স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ১১:৪৮ এএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টির কারণে রাওয়ালপিন্ডিতে টসে বিলম্ব

কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে রাওয়ালপিন্ডির উইকেট। ছবি : সংগৃহীত
কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে রাওয়ালপিন্ডির উইকেট। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের জন্য দ্বিতীয় টেস্টে নামার জন্য প্রস্তুত বাংলাদেশ দল। শুক্রবার (৩০ আগস্ট) বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচে। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হওয়া সম্ভব হয়নি। সকাল সাড়ে ১০টায় টস অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও খারাপ রাওয়ালপিন্ডির বৈরী আবহাওয়া তা হতে দেয়নি।

এদিকে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে প্রথমবারের মতো হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে লিড নিয়েছে বাংলাদেশ। তাই টাইগাররা এই টেস্টে হার এড়ালেই তৈরি করবে নতুন ইতিহাস। অন্যদিকে, পাকিস্তান সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই।

তবে আবহাওয়ার পূর্বাভাস মন খারাপ করে দিতে পারে বাবরদের। পূর্বাভাস অনুযায়ী, রাওয়ালপিন্ডিতে আজ ২৫.৪ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা ম্যাচের স্বাভাবিক গতিপ্রবাহকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। দিনের পুরো ৯০ ওভার বা এমনকি কোন খেলা হওয়া নিয়েও সংশয় দেখা দিয়েছে।

এ ছাড়াও বৃহস্পতিবার (২৯ আগস্ট) ম্যাচের আগে শেষ প্রস্তুতি সেরে নিতে চেয়েছিল দুই দলই। তবে, বৃষ্টির কারণে কোনো দলই মাঠে নেমে অনুশীলন করতে পারেনি। মাঠ পুরোপুরি কাভারে ঢাকা ছিল, ফলে খেলোয়াড়দের দিনটি ড্রেসিংরুমেই কাটাতে হয়েছে।

রাওয়ালপিন্ডির সাম্প্রতিক আবহাওয়ার ইতিহাসও বৈরী। আগের দিনগুলিতেও বৃষ্টির কারণে একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, টেস্টের প্রথম দিনে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৮০ শতাংশ, যা খেলার সময়সূচিকে আরও জটিল করতে পারে।

প্রথম টেস্টে পাকিস্তান ও বাংলাদেশ উভয় দলকেই স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হয়েছিল। বাংলাদেশের পয়েন্ট থেকে ৩টি এবং পাকিস্তানের ৬টি পয়েন্ট কর্তন করা হয়। এছাড়া, দুই দলের খেলোয়াড়দের ম্যাচ ফির একটি অংশও জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, চলমান সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ এর অংশ, তাই প্রতিটি ম্যাচ উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরেকটি পাতানো নির্বাচনের শঙ্কা জামায়াতের নায়েবে আমিরের

ঘন কুয়াশায় পৃথক স্থানে দুর্ঘটনার কবলে ৭ অটোরিকশা

ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, এমন দাবি ভিত্তিহীন: বিসিবি

হাড় কাঁপানো শীতে রুনা খানের উত্তাপ

জকসু নির্বাচনে ১১ কেন্দ্রের ফল প্রকাশ, কোন পদে কে এগিয়ে

বিপিএল থেকে বাদ পড়ে পাল্টা ‘যুক্তি’ ভারতীয় উপস্থাপিকার

বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল : এনবিআর চেয়ারম্যান

দেশের প্রথম ‘সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার’ চালু করল সনি-স্মার্ট

বাংলাদেশিরা এখন যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট ৩ বিমানবন্দর দিয়ে ঢুকতে পারবেন

২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

১০

কীভাবে শরীর নিজে থেকেই ডিটক্স হয় জেনে নিন

১১

ভোট হচ্ছে জনগণের মৌলিক অধিকার : জিলানী

১২

দেশের বাইরে পড়াশোনার জন্য ফেসবুক যেভাবে ব্যবহার করবেন

১৩

মাঘের আগেই ‘হাড় কাঁপানো শীত’, শৈত্যপ্রবাহ নিয়ে নতুন পূর্বাভাস

১৪

শীতকালে বাংলাদেশের ভ্রমণের জন্য ৫ সেরা জায়গা

১৫

বিসিবির মেইলের জবাব দিল আইসিসি, যা আছে সেই মেইলে

১৬

কুয়াশা পড়লে ঠান্ডা বাড়ে নাকি কমে?

১৭

২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন তারেক রহমান

১৮

এবার গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

১৯

ডিসেম্বরে সর্বাধিক রেমিট্যান্স এলো যেসব দেশ থেকে

২০
X