কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৫, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

‘অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরে যেন আরেকটি ছায়া সরকার পরিচালিত হচ্ছে’

জুলকারনাইন সায়ের। ছবি : সংগৃৃহীত
জুলকারনাইন সায়ের। ছবি : সংগৃৃহীত

সাংবাদিক জুলকারনাইন সায়ের বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরে যেন আরেকটি ছায়া সরকার পরিচালিত হচ্ছে। যার অগ্রভাগে রয়েছে অন্তত ৬ জন ব্যক্তি, বেশ সুকৌশলে এরা সরকারের ভেতর প্রবেশ করেছে।

শুক্রবার (১৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

স্ট্যাটাসে জুলকারনাইন বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরে যেন আরেকটি ছায়া সরকার পরিচালিত হচ্ছে, যার অগ্রভাগে রয়েছে অন্তত ৬ জন ব্যক্তি, বেশ সুকৌশলে এরা সরকারের ভেতর প্রবেশ করেছে। যেসব উপদেষ্টা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে আপনারা হরহামেশাই মুখরোচক গল্প শুনে অভ্যস্ত তারা কেউই এসবের সঙ্গে সংশ্লিষ্ট নেই। বরং আপনাদের কাছে ওইসব ছাইপাঁশ গল্প প্রচারই করা হয় সংশ্লিষ্টতা নেই এমন সব ব্যক্তিদের সামনে এনে বিতর্কিত করে আপনাদের ব্যস্ত রাখার জন্যে। উদ্দেশ‍্য ১৪ জনের বিশেষ দলটি বা ছোটন গ‍্যাং যেন নিভৃতে তাদের কুৎসিত উদ্দেশ‍্য সফল করতে পারে।’

‘আজ উন্মোচন করা হবে ছোটন গ্যাং এর অন‍্যতম সদস‍্য এবং সরকারের ভেতর চতুরতার সঙ্গে স্থান করে নেওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. এজাজের পরিচয়। মো. এজাজ, নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের শীর্ষ নেতাদের একজন। তিনি ছাত্র জীবনে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, ২০০২ সাল থেকে হিজবুত তাহরীরের সঙ্গে জড়িত হন। এই সংগঠনের কাজ করতে গিয়ে কমপক্ষে দুবার গ্রেপ্তার হন তিনি।’

‘২০১৪ সালের ৩ সেপ্টেম্বর ইস‍্যু করা সিটি স্পেশাল ব্রাঞ্চের একটি স্মারক পর্যালোচনা করে দেখা যায় যে, হিযবুত তাহরীর বাংলাদেশ নামক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের তালিকায় এই মো. এজাজের অবস্থান ছিল পঞ্চম। একই বছর নিষিদ্ধ এই সংগঠনটির প্রচারণা ও অর্থায়নের অভিযোগে মো. এজাজসহ আরও আট জনকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কিছুদিন আটক থাকার পর জামিনে বেরিয়ে আবারও একই নিষিদ্ধ সংগঠনের সঙ্গে তৎপর থাকে এজাজ।’

জুলকারনাইন পোস্টে বলেন, ‘৫ আগস্টের পর, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ১০ নভেম্বর ২০২৪ এজাজসহ তার অন‍্য সহযোগীদের মামলা থেকে খালাস প্রদান করা হয়। মো. এজাজ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরিরকে নিষিদ্ধ সংগঠনের তালিকা থেকে বের করতে বিভিন্নভাবে দেনদরবার করা শুরু করেন।’

পোস্টের শেষে তিনি বলেন, ‘ছোটন গ‍্যাং এর সঙ্গে আগে থেকেই পরিচয় থাকার সুবাদে এবং উপদেষ্টা আসিফ মাহমুদের সরাসরি সুপারিশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে আবির্ভূত হন মো. এজাজ। জানা যায়, এই পদের জন্যে পর্দার আড়ালে থেকে তদবির করেন একজন নারী উপদেষ্টা। বিভিন্ন নিরাপত্তা সংস্থার সঙ্গে যাচাই করে নিশ্চিত হওয়া গেছে- সরকারের পক্ষ থেকে মো. এজাজকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগের আগে কোনো রকমের নিরাপত্তা ছাড়পত্র গ্রহণ করা হয়নি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণের টাকার চাপ, মুখে বিষ ঢেলে রিকশাচালককে হত্যার অভিযোগ

সিলেটে পাথরকাণ্ডে ওএসডি ডিসি, ইউএনওকে বদলি

দুই দশক পরও বিস্ময় / আর্জেন্টিনার জার্সিতে মেসির অভিষেক আর সেই লাল কার্ড

মাইটিভির চেয়ারম্যানকে গ্রেপ্তার প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

‘পিআর পদ্ধতির নির্বাচন ইসলামবিরোধী’

পিতৃত্বকালীন ছুটি দেওয়ার পরিকল্পনা, মানতে হবে ৩ শর্ত

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম বদলে যাচ্ছে

বাম ছাত্রজোটের আংশিক প্যানেল ঘোষণা, ভিপি ইমি-জিএস মেঘমল্লার

ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : ছাত্রদল

শুটিংয়ে খাবার খেয়ে অসুস্থ ১০০ সদস্য, হাসপাতালে ভর্তি

১০

ট্রাম্পের আক্রমণের ভয়ে এবার দলবেঁধে হোয়াইট হাউসে যাচ্ছেন জেলেনস্কি!

১১

গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনায় জামায়াতে ইসলামীর নিন্দা

১২

শেখ মুজিবকে জাতির পিতা দাবি করে ফেসবুক পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

১৩

মোদিকে ফোন করলেন পুতিন

১৪

‘হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে’

১৫

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কমিটি গঠন

১৬

রণবীরের সঙ্গে মিল পান ভক্তরা : জয় চৌধুরী

১৭

যে কারণে যুক্তরাষ্ট্রের আলাস্কায় নিজস্ব টয়লেট নিয়ে যান পুতিন

১৮

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের ৮২.৫ শতাংশ বিষণ্নতায় ভুগছেন

১৯

জ্যামে পড়লেই উড়াল দেবে এ গাড়ি

২০
X