কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০৫:০৭ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাসে উন্নত রাষ্ট্রগুলোর প্রতিশ্রুতির বাস্তবায়ন জরুরি

সৌজন্য ছবি
সৌজন্য ছবি

জলবায়ু পরিবর্তনের পটভূমিতে ভূমির মালিকানাসংক্রান্ত সমস্যাগুলোর দৃশ্যমানতা বৃদ্ধি করার উদ্দেশ্যে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের প্রতিপাদ্য - “জলবায়ু পরিবর্তনের পটভূমিতে মূলধারার আলোচনায় ভূমি অধিকার- তৃণমূলের দৃষ্টিভঙ্গি”। আজ ১০ অক্টোবর, গুলশানের সিক্স সিজনস হোটেলে সম্মেলনের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়।

আঞ্চলিক সম্মেলনটি ঢাকা ঘোষণার মধ্য দিয়ে আগামীকাল ১১ অক্টোবর শেষ হবে। এ সম্মেলনের মূল লক্ষ্য হলো- জলবায়ু পরিবর্তন আলোচনায় ভূমির অধিকারের গুরুত্বের উপর বৃহত্তর জনগোষ্ঠীর বোঝাপড়া এবং বিশ্লেষণ তৈরি করা। সম্মেলনের মূল উপসংহার এবং সুপারিশগুলি নিয়ে একটি যৌথ বিবৃতি তৈরি এবং প্রচার করা।

গ্রামীণ দরিদ্র মানুষেরা যাদের জমির মালিকানার অধিকার দুর্বল বা একেবারেই নেই তারা জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাবের জন্য সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। এরকম একটি পরিপ্রেক্ষিতে এশিয়ান এনজিও কোয়ালিশন ফর অ্যাগ্রেরিয়ান রিফর্ম অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (এএনজিওসি) এবং অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।

শুভেচ্ছা বক্তব্যে এএলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, এই সম্মেলনটি কোন একাডেমিক অনুশীলন নয়, বরং এটি দেশের সরকারের প্রতি একটি বাস্তবসম্মত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান। যারা নিরাপদ ভূমির অধিকার থেকে বঞ্চিত, প্রাকৃতিক দুর্যোগের কারণে যারা বাড়িঘর, জীবিকার উৎস হারিয়ে দারিদ্রের প্রান্তিকতায় দাঁড়িয়ে তাদের প্রতি আরও মানবিক হওয়ার জন্য আমরা ঝুঁকিপূর্ণ সকল দেশগুলোর সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

এই সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ^ব্যাপী দৃশ্যমান, এ কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “বাংলাদেশের ৫০ শতাংশের বেশি মানুষের জীবনজীবিকা ভূমির সাথে সংশ্লিষ্ট। বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতি চালু করার পাশাপাশি ভূমি সংস্কারে আইন পরিবর্তন, নতুন আইন প্রণয়নসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু ভূমি নিয়ে যে সমস্যা চলমান আছে তা থেকে বের হওয়া খুবই কঠিন। ভূমিহীন মানুষের পক্ষে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য যথেষ্ট কাজ করার সুযোগ এখনও রয়েছে। হাজার বছরের পুঞ্জিভূত ভূমি অপরাধ নিরসনে সরকার ও বেসরকারি সংস্থাকে এক সাথে কাজ করতে হবে।”

সম্মেলনের সূচনা বক্তব্যে এনগক এর নির্বাহী পরিচালক নাথানিয়েল ডন মার্কেজ বলেন যে জলবায়ু পরিবর্তনজনিত ঘনঘন সংঘটিত তীব্র প্রাকৃতিক দুর্যোগের কারণে ভূমির অবক্ষয়, ভূমিহীনতা এবং সম্পদহানি ঘটছে। ফলে গ্রামীণ দরিদ্র মানুষ স্থায়ী নিরাপত্তাহীনতায় রয়েছে। তাই, জলবায়ু কর্মের লক্ষ্য এবং প্রতিশ্রুতি অর্জনের জন্য ভূমির মেয়াদের নিরাপত্তা অপরিহার্য।

ইয়ান ফ্রাই, জলবায়ু পরিবর্তন প্রেক্ষাপটে মানবাধিকারের প্রচার ও সুরক্ষা বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত, এই সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে একটি ভিডিও বার্তা দেন। তিনি এই বার্তায় প্রান্তিক মানুষের ভূমি অধিকার তথা মানবাধিকার সুরক্ষা দেয়ার প্রতি সকলকে আহ্বান জানান। তিনি বলেন, “নি:সন্দেহে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের জন্য একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশ। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট এর একটি সমীক্ষায় দেখা গেছে যে বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর ৪২.৬ শতাংশ বন্যা, ৪০.৭ শতাংশ ঘুর্ণিঝড়, এবং ৮২.৬ শতাংশ জলবায়ু সম্পর্কিত বিভিন্ন বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটি জলবায়ু পরিবর্তনের প্রভাবে শীর্ষ ১০টি সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে সপ্তম অবস্থানে রয়েছে।”

