ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০৭:০৫ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৭:৫৮ এএম
অনলাইন সংস্করণ

গ্রেডিং কাঠামোতে দেশি কোচরা, বেতন বাড়ছে দ্বিগুণ

সদ্য নিয়োগ পাওয়া তিন কোচ। ছবি : সংগৃহীত
সদ্য নিয়োগ পাওয়া তিন কোচ। ছবি : সংগৃহীত

প্রায় তিন বছর ধরে স্থানীয় কোচদের বেতন-ভাতা বাড়ায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে গ্রেডিং পদ্ধতির মাধ্যমে তাদের বেতন-ভাতা বৃদ্ধি করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

প্রথমবারের মতো স্থানীয় কোচদের নিয়ে এমন প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ। কয়েকদিন আগে হওয়া বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের ১১তম সভায় কোচ ও ট্রেইনার নতুন বেতন কাঠামোকে অনুমোদনও দিয়েছে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ড।

এতে করে ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বেতন-ভাতা বেড়েছে স্থানীয় কোচদের। বিসিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, এই পদ্ধতি চালুর মাধ্যমে কোচদের বেতন-ভাতা এখন ‘কি পারফরম্যান্স ইন্ডিকেটর’ (কেপিআই)-এর ওপর নির্ভর করে অটোমেটিকভাবেই বৃদ্ধি পাবে।

কোচদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে চারটি গ্রেড তৈরি করেছে বিসিবি। ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’—গ্রেডগুলোর মধ্যে আছে আরও ৩টি করে মোট ১২টি গ্রেড পদ্ধতি। অর্থাৎ গ্রেড ‘এ’ তে থাকা কোচদের আবার তিনভাগে ভাগ করা হয়েছে। এভাবেই পুরো পদ্ধতিটা সাজানো হয়েছে।

এতে করে এখন থেকে সর্বোচ্চ ৩ লাখ থেকে সর্বনিম্ন ২৫ হাজার টাকা পর্যন্ত বেতন-ভাতা পাবেন দেশীয় কোচরা। তবে সুখবর হচ্ছে, পূর্বে জেলা পর্যায়ের কোচদের নিয়োগ দেওয়া হতো মাত্র ১৫ হাজার টাকায়।

এতে অনেকেই বিসিবির কোচ হতে অনাগ্রহ দেখাতেন, আবার অনেকেই কোচিং ছেড়ে ভিন্ন পেশায় চলে যেত। এবার তাদের সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ২৫ হাজার টাকা। অর্থাৎ প্রথমবার নিয়োগ পেলেই ২৫ হাজার টাকা করে বেতন পাবেন তারা। এরপর ধীরে ধীরে পারফর্ম করে গ্রেডিংয়ে পদোন্নতি পাবেন তারা।

সম্প্রতি বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের অধীনে কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিন সাবেক ক্রিকেটার। তাদের দুজনের বেতন ধরা হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা। অর্থাৎ গ্রেডিং পদ্ধতিতে ক্যাটাগরি ‘এ’তে সুযোগ পেয়েছেন তারা।

এ ছাড়াও চুক্তিভিত্তিক কোচ হিসেবে রাজিন সালেহকে প্রতিদিন দেওয়া হবে ৭ হাজার ৫০০ টাকা। তিন মাসের মেয়াদি নিয়োগ হলেও তিনিও ক্যাটাগরি ‘এ’ তে সুযোগ-সুবিধাগুলো ভোগ করবেন। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের অধীনে বর্তমান কাজ করা কোচের সংখ্যা প্রায় ৯৫ জন। তাদের মধ্যে

বিসিবির সেন্ট্রাল বিভাগে বিভিন্ন জায়গায় কাজ করছেন নতুন তিনজনসহ মোট ২৪ জন কোচ। বিভাগীয় পর্যায়ে কাজ করা কোচের সংখ্যা ৯ জন, তাদের সঙ্গে সহযোগী হিসেবে আছেন জেলা পর্যায়ের কয়েকজনও। দেশের মোট ৬৪ জেলার মধ্যে এখন বিসিবির নিয়োগপ্রাপ্ত কোচ আছেন ৬২ জন।

সিলেটের মৌলভীবাজার ও সুনামগঞ্জে নেই কোনো জেলা কোচ, এ ছাড়াও বান্দরবানসহ আরও কয়েক জায়গায় কোচ সংখ্যা নেই। পুরো সিস্টেমে থাকা সব কোচের বেতন-ভাতাকে গ্রেডিং পদ্ধতিতে ভাগ করে দিয়েছে বিসিবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াশা ও শৈত্যপ্রবাহ নিয়ে যা জানালেন আবহাওয়াবিদ 

ঢাকা-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল

ইয়েমেনের সংকট নিরসনে উদ্যোগ নিল সৌদি আরব

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হলো যে দলের

ঢাকা-৬ আসনে ইশরাকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজকে বাদ দিল কলকাতা

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা শুরু, জরুরি অবস্থা ঘোষণা

সাতক্ষীরায় বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত

মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত, পাশে দাঁড়ালেন ভারতেরই তারকারা

১০

চাঁদপুরে থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলিসহ মা-ছেলে গ্রেপ্তার

১১

জাতীয় নির্বাচন গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : কবীর ভূইয়া

১২

ঢাকা-১০ আসনে বিএনপি প্রার্থী রবিউল আলম রবির মনোনয়ন বৈধ

১৩

ইয়েমেন ভেঙে নতুন রাষ্ট্র হতে যাচ্ছে ‘দক্ষিণ আরবিয়া’

১৪

শীতকালে শরীরের জন্য পানি কেন গুরুত্বপূর্ণ

১৫

মৃত্যুজনিত কারণে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত

১৬

ঢাকা-৯ আসনে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদের মনোনয়ন বৈধ ঘোষণা

১৭

অবতরণের মুহূর্তে রানওয়ে থেকে ছিটকে পড়ল যাত্রীবাহী বিমান

১৮

‘৫ ভরি স্বর্ণের দাম ১ কোটি টাকা’

১৯

তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী

২০
X