কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:০৬ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ফায়ারফাইটার নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিবের স্ট্যাটাস

ফায়ারফাইটার নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিবের স্ট্যাটাস
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত

সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকের চাপায় নিহত হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মী মোহাম্মদ সোহানুর জামান নয়ন। সচিবালয়ের দক্ষিণ দিকের ১ নম্বর ফটকের সামনের রাস্তায় একটি ট্রাক তাকে চাপা দেয়। নয়নের নিহতের ঘটনায় শোক জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে তিনি স্ট্যাটাসটি দেন। পাঠকদের সুবিধার্থে সেটি তুলে ধরা হলো-

প্রেস সচিব শফিকুল আলম লেখেন, ফায়ার ফাইটার মোহাম্মদ সোহানুর জামান নয়নের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বড় ধরনের আগুন নেভাতে সাহায্য করতে ওই যুবক সচিবালয়ে ছুটে যান। কিন্তু মর্মান্তিকভাবে একটি চলমান ট্রাক তাকে ধাক্কা দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দুর্ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ২৬ বছর বয়সী নয়ন সম্প্রতি ফায়ার সার্ভিসে যোগ দিয়েছেন। জাতির জন্য তার নিঃস্বার্থ সেবা চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও লেখেন, আমি যখন সাংবাদিক ছিলাম, তখন আমাদের ফায়ার ফাইটারদের সেবা দেখে আমি খুবই মুগ্ধ হয়েছিলাম। তাদের বিশ্বমানের সরঞ্জামের অভাব রয়েছে এবং বেশিরভাগ বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করতে বাধ্য হয়। অগণিত সময় আমি দেখেছি, ফায়ার সার্ভিসের কর্মীরা শতাধিক গার্মেন্টস কর্মীকে আগুনের ভেতর থেকে বের করে আনছেন। ওই কারখানাগুলো অযৌক্তিকভাবে নির্মিত ছিল। অসংখ্যবার আমি তাদের ডুবে যাওয়া লঞ্চ (ফেরি) থেকে মৃতদেহ উদ্ধারের জন্য সবচেয়ে নোংরা এবং সবচেয়ে দূষিত নদীতে ডুব দিতে দেখেছি। তারা জাতির পর্দার আড়ালের নায়কদের একজন। আমি তাদের স্যালুট জানাই এবং তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জানাই।

প্রসঙ্গত, বুধবার (২৫ ডিসেম্বর) মধ্যরাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

সকালে সচিবালয়ের সামনে বিফ্রিংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, রাত ১টা ৫২ মিনিটে আমরা মেসেজ পাই সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগেছে। ১টা ৫৪ মিনিটের মধ্যে আমাদের ইউনিট পৌঁছে যায়। এখানে ১৯টি ইউনিট কাজ করেছে। এর মধ্যে ১০টি ইউনিট সরাসরি কাজ করেছে। এখানে গাড়ি প্রবেশে কিছুটা সীমাবদ্ধতা আছে। বিশেষ করে বড় গাড়িগুলো ঢোকানো কঠিন ছিল।

জাহেদ কামাল বলেন, কী কারণে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

ঘুম থেকে ওঠার পরই সারা শরীরে ব্যথা হয়? ভয়াবহ রোগের লক্ষণ নয় তো

আকিজ গ্রুপে চাকরি, পাবেন গ্র্যাচুইটিও

ট্রাফিক জরিমানার নামে ভুয়া বার্তা পাঠিয়ে প্রতারণা, ডিএমপির সতর্কতা

আতঙ্কে নির্ঘুম রাত কাটালেন নদীপাড়ের মানুষ

টিভিতে আজকের যত যত খেলা

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে, ডিমলার বন্যা রক্ষা বাঁধ ঝুঁকিতে

৬ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

তিস্তার পানির তোড়ে ভেঙে যেতে পারে ফ্লাইড বাইপাস সড়কটি

১০

বজ্রপাতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

১১

দুই বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ

১২

বিএনপির প্রতিটি নেতাকর্মী জনগণের পাশে রয়েছে : নীরব

১৩

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

১৪

ছক্কার ঝড় তুলে ম্যাচসেরা সাইফের মুখে আত্মবিশ্বাসের কথা

১৫

আফগানদের হোয়াইটওয়াশ করে তৃপ্ত জাকের

১৬

আবারও ভারতের কাছে কুপোকাত পাকিস্তান

১৭

সাবেক যুবদল নেতার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার 

১৮

আজ কোজাগরী লক্ষ্মীপূজা

১৯

কাশিয়ানীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

২০
X