তিনি আরও বলেন যে ভূমির ব্যবহার ও মালিকানাসংক্রান্ত জটিলতাগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাবের সাথে যুক্ত। প্রান্তিক মানুষের জমি না থাকলে তাদের জীবন অনিশ্চিত। একটি নিরাপদ ভবিষ্যতের নিশ্চয়তা পাওয়ার জন্য প্রতিটি প্রান্তিক মানুষের ভূমি অধিকার নিশ্চিত করতে হবে সরকারকে।

এই সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের সভাপতি খুশি কবির বলেন, “ জলবায়ু পরিবর্তন একটি বাস্তবতা। আমরা যত আন্তর্জাতিক সম্মেলন, চুক্তি ইত্যাদি দেখছি, কিন্তু সত্যিকারের কোনো সমাধান আমরা দেখতে পাচ্ছি না। সব যেন কাগজপত্রেই সীমাবদ্ধ। যে সকল সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে তা কি আদৌ বাস্তবায়িত হচ্ছে? বিশে^র বিভিন্ন রাষ্ট্র বিশেষ করে উন্নত রাষ্ট্র যত প্রতিশ্রুতিই দিক না কেন জলবায়ু পরিবর্তনে তাদের যে উদ্যোগ তা দেখে মনে হয় না যে এই সমস্যা থেকে বের হয়ে আসার কোনো সদিচ্ছা আছে।”

এই আয়োজনে আরো যারা সহায়তা করেছে সে সব সংস্থাসমূহ হলো গ্লোবাল ফোরাম অন এগ্রিকালচারাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন (এঋঅজ), গ্লোবাল ল্যান্ড টুল নেটওয়ার্ক (এখঞঘ) এবং ল্যান্ড পোর্টাল ফাউন্ডেশন। এছাড়াও উদ্বোধনী পর্বে অনলাইনে যুক্ত থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জিএফএআর এর নির্বাহী সচিব হিলডেগার্ড লিংনাউ এবং জিএলটিএন এর সচিব রবার্ট লুইস লেটিংটন। দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, আফ্রিকা, উত্তর অ্যামেরিকা ও প্যাসিফিক অঞ্চলের প্রায় ৮টি দেশের ১৪ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। পাশাপাশি জাতীয় এবং স্থানীয় পর্যায় থেকে নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন এই সম্মেলনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যাম্পাসে সহনশীল রাজনীতি চায় ছাত্রদল : আবিদুল

বগুড়ায় স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন শীর্ষক আঞ্চলিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

সব পাথর কোয়ারিগুলো ইকো ট্যুরিজম করার নির্দেশ

জকসু নির্বাচনের আগে বিচার চায় জবি ছাত্রদল

প্রোডাক্ট বিভাগে ইঞ্জিনিয়ার নিয়োগ দিচ্ছে শিক্ষা

চীনের সহযোগিতা বাংলাদেশের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : ইউজিসি চেয়ারম্যান

ইলিশের উৎপাদন কমার কারণ জানালেন প্রাণিসম্পদ উপদেষ্টা

জকসু নির্বাচন ঘিরে ছাত্রশিবিরের ৫ দফা

ভারতে নির্মিত হচ্ছে ‘পরীমণি’, তবে কে এই পরী?

বক্তব্যের ভুল ধরতে ফজলুর রহমানের আহ্বান

১০

মাত্র ১৪ হাজার টাকা আবেদন ফি-এ মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ

১১

অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় আর নেই

১২

খালেদা জিয়ার সঙ্গে বাবার ছবি দেখিয়ে আফ্রিদির জামিন চাইলেন আইনজীবী

১৩

যুক্তরাজ্যে হেলিকপ্টার বিধ্বস্ত

১৪

আইনজীবী আলিফ হত্যা মামলায় ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

১৫

গাজার হাসপাতালে ইসরায়েলের হামলা, সাংবাদিকদের দেখেই ফেলল বোমা

১৬

খুলনার নতুন ডিসি তৌফিকুর রহমান

১৭

চট্টগ্রামে আর এ কে সিরামিক্স ফ্যাক্টরির আউটলেট উদ্বোধন 

১৮

৩৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

১৯

ডাকসু নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করলেন ২১ প্রার্থী

২০
X