কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ১২:২৭ এএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০২:০২ এএম
অনলাইন সংস্করণ

ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন স্টুয়ার্ট ব্রড

ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। ছবি : সংগৃহীত
ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। ছবি : সংগৃহীত

সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। শনিবার (২৯ জুলাই) ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি।

জানা গেছে, অ্যাশেজে ওভাল টেস্টের তৃতীয় দিন শেষে স্কাই স্পোর্টসের সঙ্গে আলোচনার সময় এ ঘোষণা দেন ইংল্যান্ডের তারকা এই ফাস্ট বোলার।

আরও পড়ুন : পেসার মারুফার এসএসসিতে সাফল্য

ক্রিকইনফো জানিয়েছে, শুক্রবার (২৮ জুলাই) রাত সাড়ে আটটা নাগাদ অবসরের সিদ্ধান্ত নেন স্টুয়ার্ট ব্রড। তবে নিজের অবসর গ্রহণের সিদ্ধান্তের বিষয়ে শনিবার (২৯ জুলাই) তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার পূর্বে দীর্ঘ দিনের সতীর্থ জেমস অ্যান্ডারসন ও সাবেক অধিনায়ক জো রুটকে জানান ব্রড।

ওভাল টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে অবসরের ঘোষণা দিয়ে স্কাই স্পোর্টসকে ব্রড বলেন, এটা দারুণ একটা পথচলা ছিল, নটিংহ্যাম্পশ্যায়ার ও ইংল্যান্ডের ব্যাজে যা অর্জন করেছি তাতে নিজেকে সৌভাগ্যবান মনে করি। এবং আমি ক্রিকেটকে এখনো ততটাই ভালোবাসি, যতটা ভালবেসেছি সবসময়।’

তিনি আরও বলেন, ‘এমন অসাধারণ একটা সিরিজের (অ্যাশেজের) অংশ হওয়াটা দারুণ। সবসময় শীর্ষে থাকা অবস্থাতেই থামতে চেয়েছি। এবারের সিরিজটা আমার খেলা অন্যতম জমজমাট ও উপভোগ্য সিরিজ।’

টেস্ট ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ উইকেটের মালিক ইংলিশ এই পেসার। পেসারদের মধ্যে শুধু সতীর্থ জেমস অ্যান্ডারসনই তার চেয়ে বেশি টেস্ট উইকেটের মালিক। গত সপ্তাহে ওল্ড ট্রাফোর্ড টেস্টেই ৬০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন তিনি। বর্তমানে তিনি ৬০২ টেস্ট উইকেটের মালিক এবং চলতি ওভাল টেস্টেই অস্ট্রেলিয়ার চতুর্থ ইনিংসে এই সংখ্যাটা বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে তার সামনে।

আরও পড়ুন : বিশ্বকাপের টিকিট নিয়ে বিড়ম্বনায় বিসিসিআই

২০০৯ সালে ইংল্যান্ডের মাটিতে প্রথম অ্যাশেজ খেলার পর আর কখনোই অজিদের বিপক্ষে হোম সিরিজের দল থেকে বাদ পড়েননি ব্রড। ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজে ২৬ দশমিক ৫৬ গড়ে ২৫ টেস্টে ১০৪ উইকেট শিকার করেছেন তিনি। সব মিলিয়ে ১৫১ উইকেট শিকার করে তিনি ইয়ান বোথামের দখলে দীর্ঘদিন থাকা টেস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি নিজের দখলে নিয়েছেন।

২০০৬ সালে কার্ডিফে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ব্রডের। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ক্রিস ব্রডের ছেলে স্টুয়ার্ট ব্রডের দুই মাস পরেই ২০ বছর বয়সে প্রথমবারের মতো সাদা জার্সি গায়ে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামেন। সেই টেস্টে শুধু চামিন্দা ভাসের উইকেটটিই পান তিনি।

সব মিলিয়ে ১৬৭ টেস্টে ২৭ এর বেশি গড়ে ৬০২ উইকেট শিকার করেছেন ব্রড। ২০ বার নিয়েছেন ইনিংসে পাঁচ উইকেট ও ৩ বার ম্যাচে ১০ উইকেট। ২০১৫ অ্যাশেজের চতুর্থ টেস্টে নটিংহ্যামে প্রথম ইনিংসে মাত্র ১৫ রানে ৮ উইকেট শিকার করেছিলেন ব্রড। এটিই তার সেরা বোলিং ফিগার। ব্যাট হাতেও টেস্টে বেশ সফল তিনি। টেস্টে ১ সেঞ্চুরি ও ১৩ অর্ধশতকসহ ১৮ গড়ে ৩ হাজার ৬৫৬ রানের মালিক ব্রড।

টেস্ট বাদেও ১২১টি ওয়ানডেতে ১৭৮টি উইকেট শিকার করেছেন ব্রড। এ ছাড়া ৫৬টি-টোয়েন্টিতে ২২ দশমিক ৯৩ গড়ে ৬৫ উইকেট আছে তার ঝুলিতে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্রডের এক ওভারে টানা ছয়টি ছক্কা হাঁকিয়েছিলেন ভারতের যুবরাজ সিং।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো স্বৈরাচার আর যেন মাথা চাড়া না দেয় : টুকু

মধ্যরাতে পানি ছিটিয়ে সরানো হলো অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইদের

পাচার হওয়া অর্থ ফেরত ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করবে সরকার

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে কী লিখলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

লুৎফুজ্জামান বাবর মুক্তি পাচ্ছেন বৃহস্পতিবার

পদত্যাগপত্রে যা লিখেছেন টিউলিপ সিদ্দিক 

আন্দোলনে হামলার ঘটনায় যুবদল নেতা গ্রেপ্তার

স্কোপাস ইনডেক্স জার্নালের ভিত্তিতে বাকৃবির সেরা দশ গবেষক

নোয়াখালীতে অস্ত্রসহ যুবলীগ নেতা রাহুল গ্রেপ্তার

নাকুগাঁও স্থলবন্দরে এইচএমপিভি প্রতিরোধে নেই সতর্কতা

১০

বগুড়ায় নাশকতার মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

১১

মৌলভীবাজারে বেলি রাস উৎসব

১২

পায়ে হেঁটে দেড়শো কিলোমিটার পরিভ্রমণ করবে জবি রোভার স্কাউট 

১৩

দেড় দশক পর আখাউড়া বিএনপির কমিটি ঘোষণা

১৪

আটকের পর সাবেক ছাত্রদল নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

১৫

‘গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেই ছাত্র-জনতার বিপ্লব সফল হবে’

১৬

পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

১৭

৯০ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ২

১৮

প্রকাশিত সংবাদের প্রতিবাদ 

১৯

উপবৃত্তি ও মিড ডে মিল পাবে ইবতেদায়ির শিক্ষার্থীরা

২০
X