কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:০৬ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ফায়ারফাইটার নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিবের স্ট্যাটাস

ফায়ারফাইটার নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিবের স্ট্যাটাস
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত

সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকের চাপায় নিহত হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মী মোহাম্মদ সোহানুর জামান নয়ন। সচিবালয়ের দক্ষিণ দিকের ১ নম্বর ফটকের সামনের রাস্তায় একটি ট্রাক তাকে চাপা দেয়। নয়নের নিহতের ঘটনায় শোক জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে তিনি স্ট্যাটাসটি দেন। পাঠকদের সুবিধার্থে সেটি তুলে ধরা হলো-

প্রেস সচিব শফিকুল আলম লেখেন, ফায়ার ফাইটার মোহাম্মদ সোহানুর জামান নয়নের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বড় ধরনের আগুন নেভাতে সাহায্য করতে ওই যুবক সচিবালয়ে ছুটে যান। কিন্তু মর্মান্তিকভাবে একটি চলমান ট্রাক তাকে ধাক্কা দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দুর্ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ২৬ বছর বয়সী নয়ন সম্প্রতি ফায়ার সার্ভিসে যোগ দিয়েছেন। জাতির জন্য তার নিঃস্বার্থ সেবা চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও লেখেন, আমি যখন সাংবাদিক ছিলাম, তখন আমাদের ফায়ার ফাইটারদের সেবা দেখে আমি খুবই মুগ্ধ হয়েছিলাম। তাদের বিশ্বমানের সরঞ্জামের অভাব রয়েছে এবং বেশিরভাগ বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করতে বাধ্য হয়। অগণিত সময় আমি দেখেছি, ফায়ার সার্ভিসের কর্মীরা শতাধিক গার্মেন্টস কর্মীকে আগুনের ভেতর থেকে বের করে আনছেন। ওই কারখানাগুলো অযৌক্তিকভাবে নির্মিত ছিল। অসংখ্যবার আমি তাদের ডুবে যাওয়া লঞ্চ (ফেরি) থেকে মৃতদেহ উদ্ধারের জন্য সবচেয়ে নোংরা এবং সবচেয়ে দূষিত নদীতে ডুব দিতে দেখেছি। তারা জাতির পর্দার আড়ালের নায়কদের একজন। আমি তাদের স্যালুট জানাই এবং তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জানাই।

প্রসঙ্গত, বুধবার (২৫ ডিসেম্বর) মধ্যরাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

সকালে সচিবালয়ের সামনে বিফ্রিংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, রাত ১টা ৫২ মিনিটে আমরা মেসেজ পাই সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগেছে। ১টা ৫৪ মিনিটের মধ্যে আমাদের ইউনিট পৌঁছে যায়। এখানে ১৯টি ইউনিট কাজ করেছে। এর মধ্যে ১০টি ইউনিট সরাসরি কাজ করেছে। এখানে গাড়ি প্রবেশে কিছুটা সীমাবদ্ধতা আছে। বিশেষ করে বড় গাড়িগুলো ঢোকানো কঠিন ছিল।

জাহেদ কামাল বলেন, কী কারণে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : সেলিমা রহমান

মুফতি কাসেমী গ্রেপ্তার

রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত : রিজভী

যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা, কমান্ডারকে নিহতের দাবি ইসরায়েলের

রাবির দুই শিক্ষককে বিভাগীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি

এ দেশ সবার, কারো একার না : সালাউদ্দিন বাবু

‘স্বাধীনতার পর ক্ষমতায় না গিয়ে জিয়াউর রহমান সেনাবাহিনীতে ফিরে যান’

ফাইনাল জিততে বাংলাদেশের দরকার ১২৬ রান

শাহজাহানের বক্তব্য সমর্থন করে না জামায়াত

আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’, নামের অর্থ জানুন

১০

প্রায় ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

১১

বাংলাদেশে বাস করে মুক্তিযোদ্ধাদের অপমান করা কাম্য নয় : কাদের সিদ্দিকী

১২

নরসিংদীতে ভূমিকম্প আতঙ্ক / ঘর ছেড়ে রাস্তা-মাঠে নির্ঘুম রাত, শহর ছাড়ার ভাবনা

১৩

ঘাস খাওয়ায় গরুর পায়ের রগ কাটল প্রতিবেশী

১৪

রেস করতে গিয়ে প্রাণ গেল ২ তরুণের

১৫

কবিতা-গানের মনোমুগ্ধময় সন্ধ্যা― ‘আমার মুক্তি আলোয় আলোয়’

১৬

রেফারি বিতর্ক নিয়ে বার্সাকে ফের আক্রমণ রিয়াল সভাপতির

১৭

লেবাননে আবারও ইসরায়েলি হামলা

১৮

সাতক্ষীরা-৩ / আশ্বাস পেয়ে গণসংযোগে ব্যস্ত ডা. শহিদুল আলম

১৯

বিএনপির সাথে বৈঠক / খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন ভুটানের প্রধানমন্ত্রী

২০
X