আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা (ইকরা)-এর সভাপতি, মা’হাদুল কিরাত বাংলাদেশের পরিচালক শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী কোরআন তিলাওয়াতের ৮মবারের মতো মরক্কো যাচ্ছেন। মরক্কোর বাদশাহ মুহাম্মাদ (ষষ্ঠ)-এর দাওয়াতে রাজপ্রাসাদে পবিত্র কোরআন তিলাওয়াত করার জন্য রাষ্ট্রীয় অতিথি হিসেবে যাচ্ছেন তিনি।
মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানী রাবাতের উদ্দেশে রওনা হবেন তিনি।
রাজপ্রাসাদ ছাড়াও তিনি মরক্কোর বিভিন্ন ঐতিহাসিক মসজিদে কোরআন তিলাওয়াত করবেন। ২০১৪ সাল থেকে তিনি প্রতি বছর পবিত্র রমজান মাসে মরক্কোর বাদশাহর অতিথি হয়ে মরক্কো সফর করেন।
রমজান মাসে মরক্কোর বাদশাহ মুহাম্মাদ বিশ্বের বিভিন্ন দেশের স্কলারদের রাজপ্রাসাদে দাওয়াত করে ঐতিহাসিক এ অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।
প্রসঙ্গত, ক্বারি আহমাদ ইউসুফ আযহারী বাংলাদেশে বিশুদ্ধ তিলাওয়াত এবং কিরাতের রূপকার।
মন্তব্য করুন