বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনাসহ নানা আয়োজনে উদযাপিত হয়েছে শুভ মাঘী পূর্ণিমা। বৌদ্ধদের পবিত্র ধর্মীয় এ তিথি উপলক্ষে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উদ্যোগে মেরুল বাড্ডাস্থ ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে বুদ্ধ পূজা, শীল গ্রহণ, সংঘদান। বিকালে ধর্মালোচনা সভা, প্রদীপ পূজা ও বাংলাদেশের উন্নতি সমৃদ্ধি, বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা সভার আয়োজন করা হয়। এতে বৌদ্ধ সম্প্রদায়ের হাজারো ভক্ত অংশ নেন।
‘শুভ মাঘী পর্ণিমার তাৎপর্য ও বুদ্ধের পরিনির্বাণ ঘোষণা’ শীর্ষক আলোচনায় সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন, প্রকৌশলী বিব্যন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া। বাংলাদেশ বুদ্ধিষ্ট ফেডারেশনের সহ-সভাপতি ভদন্ত বুদ্ধানন্দ মহাথের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের।
আয়োজকরা বলছেন, আড়াই হাজার বছর পূর্বে শুভ মাঘী পূর্ণিমা তিথিতে বৈশালীর চাপাল চৈত্যে ভগবান তথাগত বুদ্ধ স্বীয় মহাপরিনির্বাণ দিবস ঘোষণা করেন।
মন্তব্য করুন