মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৪, ১০:৫৯ পিএম
আপডেট : ১৬ মে ২০২৪, ০৭:২৯ এএম
অনলাইন সংস্করণ

হাউসে কাউসারের পানি কেমন হবে, কারা পাবে, কারা পাবে না

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মৃত্যুর পর সৃষ্টিকর্তা যখন সবাইকে পুনরুত্থিত করবেন, তখন প্রচণ্ড পিপাসায় কাতর থাকবে মানুষ। ভয়ানক বিচ্ছৃঙ্খল সেই পরিবেশে তৃষ্ণা মেটানোর দায়িত্ব পাবেন শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এরপর বিশ্বাসীদের পিপাসা মেটানোর জন্য হাউসে কাওসার থেকে শীতল আর সুস্বাদু পানি পান করানো হবে।

হাউসে কাউসার হলো জান্নাতের একটি ঝর্ণা বা সুশীতল কোনো জলাধার। এর পানি হবে পৃথিবীর যে কোনো বিশুদ্ধ পানির তুলনায় সুমিষ্ট ও তৃপ্তিদায়ক। আর মিশকের মতো সুগন্ধি ছড়াবে এই পানি। হাউসে কাউসারের দুই ধারে থাকবে মুক্তার গম্বুজ। এই ঝরনাটি আল্লাহ তায়ালা তার প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে উপহার দেওয়ার ওয়াদা করেছেন।

পবিত্র কোরআনে আল-কাউসার নামে একটি সুরায় এই ঝরনার সুসংবাদ রয়েছে। হজরত আনাস ইবনে মালেক (রা.) বলেন, একবার আমরা রাসুলুল্লাহ (সা.)-এর মজলিশে উপস্থিত ছিলাম। হঠাৎ তাঁর ওপর অচৈতন্যভাব চেপে বসল। অতঃপর তিনি মুচকি হেসে মাথা তুললেন। আমরা বললাম, হে আল্লাহর রাসুল! আপনার হাসির কারণ কী? তিনি বলেন, এইমাত্র আমার ওপর একটি সুরা অবতীর্ণ হয়েছে। তখন তিনি সুরা আল-কাউসার পাঠ করলেন।

আল্লাহ তায়ালা সব নবীর জন্যই হাউসে কাওসার তৈরি করেছেন। তবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য আল্লাহ তায়ালা বিশেষ হাউস তৈরি করে রেখেছেন। যা অন্যান্য নবী-রাসুলদের হাউসের চেয়ে অনেক বড় ও এর পানি সর্বাধিক সুমিষ্ট হবে এবং হাশরের দিন এর পানকারী হবে সবার চেয়ে বেশি।

হাদিস শরিফে মিরাজের ঘটনায় ইরশাদ হয়েছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতে ভ্রমণ করছিলাম, এমন সময় এক ঝরনার কাছে এলে দেখি যে তার দুই ধারে ফাঁপা মুক্তার গম্বুজ রয়েছে। আমি বললাম, হে জিবরিল! এটা কী? তিনি বলেন, এটা ওই কাউসার, যা আপনার প্রতিপালক আপনাকে দান করেছেন।

হজরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এক হাদিসে হাউসের কাউসার কতটা বড়, তার ধারণা পাওয়া যায়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আমার হাউসের প্রশস্ততা এক মাসের পথের দূরত্বের সমপরিমাণ। এর পানি দুধের চেয়েও সাদা, সুগন্ধি, মিশকে আম্বরের চেয়েও অধিক খোশবুদার। এর পেয়ালা আকাশের উজ্জ্বল নক্ষত্ররাজির তুল্য। যে একবার এর শরবত পান করবে সে কখনো আর পিপাসিত হবে না।

হাদিসের বর্ণনায় আরও জানা যায়, দরিদ্র মুহাজিররা সর্বপ্রথম এর পানি পানের সৌভাগ্য লাভ করবে, যাদের মাথার চুল উষ্কখুষ্ক, পোশাক ধুলি মলিন, যারা ধনবান পরিবারের মেয়েদের বিবাহ করতে পারেনি এবং যাদের আপ্যায়নের জন্য ঘরের দরজাসমূহ খোলা হয়নি। হাউসে কাওসারের পানকারীর সংখ্যা বেশি হলেও সবার আগে তাদের ভাগ্যে জুটবে এই ঝরনার পানি।

আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের আগে হাউসের কাছে গিয়ে হাজির হব। আর তখন তোমাদের কিছু লোককে অবশ্যই আমার সামনে ওঠানো হবে। আবার আমার সামনে থেকে তাদের আলাদা করে নেওয়া হবে। তখন আমি বলব, হে প্রতিপালক! এরা তো আমার উম্মত। তখন বলা হবে, তোমার পরে এরা কী নতুন কাজ করেছে তা তো তুমি জানো না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহীনুল ইসলামের বিরুদ্ধে বিতর্ক, অর্থপাচার বিরোধী অভিযানে চাপ

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

ঢাকা শিশু হাসপাতাল শাখা ড্যাবের নতুন দায়িত্বে ডা. ফারুক

এনসিপির আরও চার নেতার পদত্যাগ 

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর লুৎফর রহমান

ডাকসু নির্বাচনে প্রচারণার বিধিমালা প্রকাশ

হাসনাতকে ‌‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

বিজিবির কাছে ৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

চুরির অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি : ড. কামাল হোসেন

১০

রাকসু নির্বাচনে ভোটাধিকারের দাবিতে নবীন শিক্ষার্থীদের বিক্ষোভ

১১

চট্টগ্রামের মিষ্টি কারখানায় স্বাস্থ্যঝুঁকি, মধুবন ফুডকে জরিমানা

১২

আশুলিয়ায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার

১৩

জাবির সাবেক সহকারী প্রক্টর জনি রিমান্ডে

১৪

প্রাণনাশের শঙ্কায় ভুগছেন ফজলুর রহমান, চাইলেন নিরাপত্তা

১৫

বাংলাদেশ সফর নিয়ে ইসহাক দারের প্রতিক্রিয়া

১৬

অপ্রতুল বিনিয়োগের কারণে চিকিৎসার মান কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়নি : ডা. রফিক 

১৭

মোদিকে চ্যালেঞ্জ জানানো থালাপতির উত্থানের গল্প

১৮

চট্টগ্রামের নগরায়ণ সংকটে শহরবাসী, মাস্টারপ্ল্যান বাস্তবায়ন নেই

১৯

মুন্সীগঞ্জে পুলিশ ক্যাম্পে সন্ত্রাসী হামলা, ব্যাপক গোলাগুলি

২০
X