স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ০৮:৪৪ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবের বিরুদ্ধে মামলা নিয়ে মুশফিকের স্ট্যাটাস

সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরে এক সঙ্গে জাতীয় দলে খেলেছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। শুধু জাতীয় দল নয় বয়স ভিত্তিক দলেও সতীর্থ ছিলেন দুজন। এমন কী একই শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপির ছাত্র দুজন। দীর্ঘদিনের সেই বন্ধু-সতীর্থের বিপদে চুপ থাকবেন কী করে মুশফিক?

সাকিবের বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ এ ক্রিকেটার। ঘোষণা দিয়েছেন বন্ধুর পাশে সবসময় থাকার।

গত বৃহস্পতিবার (২২ আগস্ট) গার্মেন্টসকর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে ২৮ নম্বর আসামি করা হয় তাকে। মামলার ২৮ নম্বর আসামির ঠিকানা লেখা রয়েছে- মো. সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য, পিতা-মাশরুর রেজা, সাং-সাহাপাড়া, নতুন বাজার, ডাকঘর-মাগুরা।

এ হত্যার ঘটনায় মামলার বাকি আসামিরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৫৬ জন। এ ছাড়া অজ্ঞাত ৫০০ জনকে আসামি করা হয়েছে।

এরপর তাকে দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে আইনি নোটিশ দেয় সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশে ছিলেন না সাকিব। এমন কী রুবেল যখন নিহত হন, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলছিলেন তিনি।

তাই তো তার সতীর্থরা মনে করছেন, বিশ্বসেরা অলরাউন্ডারের বিরুদ্ধে করা এ মামলার কোনো যৌক্তিকতা নেই। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সরব হয়েছেন অনেক তারকা ক্রিকেটার। তার মধ্যে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ব্যাটার মুমিনুল হক, এনামুল হক বিজয়সহ আরও অনেকে।

এ দিকে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে পাওয়া বড় জয়ে অবদান রাখেন সাকিব। বাঁহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন তিনি। তাই বাংলা-ইংরেজি দুই ভাষায় করা পোস্টের শুরুতে এমন অর্জনের জন্য অভিনন্দন জানান মুশফিক।

তিনি লিখেছেন, ‘সাকিবকে বাঁহাতি স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড গড়ার জন্য অভিনন্দন। আমি অনেকবার বলেছি এবং আবার বলছি যে, সাকিবের মতো একজন চ্যাম্পিয়নের সঙ্গে খেলতে পেরে আমি গর্বিত।’

পোস্টের পরের অংশে মিথ্যা মামলাকে সমর্থন না করার ঘোষণা দিয়ে মুশফিক লিখেছেন, ‘একজন টিমমেট এবং ভাই হিসেবে, আমি সাকিবের কঠিন সময়গুলোর সঙ্গী এবং আমি তার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগের সমর্থন করি না, কারণ আমি জানি সে কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না। আমরা সবসময় তোমার পাশে আছি, বন্ধু।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার আহানের বিপরীতে শর্বরী

ক্যানসারে আক্রান্ত সাবেক ব্রাজিল তারকা

বিকেলে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ, খেলা দেখবেন যেভাবে

নতুন ২ টিভির লাইসেন্স পেলেন যারা

দল হিসেবে আ.লীগের বিচারে আনুষ্ঠানিক তদন্ত শুরু, কর্মকর্তা নিয়োগ

সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে যা বললেন তারেক রহমান

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন তারেক রহমান

স্টার্ককে নিয়ে ভারত সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

অকাল বার্ধক্য ডেকে আনছে আপনার প্রতিদিনের যে ২ খাবার

প্রধানমন্ত্রীর সংসদ ও দলীয় নেতৃত্বের প্রশ্নে যা বললেন তারেক রহমান

১০

পৌনে ৩ ঘণ্টা পর সিলেট থেকে ট্রেন চলাচল শুরু

১১

দেশে ফিরে নির্বাচন নিয়ে যা বললেন জামায়াত নেতা তাহের

১২

সহকর্মীর গলায় ধারালো অস্ত্রের কোপ

১৩

পুরোনো টুথব্রাশ ব্যবহার করলে হতে পারে যেসব ক্ষতি

১৪

বরাদ্দের চাল ‘জোরপূর্বক’ নিয়ে গেল নারী ইউপি সদস্য

১৫

অন্তর্বর্তী সরকার সফল হোক : তারেক রহমান

১৬

বিশ্বকাপের ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড

১৭

ভ্যানের ওপর গৃহবধূর মরদেহ রেখে পালালেন শ্বশুরবাড়ির লোকজন

১৮

সড়ক দুর্ঘটনার শিকার বিজয় দেবেরাকোন্ডা

১৯

‘ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হলে আমাদের কিছু করার নাই'

২০
X