কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের দিন কেমন পোশাক পরবেন

ঈদের দিন কেমন পোশাক পরবেন
ঈদের দিন কেমন পোশাক পরবেন | ছবি : কালবেলা গ্রাফিক্স

ক’দিন পরেই পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। ঈদ মানে আত্মীয়স্বজন ও বন্ধুদের মিলন মেলা। এবার তীব্র গরমের মাঝেই পালিত হবে ঈদুল ফিতর। গরমের দাপট যেন ভিল্কি দিয়ে উঁকি দিচ্ছে। তাই গরমের কথা মাথায় রেখেই ঈদের পোশাক নির্বাচন করা ভালো। ঈদে সবাই চান নিজের থেকে বেশি প্রিয়জনকে সাজাতে। সাজানোর কথা আসলে সবার আগে আসে পোশাক প্রসঙ্গ। এই গরমে পোশাক নির্বাচনে কিছু বিষয়ের দিকে খেয়াল একটু বেশিই রাখতেই হবে। চলুন দেখে নেওয়া যাক-

পোশাক নির্বাচন

গরমের দিনে পোশাকের ক্ষেত্রে সবচেয়ে মানানসই হলো সুতি কাপড়। এতে গরম কম লাগবে। সেই সঙ্গে পাবেন আরামও। এতে সারাদিনের ঘোরাফেরায় মোটেই অস্বস্তি লাগবে না। সুতি কাপড়ের পাশাপাশি লিনেন, ধুপিয়ান, ভয়েল, মসলিন, চিকেন ও তাঁতের কাপড় গরমের জন্য উপযোগী। যেহেতু উৎসব, তাই এর আমেজও ধরে রাখতে হবে। সেক্ষেত্রে পরতে পারেন কৃত্রিম মসলিন বা পাতলা চোষা কাতান।

পোশাকের রং নির্বাচন

যাদের খুব বেশি ঘেমে যাওয়ার প্রবণতা থাকে, তাদের অনেক সময় জামা ঘামে ভিজে ওঠে। তাই গরমে পোশাক নির্বাচনের ক্ষেত্রে কাপড়ের মতোই গুরুত্বপূর্ণ রং। শীতে যেমন খুশি তেমন রঙের কাপড় পরা গেলেও গরমে তা চলবে না। এ সময় সাদা, হালকা গোলাপি, আকাশি, হালকা হলুদ, ধূসর, হালকা বেগুনি, হালকা নীল, বাদামিসহ হালকা রঙের পোশাক বেছে নিন। এ ছাড়া যে রঙের পোশাকে ঘামের দাগ স্পষ্ট হয়ে ওঠে, সেসব রং এড়িয়ে চলার চেষ্টা করুন।

স্বস্তিদায়ক পোশাক

পোশাক ব্যবহারের অন্যতম উদ্দেশ্য হলো স্বস্তি। যে পোশাক আপনাকে অস্বস্তি দেবে, সেটি পরে নিশ্চয়ই বেশি সময় থাকতে পারবেন না। এ সময় খুব বেশি টাইট ফিটিংস পোশাক পরলে সেটি অস্বস্তিকর হবে। তাই একটু ঢিলেঢালা পোশাক বেছে নিন। হাইনেকের বদলে কলার ছাড়া গলার জামা পরতে পারেন। এতে আরাম পাবেন। হাতা ছোট হলেই ভালো। গরমে ফুল স্লিভ বা থ্রি কোয়ার্টার খুব একটা আরাম দেবে না। এ ছাড়া পোশাকের ভেতরে অনেকেই ইনার পরেন।

শাড়ি নির্বাচন

গরমে স্বস্তি পেতে হালকা রঙের শাড়ি যেমন সুতির ব্লক, টাঙ্গাইলের শাড়ি, অ্যাপ্লিকের শাড়ি, ছাপা শাড়ি, ব্লক-বাটিকের সুতি ট্রেন্ডি শাড়ি অথবা পাতলা সাটিন বা জর্জেটের শাড়িও উপযোগী।

ছেলেদের পোশাক নির্বাচন

ঈদে ছেলেদের পোশাকের ক্ষেত্রেও সুতি কাপড়কে প্রাধান্য দেওয়া উচিত। এই কাপড়ের পাঞ্জাবি, শার্ট, ফতুয়া কিনতে পাবেন। বাটিক, ভেজিটেবল ডাই, টাইডাই, স্ক্রিনপ্রিন্ট, ব্লক ইত্যাদির ডিজাইন করা পোশাক পাওয়া যায় সহজেই। এ সময় ফর্মালের বদলে কিনুন ক্যাজুয়াল শার্ট।

এগুলো গরমে আরামদায়ক ও ফ্যাশনেবল। ফুল হাতার বদলে হাফ হাতার শার্ট পরতে পারেন। পোশাকের রং হিসেবে বেছে নিতে পারেন হালকা নীল, ধূসর, সাদা, অফহোয়াইট, অলিভ ঈত্যাদি। ঈদের নামাজ কিংবা দাওয়াতের জন্য এ সময় সুতির পাঞ্জাবিই ভালো। এ ছাড়া গরমে স্পোর্টস টি-শার্ট পরেন অনেকেই। এসব টি-শার্টে এমন ফ্যাব্রিক ব্যবহার করা হয়, যা খুব সহজে ঘাম ত্বকের উপরিভাগে নিয়ে আসে। ফলে ঘাম শরীরে বসে না। গরমে এই ধরনের পোশাক পরতেই পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিসিএলের তিনকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

দুই দফা অ্যাম্বুলেন্স আটক, রোগীর মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

পটুয়াখালীতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

ইসলামী আন্দোলন নিয়ে জামায়াত আমিরের বার্তা

সরাসরি এলপি গ্যাস আমদানিতে যাচ্ছে সরকার

ঢাকায় স্মার্ট মিটার সিস্টেম (এসডব্লিউএম) পাইলট প্রকল্পের উদ্বোধন

প্রথমবারের মতো নারী ক্রিকেট দল গঠন করেই চ্যাম্পিয়ন চবি

শেরাটনে জড়ো হচ্ছে ৬ দলের ক্রিকেটাররা, দুপুর ১টায় সংবাদ সম্মেলন

সেই পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করেছে বিসিবি

১০

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়

১১

ভাতে মারার চেষ্টা করা হয়েছে: অভিষেক

১২

নির্বাচনী ব্যয় বড় আকারে বাড়ছে

১৩

নাজমুল পদত্যাগ না করায় হোটেলেই ক্রিকেটাররা, প্রথম ম্যাচ নিয়ে শঙ্কা

১৪

লুটপাটের সময় ২ ডাকাতকে ধরে পুলিশে দিল জনতা

১৫

রাবিতে ছুটি নিতে ১৭ দপ্তরে ধর্ণা, ভোগান্তিতে শিক্ষক-কর্মকর্তারা

১৬

ইন্ডাস্ট্রির নায়করা নিরাপত্তাহীনতায় ভোগেন: ইমরান হাশমি

১৭

রশিদদের বিদেশি লিগ খেলায় লাগাম টানছে আফগান বোর্ড

১৮

মেকআপ করলে সমস্যা, না করলেও সমস্যা!: হিমি

১৯

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ

২০
X