কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০৭:১৭ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

রোজা অবস্থায় যেসব কাজ থেকে বিরত থাকা জরুরী

রোজা অবস্থায় যেসব কাজ থেকে বিরত থাকবেন
রোজা অবস্থায় যেসব কাজ থেকে বিরত থাকা জরুরী | ছবি : কালবেলা গ্রাফিক্স

মুসলিম জাতির জন্য রমজান একটি পবিত্রতম ও গুরুত্বপূর্ণ মাস। এ মাসে সিয়াম সাধনা ও তাকওয়ার মাধ্যমে আত্মশুদ্ধি লাভ করা যায়। এ ছাড়াও এ মাসে রয়েছে কল্যাণ, বরকত। মহান আল্লাহ এ মাসটিকে বহু ফজিলত ও মর্যাদা দিয়ে অভিষিক্ত করেছেন। মাহে রমজান মুমিনদের আত্মশুদ্ধি ও প্রশিক্ষণের জন্য এক অনন্য সেরা মাস।

রোজা রেখে কিছু কাজ মেনে চলতে হয়। তা না হলে রোজা ভেঙে বা নষ্ট হয়ে যায়। আবার কিছু কারণে রোজা ভঙ্গ হয় না, তবে মাকরুহ হয়। যার ফলে রোজার পরিপূর্ণ সাওয়াব লাভ থেকে বঞ্চিত হতে হয়।

মাকরুহ অর্থ অপছন্দনীয়। যেসব কাজ করলে গুনাহ হয় না, তবে ইসলামে অপছন্দ করা হয়েছে সেগুলোকে মাকরুহ বলে। রোজার ক্ষেত্রেও অনেক কাজ এমন রয়েছে, যেগুলো করলে রোজা ভঙ্গ হবে না। তবে এ ধরনের কাজ করা ঠিক নয়।

রোজা মাকরুহ হওয়ার কারণগুলো হলো-

এক. বিনা প্রয়োজনে কোনো কিছুর স্বাদ গ্রহণ করা বা চিবানো। তবে কোনো নারীর স্বামী কঠোর স্বভাবের হলে স্ত্রীর জন্য তরকারির স্বাদ পরীক্ষা করা মাকরুহ নয়।

দুই. এমনভাবে কুলি করা কিংবা নাকে পানি পৌঁছানো যে পানি ভেতরে প্রবেশের আশঙ্কা থাকে। হজরত লাকিত ইবনে সাবিরা (রা.) থেকে বর্ণিত- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, নাকে পানি দেওয়ার সময় ভালোভাবে নাকে পানি দাও। তবে রোজাদার হলে নয়। (জামে তিরমিজি, হাদিস : ৭৬৬; সুনানে আবু দাউদ ১/৩২২; মুসান্নাফ ইবনে আবি শায়বা, হাদিস : ৯৮৪৪)

তিন. ইচ্ছাকৃতভাবে মুখে অনেক থুতু জমা করে গিলে ফেলা।

চার. কয়লা, মাজন বা টুথপেস্ট দ্বারা দাঁত মাজা।

পাচঁ. বিনা প্রয়োজনে শিশুর খাদ্য চিবিয়ে দেওয়া।

ছয়. ইস্তেঞ্জায় অধিক পানি ব্যবহার করা।

সাত. পানিতে বায়ু নিঃসরণ করা।

আট. গিবত করা, মিথ্যা বলা, গালাগালা করা, টিভি-সিনেমা ইত্যাদি দেখা, গান-বাদ্য শ্রবণ করা এবং যে কোনো বড় ধরনের গুনাহে লিপ্ত হওয়া।

আর যে কাজগুলো সর্বাবস্থায় হারাম তা তো বলাই বাহুল্য। হাদিসে কুদসিতে আছে- আল্লাহ তাআলা এরশাদ করেন, তোমাদের কেউ যখন রোজা রাখে, তখন সে যেন অশালীন কথাবার্তা না বলে ও হইচই না করে। (সহিহ বুখারি, হাদিস : ১৯০৪)

সুনানে আবু দাউদের রেওয়ায়েতে এ শব্দ রয়েছে, রোজাদার যেন কোনো অন্যায়-অপরাধে লিপ্ত না হয়। (হাদিস : ৩৩৬৩ (১/৩২২)

নয়. রোজা অবস্থায় শরীর থেকে ইচ্ছাকৃতভাবে ইনজেকশন ইত্যাদির মাধ্যমে এ পরিমাণ রক্ত বের করা মাকরুহ, যার দ্বারা রোজাদার খুব দুর্বল হয়ে যায়।

