স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০৮:১৭ এএম
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৮:৩৪ এএম
অনলাইন সংস্করণ
জিম আফ্রো টি-টেন

ইউসুফ পাঠানের অবিশ্বাস্য ইনিংসে ফাইনালে মুশফিকরা

ইউসুফের পাঠান খেলেছেন ৮০ রানের অবিশ্বাস্য ইনিংস। ছবি : সংগৃহীত
ইউসুফের পাঠান খেলেছেন ৮০ রানের অবিশ্বাস্য ইনিংস। ছবি : সংগৃহীত

জিম্বাবুয়েতে চলমান জিম আফ্রো টি-টেন লিগের ফাইনালে উঠেছে মুশফিকুর রহিমের দল জোবার্গ বাফেলোস। প্রথম কোয়ালিফায়ারে ডারবান কালান্দার্সকে ৬ উইকেটে হারায় মোহাম্মদ হাফিজের নেতৃত্বাধীন দলটি।

মূলত সাবেক ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানের ব্যাটিং তাণ্ডবেই জোবার্গ ফাইনালে উঠে। দলকে ফাইনালে তুলতে ভূমিকা ছিল মুশফিকুরেরও। ইউসুফের সঙ্গে ম্যাচ জেতানো ৮৫ রানের জুটি গড়ার পথে ১০ বলে ১৪ রান করে ইউসুফকে যোগ্য সঙ্গ দেন তিনি।

হারারেতে প্রথম কোয়ালিফায়ারে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জোবার্গ বাফেলোসের অধিনায়ক মোহাম্মদ হাফিজ।

বোলিংয়ের শুরুটাও ভালো ছিল জোবার্গের। প্রথম ৩ ওভারে মাত্র ২২ রান দিয়ে ডার্বানের ১ উইকেট তুলে নেয় তারা। ৪ ওভার শেষে প্রতিপক্ষের রান দাঁড়ায় ২৮। কিন্তু পঞ্চম ওভারে ক্যারিবীয় ব্যাটার আন্দ্রে ফ্লেচার তাণ্ডব চালিয়ে ওয়েলিংটন মাসাকাদজার ওভারে ৩১ রান তুলে নেন। পরের ওভারে এসে ১ উইকেট তুলে নিলেও ১৮ রান দেন ভিক্টর নায়াচি।

সপ্তম ওভারে দুই উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আফগান স্পিনার নুর আহমেদ। ৪ উইকেট হারিয়ে তখন ডার্বান ধুঁকছে ৮০ রানে। কিন্তু ওয়েলচ ও আসিফ আলি আবার ক্রিজের আধিপত্য নিয়ে শেষ তিন ওভারে ৬০ রান তুলে নেন। তাতে ডার্বানের সংগ্রহ গিয়ে দাঁড়ায় নির্ধারিত ১০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৪০ রান। জবাব দিতে নেমে প্রথম ওভারেই অধিনায়ক মোহাম্মদ হাফিজ ও টম ব্যান্টন দলকে ১৭ রান এনে দেন। পরের ওভারে হাফিজ আউট হলে কিছুটা চাপে পড়ে জোবার্গ। তৃতীয় ওভারে সাজঘরের পথ ধরেন ব্যান্টনও। এরপর ক্রিজে নেমে উইল স্মিদ ক্রিজের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করলেও তৈয়ব আব্বাস তাকে বোল্ড করে সাজঘরে ফেরান। ষষ্ঠ ওভারে ব্যর্থ হয়ে ফিরে যান রবি বোপারা। জোবার্গের সংগ্রহ তখন ৪ উইকেট হারিয়ে ৬৬ রান। ক্রিজে থাকা ইউসুফকে সঙ্গ দিতে নামেন মুশফিক। সপ্তম ওভারে দুইটি বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয়ের পথে রাখেন টাইগার ব্যাটার। এরপর ম্যাচের ভাগ্য পুরোপুরি নিজের দখলে নিয়ে নেন ইউসুফ। ১ বল হাতে রেখেই ৭ ছক্কা ও ৩ চারে দলের জয় নিশ্চিত করেন তিনি। ২০ বলে তুলে নেন ব্যক্তিগত ফিফটি।

এ জয়ে জিম আফ্রো টি-টেনের ফাইনালে পা রেখেছে জোবার্গ। আজ শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ আবারও এই ম্যাচের প্রতিপক্ষ ডারবান কালান্দার্স। শুক্রবার (২৮ জুলাই) জিম আফ্রো টি-টেনের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে হারারে হারিকেনসকে ৬ উইকেটে হারায় ডারবান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার হীরার সন্ধানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই : তারেক রহমান

লাঙ্গল প্রতীক না পাওয়ায় অনশনে জাতীয় পার্টির নেতা

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

জুলাই আন্দোলনকে স্মরণ করে তারেক রহমানের আহ্বান

’৭১ ও ’২৪-এর শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে : তারেক রহমান

আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা ষড়যন্ত্রে লিপ্ত : তারেক রহমান

দেশের মানুষ ৫ আগস্টে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করেছে : তারেক রহমান

এভারকেয়ারের উদ্দেশে রওয়ানা দিলেন তারেক রহমান

বিপিএলের পারিশ্রমিক ইস্যুতে যে বার্তা দিলেন শান্ত

১০

আই হ্যাভ অ্যা প্ল্যান : তারেক রহমান

১১

‘মানুষ নিরাপদে বের হতে পারে ও ঘরে ফিরতে পারে, এমন দেশ গড়ব’

১২

ওসমান হাদিকে স্মরণ করে যা বললেন তারেক রহমান

১৩

যে কোনো মূল্যে দেশে শান্তি স্থাপন করতে হবে : তারেক রহমান 

১৪

আপনাদের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি : তারেক রহমান

১৫

মঞ্চে উঠলেন তারেক রহমান

১৬

সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান

১৭

রণবীরের প্রসংসায় নওয়াজউদ্দিন সিদ্দিকী

১৮

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বলছে ভারতীয় গণমাধ্যম

১৯

পথে পথে মানুষের ঢল, লাখো কণ্ঠের উচ্ছ্বাসে তারেক রহমানকে স্বাগত

২০
X