। বরং প্রয়োজন আন্তরিকতা, সময় দেওয়ার মানসিকতা এবং ধারাবাহিক পরিশ্রম।
চলুন, জেনে নেওয়া যাক এমন ১০টি হালাল ব্যবসার ধারণা, যেগুলো আপনি চাইলে এখনই শুরু করতে পারেন।
১. অনলাইন হালাল ফুড স্টোর (ড্রপশিপিং)
নিজের এলাকায় থাকা কোনো হালাল খাবারের দোকানের সঙ্গে চুক্তি করে তাদের পণ্য অনলাইনে বিক্রি করতে পারেন। নিজের ওয়েবসাইট বা ফেসবুক পেজে পণ্য তুলে অর্ডার নেবেন, টাকা পাওয়ার পর সরবরাহকারীর কাছ থেকে পণ্য সংগ্রহ করে কাস্টমারের কাছে পাঠিয়ে দেবেন।
এ পদ্ধতিকে বলা হয় ড্রপশিপিং। এতে আপনাকে আগে পণ্য কিনে রাখার প্রয়োজন নেই। বিশেষ করে মুসলিম সংখ্যালঘু দেশগুলোতে এই মডেল বেশ জনপ্রিয়।
২. গ্লোবাল ইসলামিক ইকোনমি নিয়ে ব্লগিং
আপনার লেখালেখির দক্ষতা থাকলে এবং হালাল অর্থনীতি নিয়ে আগ্রহ থাকলে ব্লগিং হতে পারে দারুণ একটি হালাল ব্যবসা। হালাল ফুড, ইসলামিক ফাইন্যান্স, মডেস্ট ফ্যাশন, হালাল ট্যুরিজম, হালাল কসমেটিকস— এ ধরনের বিষয়ে নিয়মিত মানসম্মত লেখা প্রকাশ করলে অল্প সময়েই পাঠক তৈরি করা সম্ভব।
‘দ্য হালাল টাইমস’ এ ধরনের ব্লগিংয়ের একটি বাস্তব উদাহরণ।
৩. অনলাইন বা অফলাইনে কোরআন শিক্ষা
যদি আপনি সঠিকভাবে কোরআন তিলাওয়াত ও শিক্ষা দিতে পারেন, তবে শিশু ও বড়দের জন্য অনলাইন বা অফলাইন কোরআন শিক্ষার ব্যবস্থা করতে পারেন।
বিশেষ করে মুসলিম সংখ্যালঘু দেশগুলোতে এর চাহিদা অনেক বেশি। সঠিক ব্যবস্থাপনায় এটি সময়ের সঙ্গে বড় পরিসরের ব্যবসায় রূপ নিতে পারে।
৪. অনলাইনে হিজাব ও মডেস্ট পোশাক বিক্রি
হিজাব ও পর্দাশীল পোশাকের চাহিদা বিশ্বজুড়ে বাড়ছে। স্বল্প পুঁজিতে চীন বা অন্য দেশ থেকে হিজাব সংগ্রহ করে ফেসবুক বা অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি শুরু করা যায়। বিশেষ করে নারীদের জন্য এটি ভালো একটি পার্টটাইম হালাল ব্যবসা হতে পারে।
৫. হজ ও ওমরাহ ট্রাভেল এজেন্সি
হজ ও ওমরাহ সেবার সঙ্গে যুক্ত ব্যবসা একটি প্রতিষ্ঠিত ও আস্থাভিত্তিক হালাল ব্যবসা। শুরুতে কিছু অভিজ্ঞতা ও পার্টনারশিপ প্রয়োজন হলেও, একবার সঠিকভাবে দাঁড়িয়ে গেলে এটি লাভজনক একটি খাত।
৬. মডেস্ট ফ্যাশন ডিজাইনার হওয়া
বিশ্বব্যাপী মডেস্ট ফ্যাশন ইন্ডাস্ট্রির বাজার প্রায় ২৭০ বিলিয়ন মার্কিন ডলার। ডিজাইন সম্পর্কে ধারণা থাকলে এবং নতুন কিছু উপস্থাপন করতে পারলে এই খাতে কাজের সুযোগ বিশাল।
৭. হালাল বেড অ্যান্ড ব্রেকফাস্ট
যদি আপনার বাড়িতে অতিরিক্ত কক্ষ থাকে এবং এলাকা পর্যটনসমৃদ্ধ হয়, তাহলে হালাল বেড অ্যান্ড ব্রেকফাস্ট চালু করতে পারেন। মুসলিম পর্যটকদের জন্য এটি বেশ আকর্ষণীয় একটি সেবা।
৮. হালাল বিজনেস ডিরেক্টরি তৈরি
ডিজিটাল মার্কেটিং ও ওয়েবসাইট ডেভেলপমেন্ট সম্পর্কে ধারণা থাকলে একটি অনলাইন হালাল বিজনেস ডিরেক্টরি তৈরি করতে পারেন। এতে বিভিন্ন হালাল ব্যবসা তালিকাভুক্ত করে বিজ্ঞাপন ও প্রমোশনের মাধ্যমে আয় করা সম্ভব।
৯. নারীদের জন্য হালাল মেকআপ সার্ভিস
নারীদের জন্য এটি একটি ভালো উদ্যোগ। ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে নিজের মেকআপ সার্ভিস প্রচার করে স্থানীয়ভাবে কাজ শুরু করা যায়।
১০. হিজামা (কাপিং থেরাপি) সেবা
হিজামা রাসুল (সা.)-এর সুন্নত। সাম্প্রতিক বছরগুলোতে এর চাহিদা অনেক বেড়েছে। প্রশিক্ষণ নিয়ে পেশাদারভাবে হিজামা সেবা চালু করলে অল্প সময়েই সুনাম ও গ্রাহক পাওয়া সম্ভব।
শেষ কথা
যে ব্যবসাই শুরু করুন না কেন- সাফল্যের মূল চাবিকাঠি হলো নিয়ত, সততা, পরিশ্রম ও ধৈর্য। হালাল ব্যবসা শুধু আয় নয়; এটি বরকত ও আত্মিক প্রশান্তির পথও খুলে দেয়। ভবিষ্যতে আরও নতুন হালাল ব্যবসার ধারণা নিয়ে আলোচনা করা হবে, ইনশাআল্লাহ।
সূত্র : দ্য হালাল টাইমস
মন্তব্য করুন