সাবিত আল বুনানি (রহ.) বলেন, হজরত আনাসকে (রা.) জিজ্ঞাসা করা হলো রোজা অবস্থায় শিঙ্গা লাগানোকে কি আপনারা মাকরুহ মনে করতেন? তিনি বলেন, না। তবে এ কারণে দুর্বল হয়ে পড়লে তা মাকরুহ হবে। (বুখারি, হাদিস : ১৯৪০)।

দশ. বীর্যপাত কিংবা সহবাসের আশঙ্কা থাকাবস্থায় স্ত্রীকে চুম্বন করা।

এগারো. স্ত্রীর ঠোঁটে চুম্বন করা- বীর্যপাত বা সহবাসের আশঙ্কা থাকুক বা না থাকুক।

বারো. বিবস্ত্র অবস্থায় স্ত্রীকে আলিঙ্গন করা।

তেরো. রোজা অবস্থায় মাথায় পানি ঢালা এবং ভেজা কাপড় শরীরে জড়িয়ে রাখা।

চৌদ্দ. বিনা ওজরে গ্লুকোজ জাতীয় ইনজেকশন (যা খাদ্যের চাহিদা মেটায়) নেওয়া মাকরুহ।

পনেরো. এমন কাজ করা মাকরুহ যা দ্বারা রোজাদার নিতান্ত দুর্বল হয়ে পড়ে। যার কারণে রোজার প্রতি বিরক্তিভাব আসে। যেমন- রোজা রেখে প্রচণ্ড ভারী কাজ করা অথবা রোজা রেখে শিঙ্গা লাগানো / রোজা রেখে রক্তদান।

শুধু পানাহার থেকে বিরত থাকলেই রোজা পালন হয় না। বরং রোজা সংক্রান্ত নিয়ম-কানুন জানাও আবশ্যক। তবেই আমাদের রোজা যথাযথভাবে আদায় করা সম্ভব। তাই রোজা সংক্রান্ত নিয়মকানুন জানা এবং সে অনুযায়ী আমল করা আমাদের উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: রমজান ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজমুলের যে বক্তব্যে উত্তাল হয়ে ওঠে ক্রীড়াঙ্গন

রাজনৈতিক দলগুলোতে কালো টাকার প্রভাব বাড়ছে : বদিউল আলম

জুলাই-আগস্টের ফৌজদারি মামলা প্রত্যাহার করবে সরকার

শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর দ্বিশততম জন্মবার্ষিকীতে মোড়ক উন্মোচন

চট্টগ্রামে বিভাগীয় ইমাম সম্মেলন / জুলাই সনদে ’৭১ মুছে দেওয়ার অভিযোগ সঠিক নয় : আলী রীয়াজ

বায়রার নির্বাচন স্থগিত ঘোষণা

চবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি, ভিন্ন পথে কার্যালয়ে গেলেন উপ-উপাচার্য

মানুষ নয়, গ্যালারিতে বসে খেলা দেখছে বানর

মিনিস্টার ‘নির্বাচনী উৎসবে’ টিভি-ফ্রিজে ৫৩ শতাংশ পর্যন্ত ছাড়

নাজমুলকে অব্যাহতি, বিসিবির অর্থ কমিটির দায়িত্ব পেলেন যিনি

১০

মার্কিন অভিবাসী ভিসা স্থগিত, যে কৌশল নিচ্ছে সরকার

১১

ওরসের দোহাই দিয়ে ৫ দিন স্কুল বন্ধ রাখে প্রধান শিক্ষক

১২

লন্ডনের হোটেলে মারা যাওয়া ইরানি প্রিন্সেস পাহলভির করুণ জীবন কাহিনি

১৩

বিপিএল নিয়ে বিসিবির কড়া হুঁশিয়ারি

১৪

জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন

১৫

প্রার্থিতা ফিরে পেলেন গণঅধিকার পরিষদের আবুল কালাম 

১৬

ভারত যেন ‘অসহায়’, বড় ব্যবধানে হারল বাংলাদেশের কাছে

১৭

জানা গেল পবিত্র রোজা শুরুর সম্ভাব্য তারিখ

১৮

জাতীয় সংগীত আমাদের স্বাধীনতার স্পন্দন : নুরুদ্দিন অপু

১৯

ইসলামী আন্দোলন নিয়ে যে বার্তা দিলেন রাশেদ প্রধান

২০
X