বাহরাইনভিত্তিক ইসলামি ব্যাংকিং ও অর্থায়নবিষয়ক মানদণ্ড প্রণয়নকারী সংস্থা ‘অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অরগানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন-আওফির ফেলোদের সংগঠন ‘বাংলাদেশি আওফি ফেলোজ ফোরামের (বাফ)’ চতুর্থ ইসলামি অর্থায়ন সম্মেলন শুরু হয়েছে। ২৪ ফেব্রুয়ারি, (শনিবার) সকাল ৯টায় মিরপুরের বিআইবিএম মিলনায়তনে দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়।
উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইবিএম’র চেয়ার প্রফেসর ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আহমেদ জামাল। তিনি তার বক্তব্যে বলেন, সম্মেলন আয়োজনের উদ্যোগটা গুরুত্বপূর্ণ। এখানে এসে ইসলামি ব্যাংকিং নলেজ শেয়ারিং করা যায়। এতে নিজেদের মধ্যে জ্ঞান গভীরতা বৃদ্ধি পায়। বিশ্ব ব্যাংকিং ব্যবস্থায় ইসলামি ব্যাংকিং একটি গুরুত্বপূর্ণ অংশ।
বিআইবিএম-এর মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সাইয়্যেদ কামালুদ্দীন আব্দুল্লাহ জাফরী।
সম্মেলনে ‘বাংলাদেশে ইসলামি ব্যাংকিংয়ের ৫ম দশকে পদার্পণ: অগ্রগতি ও চ্যালেঞ্জ’ শীর্ষক বক্তব্য উপস্থাপন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মুনিরুল মওলা।
ইসলামি আর্থিক প্রতিষ্ঠানে শরিয়াহ গভর্নেন্স উন্নয়নের করণীয় বিষয়ে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব ও শরিয়াহ স্কলার মওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ এবং ‘ইসলামী অর্থায়নের ঝুঁকি শেয়ারিং দর্শনের প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা উপস্থাপনা করেন মালয়েশিয়ার ইনসেইফ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ওবাইয়্যাতুল্লাহ ইসমাত বাচা।
বাফ সভাপতি ও বিআইবিএম’র সহযোগী অধ্যাপক ড. মো. মোহাব্বত হোসাইন সম্মেলনে স্বাগত বক্তব্য দেন।
দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশে আওফির ৪৪৩ জন ফেলোসহ দেশীয় ও আন্তর্জাতিক মোট ৫০০ জন ইসলামিক ব্যাংকিং ও অর্থায়ন বিশেষজ্ঞ, রেগুলেটর, শিক্ষক, শিক্ষার্থী ও পেশাজীবী অংশগ্রহণ করেন।
সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বিআইবিএম’র এমেরিটাস ফেলো ফজলে কবির। এ সময় সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য দেবেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়াম্যান আলহাজ আব্দুস সামাদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন্নাহার এবং সাবেক ডেপুটি গভর্নর একেএম সাজে দুর রহমান খান। বিশেষ অতিথির বক্তব্য দেবেন ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়রা আজম। ‘বাংলাদেশে ইসলামি ব্যাংকিং ও অর্থায়ন: ইতিহাসের পাতা ফিরে দেখা’ শীর্ষক নিবন্ধ উপস্থাপন করবেন সাবেক পররাষ্ট্রসচিব ও ওআইসি সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাম্বাসেডর মোহাম্মদ মহসীন। ‘ইসলামি ব্যাংকিংয়ের প্রতি বিশ্বাস ও আস্থা বৃদ্ধির জন্য করণীয়’ শীর্ষক নিবন্ধ উপস্থাপন করবেন বিআইবিএম'র অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবীব।
মন্তব্য করুন