স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ১১:৪৮ এএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টির কারণে রাওয়ালপিন্ডিতে টসে বিলম্ব

কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে রাওয়ালপিন্ডির উইকেট। ছবি : সংগৃহীত
কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে রাওয়ালপিন্ডির উইকেট। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের জন্য দ্বিতীয় টেস্টে নামার জন্য প্রস্তুত বাংলাদেশ দল। শুক্রবার (৩০ আগস্ট) বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচে। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হওয়া সম্ভব হয়নি। সকাল সাড়ে ১০টায় টস অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও খারাপ রাওয়ালপিন্ডির বৈরী আবহাওয়া তা হতে দেয়নি।

এদিকে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে প্রথমবারের মতো হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে লিড নিয়েছে বাংলাদেশ। তাই টাইগাররা এই টেস্টে হার এড়ালেই তৈরি করবে নতুন ইতিহাস। অন্যদিকে, পাকিস্তান সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই।

তবে আবহাওয়ার পূর্বাভাস মন খারাপ করে দিতে পারে বাবরদের। পূর্বাভাস অনুযায়ী, রাওয়ালপিন্ডিতে আজ ২৫.৪ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা ম্যাচের স্বাভাবিক গতিপ্রবাহকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। দিনের পুরো ৯০ ওভার বা এমনকি কোন খেলা হওয়া নিয়েও সংশয় দেখা দিয়েছে।

এ ছাড়াও বৃহস্পতিবার (২৯ আগস্ট) ম্যাচের আগে শেষ প্রস্তুতি সেরে নিতে চেয়েছিল দুই দলই। তবে, বৃষ্টির কারণে কোনো দলই মাঠে নেমে অনুশীলন করতে পারেনি। মাঠ পুরোপুরি কাভারে ঢাকা ছিল, ফলে খেলোয়াড়দের দিনটি ড্রেসিংরুমেই কাটাতে হয়েছে।

রাওয়ালপিন্ডির সাম্প্রতিক আবহাওয়ার ইতিহাসও বৈরী। আগের দিনগুলিতেও বৃষ্টির কারণে একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, টেস্টের প্রথম দিনে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৮০ শতাংশ, যা খেলার সময়সূচিকে আরও জটিল করতে পারে।

প্রথম টেস্টে পাকিস্তান ও বাংলাদেশ উভয় দলকেই স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হয়েছিল। বাংলাদেশের পয়েন্ট থেকে ৩টি এবং পাকিস্তানের ৬টি পয়েন্ট কর্তন করা হয়। এছাড়া, দুই দলের খেলোয়াড়দের ম্যাচ ফির একটি অংশও জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, চলমান সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ এর অংশ, তাই প্রতিটি ম্যাচ উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপিওভুক্তির আবেদন যাচাইয়ে ১১ সদস্যের কমিটি

ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের যে অভিযোগ দিল জামায়াত

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে তরুণদের নেতৃত্ব জরুরি : মেয়র ডা. শাহাদাত

গভীর নলকূপে পড়া সেই শিশু উদ্ধার

১৪ বছর পর ঢাকা থেকে করাচি যাবে বিমানের ফ্লাইট 

বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির ৩ শতাধিক নেতাকর্মী

খেলাপিদের নাম-ছবি প্রকাশ ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিতে চায় ব্যাংকগুলো

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা

দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় জামায়াত নেতার বাড়িতে আগুন

নির্বাচিত হলে এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ ঘোষণা করা হবে : আসিফ

১০

ক্রেতা দেখলেই মরার ভান ভেড়ার, দামে রেকর্ড

১১

‘রাজনীতি আমার ইবাদত, এটা দিয়ে ব্যবসা করার সুযোগ নেই’

১২

শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত

১৩

দেশে ফিরে কোন ব্যাটে খেলবেন সাকিব, জানালেন তারই বন্ধু

১৪

ফোনের চার্জিং পোর্টে এই ৫টি জিনিস কখনোই লাগাবেন না

১৫

৫ দফা দাবিতে বারির শ্রমিকদের বিক্ষোভ 

১৬

গণভোট নিয়ে মাদ্রাসা শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা

১৭

বিএনপির ১৮ নেতাকর্মী বহিষ্কার

১৮

ফোনের ইন্টারনেট স্লো, সহজ ৯ কৌশলে হুহু করে বাড়বে স্পিড

১৯

মধ্যপ্রাচ্যে বহুদিনব্যাপী মহড়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০
X